Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

মণ্ডলীর জন্য উপদেশ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    তথাকথিত নূতন জ্যোতি অনেককে ভুলাইবে

    পৃথিবীর উপরে যে সাধারণ ধ্বংস আসিতেছে, শয়তানের আশা যেন ঈশ্বরের অবশিষ্ট লোকেরা তাহাতে জড়ীভূত থাকে । খ্রীষ্টের আগমন যত নিকটবর্ত্তী হইতে থাকিবে, ঈশ্বরের লোকদিগকে পরাজিত করিবার চেষ্টায় সে তত স্থির-সঙ্কল্প ও বদ্ধপরিকর হইবে । চিরন্তনমার্গে বিশ্বাস টলাইবার জন্য নর-নারীগণ উপস্থিত হইয়া বলিবে যে, তাহারা কোন নূতন জ্যোতি কিংবা কোন নূতন প্রত্যাদেশ প্রাপ্ত হইয়াছে । তাহাদের শিক্ষামালা ঈশ্বরের বাক্য দ্বারা পরীক্ষাসিদ্ধ না হইলেও বহু আত্মা সেই সকলের দ্বারা প্রবঞ্চিত হইবে ।CCh 665.2

    চতুর্দ্দিকে মিথ্যা সংবাদ প্রচারিত হইবে, এবং অনেকে ইহাতে বিশ্বাস করিবে । এই সকল জনশ্রুতিতে তাহারা বিশ্বাস করিবে, এবং অপরের নিকটে সে-গুলি বলিবে, আর এইরূপে মহান্ প্রতারকের সহিত তাহাদের এক যোগসূত্র স্থাপিত হইবে । ঈশ্বর যে সকল বার্ত্তা প্রেরণ করেন, সে সকল যে প্রকাশ্যে অগ্রাহ্য করা হয়, সর্ব্বসময়ে এরূপ দেখা যায় না, কিন্তু অনেক বিষয়েই একটা স্থায়ী অবিশ্বাস দেখা যায় । যে সকল মিথ্যা বর্ণনা দেওয়া হয়, তাহার প্রত্যেকটীতেই এই অবিশ্বাস দিনের পর দিন বাড়িয়া চলে, আর এই ভাবে বহু আত্মা মন্দের দিকে প্রধাবিত হয় ।CCh 665.3

    প্রত্যেক প্রকারের ভ্রান্তির বিপক্ষে অত্যধিক সতর্ক হওয়া সহজ ব্যাপার নহে, কারণ মানবকে সত্যের পথ হইতে বিচ্যুত করিবার নিমিত্ত শয়তান অবিরত চেষ্টান্বিত । 85T 295, 296;CCh 666.1