Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

স্বাস্থ্য এবং সুখ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    শিল্প শিক্ষার আবশ্যক

    যদি তারা কখনো কর্মঠ এবং স্বয়ংসম্পন্ন হয়, তাহলে অনেকেই সাহায্য, উৎসাহ, এবং শিক্ষা লাভ করবে। অগণিত দরিদ্র লোক রয়েছে যাদের জন্য একখন্ড ভূমিতে থাকার ব্যবস্থা করে দেয়া ছাড়া অন্য কোন পথ নেই, যদ্বারা তারা সেখানে জীবিকা অর্জন করতে পারে।MHBen 172.2

    এরূপ সাহায্যের জন্য প্রয়োজন যে সাহায্য এবং নির্দেশ নগর সমূহের সঙ্গে সংশ্লিষ্ট না। এমন কি নগরে, একটা উত্তম জীবনের প্রত্যাশা নিয়ে, অগণিত দরিদ্র লোকদের অনেকে অভাবের মধ্যে রয়েছে। গোটা সমাজ শিল্প এবং স্বাস্থ্য-নীতি শিক্ষায় বেশ পিছিয়ে আছে। পরিবারগুলো নিকৃষ্ট গৃহে বসবাস করে। যেন তেন আসবাব পত্র এবং পোশাক-আশাক, হাতিয়ার নেই, নেই বই-পুস্তক, আরাম-আয়েশ এবং কৃষ্টি বলতে তারা কিছুই জানে না। পাশবিক অত্যাচারে অত্যাচারিত জীবন, দুর্বল শরীর এবং কৃশ, যা মন্দ বংশগতি এবং ভুল অভ্যাসের ফলাফল। এই লোকদের প্রথম থেকেই শিক্ষা গ্রহণ করতে হবে।MHBen 172.3

    তারা অপরিণামদর্শী, অলস, ভ্রষ্ট জীবন যাপন করেছে, এবং তাদের অভ্যাস সংশোধন করতে শিক্ষা গ্রহণ করতে হবে। তারা কিভাবে উন্নতির আবশ্যকতার প্রতি সজাগ থাকতে পারে? তারা কিরূপে একটা উ‪চ্চতর আদর্শের প্রতি পরিচালিত হতে পারে? তারা কিভাবে ওঠে আসার জন্য সাহায্য পেতে পারে? যেখানে দারিদ্র বিরাজ করে সেখানে কি করা যেতে পারে, এবং প্রতিটি ধাপে সুখী হতে পারে? নিশ্চয়ই কাজটা কঠিন। যে পর্যÍন্তনা নর-নারীগণ একটা বহিঃশক্তির সাহায্য পাবে, সে পর্যন্তআবশ্যকীয় সংস্কার কার্য সাধিত হবে না। ঈশ্বরের উদ্দেশ্য এই যেন, ধনী এবং দরিদ্র লোকেরা সহানুভূতি এবং উপকারীতার ঘনিষ্ঠ বন্ধনে এক সঙ্গে সংযুক্ত হয়। যাদের এই সব উপায়, তালন্তএবং দক্ষতা সমূহ রয়েছে, তারা তাদের এই সকল বর মহামানবদের উপকারার্থে ব্যবহার করবে।MHBen 172.4

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents