Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

স্বাস্থ্য এবং সুখ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    স্বাস্থ্য বিষয়ক সু-সংবাদ

    মানুষের জানা দরকার যে, আজ্ঞা পালনের আশীর্বাদ পূর্ণরূপে কেবল তাদেরই হতে পারে, যদি তারা যীশুর আশীর্বাদ লাভ করে। এটা তাঁরই আশীর্বাদ যা ঈশ্বরের নিয়ম পালন করতে শক্তি দান করে। আর এর দ্বারাই তাকে মন্দ অভ্যাসের বন্ধন ছিড়ে বের হয়ে আসতে শক্তি সামর্থ্য জোগায়। আর এই-ই একমাত্র শক্তি যা তাকে সবল করে এবং সঠিক পথে দৃঢ়ভাবে স্থির রাখে।MHBen 90.4

    কখন সু-সংবাদ এর পবিত্রতায় ও শক্তি সহকারে গ্রহণ করা হয়, তখন পাপের উৎপাদিত সব ব্যাধির নিরাময়কারী ওষুধে পরিণত হয়। “তোমাদের প্রতি ধার্ম্মিকতা-সূর্য্য উদিত হইবেন, তাঁহার পক্ষপুট আরোগ্যদায়ক;” (মালাখি ৪:২)। এ পৃথিবী যা কিছু জোগান দেয় তাতে ভাঙ্গা অÍৈর জোড়া লাগে না, বা মনের শান্তি ফিরিয়ে দেয় না, অথবা ভাবনার ভার লাঘব করে না কিম্বা রোগ দূর করে না। খ্যাতিনামা, প্রতিভা, তালন্ত, যোগ্যতা সবই দুঃখার্ত অনন্ত, কিম্বা নিষ্ফল জীবনে আনন্দ দিতে ব্যর্থ। আত্মার মাঝে ঈশ্বরের জীবনই মানুষের এক মাত্র ভরসা।MHBen 91.1

    যীশুর গোটা সত্ত্বার মধ্যে দিয়ে যে প্রেম বি‪ছুরিত হয় তা এক জীবনদায়ী শক্তি। প্রত্যেক জীবন্ত অঙ্গ যেমন মগজ, অন্তর, স্নায়ুতন্ত্রকে এর নিরাময় শক্তি দ্বারা স্পর্শ করে। এর দ্বারাই সর্বদিক কর্মশক্তিকে স্বক্রিয় করে তোলে। এটা জীবনী শক্তি নাশক-দুশ্চিন্তা ও উদ্বেগ, অপরাধ প্রবণতা ও দুঃখ থেকে আত্মাকে মুক্ত করে। এর সাথে সাথে আসে আত্মার শান্তি ও নির্মলতা। এটা আত্মার মাঝে আনন্দ, পবিত্র আত্মার আনন্দ, সুস্বাস্থ্যদায়ক-জীবন ও আনন্দদায়ক জীবন রোপন করে, যা পৃথিবীর কিছুতেই নষ্ট করতে পারে না। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬MHBen 91.2

    আমাদের পরিত্রাণকর্তার বাক্য “হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত সকল, আমার নিকটে আইস, আমি তোমাদিগকে বিশ্রাম দিব।” (মথি ১১:২৮)। শারীরিক, মানসিক ও আত্মিক রোগের নিরাময়কারী ব্যবস্থাপত্র। যদিও মানুষ আপন ভুল কাজের ফলে নিজেদের ওপরে দুঃখ যাতনা এনেছে তবুও তিনি তাদের প্রতি সমবেদনার সাথে বিবেচনা করেন। তাঁর মাঝে তারা সাহায্য পেতে পারে। যারা তাঁর ওপর নির্ভর করে তিনি তাদের জন্য মহৎ কাজ সম্পাদন করবেন। যদিও যুগ যুগ ধরে মানব কুলের ওপরে পাপ তার প্রভাব সুসংহত করেছে; যদিও শয়তান ভ্রান্ত ও কৃত্রিম ব্যাখ্যা দ্বারা ঈশ্বরের বাক্যের ওপর কালছায়া ফেলেছে এবং মানুষকে তাঁর দয়ার প্রতি সন্দেহ প্রবণ করেছে; তবু স্বর্গীয় পিতা পৃথিবীর প্রতি তাঁর প্রচুর পরিমাণে আশীর্বাদ ও প্রেমের প্রবাহ বন্ধ করে দেননি। যদি মানুষ স্বর্গের দিকে ঈশ্বরের তরফ থেকে আসা দানের জন্য ধন্যবাদ পূর্বক তার অনন্তর জানালা খুলে দেয়, তবে আরোগ্যকারীর শক্তির বন্যা তার মাঝে বর্ষিত হবে।MHBen 91.3

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents