Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

স্বাস্থ্য এবং সুখ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    ব্যক্তিগত প্রয়োজনীয়তা ও বিপদসমূহ

    একজন চিকিৎসকের দায়িত্ব কষ্টসাধ্য ও পরীক্ষণীয়। তার দায়িত্বসমূহ সর্বাধিক কৃতকার্যতার সাথে সম্পাদন করতে হলে তাকে শক্তিশালী শারীরিক অবকাঠামো ও সবল স্বাস্থ্যের অধিকারী হওয়া প্রয়োজন। ক্ষীণ স্বাস্থ্য ও রোগাক্রান্তকোন ব্যক্তি চিকিৎসকের ওপরে অর্পিত কঠোর ক্লান্তিকর পরিশ্রমের দায়িত্বভার সহ্য করতে পারবে না। যার পূর্ণ আত্ম-নিয়ন্ত্রণের অভাব রয়েছে সে সব ধরনের রোগের সাথে কাজ করবার উপযোগী নয়।MHBen 114.3

    প্রায়ই ঘুম থেকে বঞ্চিত, খাদ্য গ্রহণে উদাসীনতা, সামাজিক মেলামেশা ও আনন্দের এবং ধর্মীয় সুযোগ সুবিধার এক বিরাট অংশ জীবন থেকে বাদ দেয়ার ফলে চিকিৎসকের জীবন মনে হয় সব সময়ই বিষাদা‪ছন্ন থাকে। যে দুঃখ-দুর্দশা তিনি দেখেন, পরনির্ভর মরণাপন্ন ব্যক্তির সাহায্য লাভের আকা‫ক্ষা, নৈতিক চরিত্রহীন বা কলুষিত ব্যক্তিদের সাথে সাক্ষাৎ তাকে মর্মাহত করে থাকে এবং অতিসত্বর মনুষ্যত্বে আস্থা বিনষ্ট হয়ে যায়।MHBen 114.4

    রোগ এবং মৃত্যুর সাথে লড়াইয়ে, প্রতিটা কর্মশক্তি সহ্যের সীমা পর্যন্তপ্রয়োগ করা হয়। এই প্রচন্ড কাজের চাপের প্রতিক্রিয়া চরিত্রের শেষ প্রান্ত পর্যন্তপরীক্ষা করে থাকে। তারপর সেই প্রলোভন যার রয়েছে সর্বাধিক শক্তি। অন্য যে কোন পেশার তুলনায় চিকিৎসকরূপে মানুষের অধিকতর আত্মসংযমী, নির্মল চিত্ত হওয়া এবং সেই বিশ্বাসের প্রয়োজন যা স্বর্গের দিকে পরিচালিত করে। অন্যের এবং নিজস্বার্থে তিনি প্রাকৃতিক নিয়মের প্রতি অবজ্ঞা প্রদর্শন করতে পারেন না। শারীরিক অভ্যাসসমূহে উদাসীনতা ক্সনতিক আচরণেও উদাসীনতা হতে প্ররোচিত করে।MHBen 115.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents