Go to full page →

ধর্মধামের যাজকত্ব কাজ স্বৰ্গীয় জিনিষেয় ছায়া মাত্র PPBeng 245

শুধুমাত্র ধর্মধাম নয়, কিন্তু পুরোহিতদের যাজকত্ব কাজেও “তাহারা স্বর্গীয় বিষয়ের দৃষ্টান্ত ও ছায়া লইয়া আরাধনা করে।” ইব্রীয় ৮:৫। যাজকত্ব কাজ দু'ভাগে বিভক্ত ছিল, দৈনিক যাজকত্ব কাজ ও বাৎসরিক যাজকত্ব কাজ। দৈনিক যাজকত্ব কাজ হোম বলির যজ্ঞবেদির উপর সমাগম তাঁবুর প্রাঙ্গনে পবিত্র কক্ষে পরিচালনা করা হত, আর বাসরিক কাজটি মহা-পবিত্র স্থানে পরিচালিত হত । PPBeng 245.4

মহা-যাজক ছাড়া আর কোন মরণশীল মানুষের চক্ষু ধর্মধামের ভিতরের অংশ দেখতে পারত না। মহাযাজক শুধু বসরে একবার ওখানে প্রবেশ করতে পারতেন। ঈশ্বরের আশীর্বাদের জন্য তাদের হৃদয় প্রার্থনাতে মগ্ন রেখে লোকেরা অত্যন্ত সশ্রদ্ধ নীরবতায় বাইরে দাঁড়িয়ে তার ফিরে আসার অপেক্ষায় থাকতেন । অনুগ্রহের আসনের সামনে মহা-যাজক ইস্রায়েলদের জন্য প্রায়শ্চিত্ত দিতেন, এবং প্রতাপের মেঘের মধ্যে থেকে ঈশ্বর তার সহিত সাক্ষা করতেন। নির্দ্ধারিত সময়ের অধিক সময় তিনি ভিতরে থেকে গেলে তাদের হৃদয়ে এই ভেবে ভীতির সঞ্চার হত যে, কি জানি তাদের পাপ অথবা তার নিজের পাপের জন্য সদাপ্রভুর গৌরব তাকে হত্যা করেছেন কি না। PPBeng 246.1