Go to full page →

তথাকথিত নূতন জ্যোতি অনেককে ভুলাইবে CCh 665

পৃথিবীর উপরে যে সাধারণ ধ্বংস আসিতেছে, শয়তানের আশা যেন ঈশ্বরের অবশিষ্ট লোকেরা তাহাতে জড়ীভূত থাকে । খ্রীষ্টের আগমন যত নিকটবর্ত্তী হইতে থাকিবে, ঈশ্বরের লোকদিগকে পরাজিত করিবার চেষ্টায় সে তত স্থির-সঙ্কল্প ও বদ্ধপরিকর হইবে । চিরন্তনমার্গে বিশ্বাস টলাইবার জন্য নর-নারীগণ উপস্থিত হইয়া বলিবে যে, তাহারা কোন নূতন জ্যোতি কিংবা কোন নূতন প্রত্যাদেশ প্রাপ্ত হইয়াছে । তাহাদের শিক্ষামালা ঈশ্বরের বাক্য দ্বারা পরীক্ষাসিদ্ধ না হইলেও বহু আত্মা সেই সকলের দ্বারা প্রবঞ্চিত হইবে । CCh 665.2

চতুর্দ্দিকে মিথ্যা সংবাদ প্রচারিত হইবে, এবং অনেকে ইহাতে বিশ্বাস করিবে । এই সকল জনশ্রুতিতে তাহারা বিশ্বাস করিবে, এবং অপরের নিকটে সে-গুলি বলিবে, আর এইরূপে মহান্ প্রতারকের সহিত তাহাদের এক যোগসূত্র স্থাপিত হইবে । ঈশ্বর যে সকল বার্ত্তা প্রেরণ করেন, সে সকল যে প্রকাশ্যে অগ্রাহ্য করা হয়, সর্ব্বসময়ে এরূপ দেখা যায় না, কিন্তু অনেক বিষয়েই একটা স্থায়ী অবিশ্বাস দেখা যায় । যে সকল মিথ্যা বর্ণনা দেওয়া হয়, তাহার প্রত্যেকটীতেই এই অবিশ্বাস দিনের পর দিন বাড়িয়া চলে, আর এই ভাবে বহু আত্মা মন্দের দিকে প্রধাবিত হয় । CCh 665.3

প্রত্যেক প্রকারের ভ্রান্তির বিপক্ষে অত্যধিক সতর্ক হওয়া সহজ ব্যাপার নহে, কারণ মানবকে সত্যের পথ হইতে বিচ্যুত করিবার নিমিত্ত শয়তান অবিরত চেষ্টান্বিত । 85T 295, 296; CCh 666.1