Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

স্বাস্থ্য এবং সুখ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    গৃহসজ্জায় অনাড়ম্বরতা

    কৃত্রিম অভ্যাসসমূহ আমাদের অনেক আশীর্বাদ, অধিক আমোদ প্রমোদ থেকে বঞ্চিত করে এবং সর্বাধিক ব্যবহারিক জীবন যাপনে অনুপযুক্ত করে। ঘরভর্তি, ব্যয়বহুল আসবাবপত্র কেবলমাত্র অর্থের অপচয় নয়, কিন্তু আরো সহস্রগুণ মূল্যবান জিনিসের অপচয়। ঐ সব যত্ন নেয়া একটা ভারী বোঝাস্বরূপ, শ্রমের এবং সে সব জটিলতা সৃষ্টি করে।MHBen 344.3

    অনেক অনেক ঘরের পরিস্থিতি কেমন, এমনকি যেখানে উৎ স সীমিত, এবং যেখানে গৃহের কাজ বিশেষ করে মায়ের ওপর নির্ভর করে? সর্বোত্তম রুমগুলো এমন কায়দায় সাজানো হয়, যা গৃহের দখলদারদের আর্থিক স্ব‪ছলতার ক্ষমতার বাইরে, এবং তাদের সুখস্বা‪চ্ছন্দ্যতা এবং আমোদপ্রমোদে বাধা সৃষ্টি করে। খুব দামী কার্পেট, নক্সা ও কারুকার্যে পরিপূর্ণ, সূক্ষ্ম পশমী একটু আধটু জায়গা থাকলেও তা অলংকারাদীতে ঠাসা ঠাসি ভর্তি, এবং দেয়াল ছবিতে ঢাকা। আর সব ধূলামুক্ত রাখতে কতই না সময় ব্যয় হয়! এই কাজ, এবং পরিবারের অন্যান্য কৃত্রিম অভ্যাসগুলো ফ্যাশনের সম্মুখীন হয় এবং গৃহ বধুকে অশেষ শ্রম দিতে হয়। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬MHBen 345.1

    অনেক গৃহে স্ত্রী এবং মা’র একটু পড়াশুনা করে কিছু কিছু তথ্য অবগত হবার সময় নেই, তার স্বামীকে সময় দেবার সুযোগ নেই, তাদের শিশুদের মন গঠনের সময় নেই। মহান ত্রাণকর্তার আমাদের প্রিয় সঙ্গীর সান্নিধ্যে আসবার সুযোগ নেই। একটু একটু করে মা/স্ত্রীকে ঘরের কাজের মধ্যে ডুবে থাকতে হয়, তার শক্তি এবং সময় এবং অসুস্থ, অস্থায়ী বস্তু শুষে নেয়। ঘুম থেকে ওঠতে তার দেরী হয়, মনে হয় তিনি তার নিজের ঘরেই একজন অপরিচিত বা মেহমান সেজেছেন। যে মূল্যবান সুযোগটা একদা তারই ছিল, তার ছোটদের জীবনকে উন্নত করার জন্য, তা যেন চিরতরে হারিয়ে গেল।MHBen 345.2

    গৃহ নির্মাতা একটা জ্ঞানপূর্ণ পরিকল্পনা করবেন। আপনার সর্বপ্রথম পরিকল্পনা হবে একটা সুখকর গৃহ গড়ে তোলা। আপনাকে নিশ্চিত হতে হবে যেন আপনি পরিশ্রম হালকা করতে পারেন এবং স্বাস্থ্য এবং আরাম আয়েশের উন্নতি সাধন করতে পারেন। খ্রীষ্ট আমাদের গৃহের জন্য যে আগুন্তকদের রেখেছেন, তার আতিথেয়তা করার পরিকল্পপনা গ্রহণ করুন এবং যাদের বিষয় তিনি বলেছেন, “আমার এই ভ্রাতৃগণের এই ক্ষুদ্রতমদিগের মধ্যে একজনের প্রতি যখন ইহা করিয়াছিলে, তখন আমারই প্রতি করিয়াছিলে।”(মথি ২৫:৪০)।MHBen 345.3

    এমন এমন জিনিসপত্র দিয়ে ঘর সাজাবেন, যা বিনা খরচে সহজে একস্থান থেকে অন্য স্থানে সরানো যায়, পরিষ্কার করা যায়। যদি গৃহে প্রেম এবং আনন্দ বিরাজ করে, তবে, খুব অল্প দামের জিনিসপত্র দিয়ে ঘর সাজানো যায়।MHBen 346.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents