Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

স্বাস্থ্য এবং সুখ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ঈশ্বরের নিশ্চয়তাসমূহ

    যারা ঈশ্বরের শিক্ষা-পরিকল্পনার সঙ্গে ঐক্য রক্ষা করে কাজ করতে চায়, তারা তাঁর রক্ষাকারী অনুগ্রহ লাভ করবে, যা তাঁর বিরামহীন সানি′ধ্য তাঁর রক্ষাকারী শক্তি। তিনি প্রত্যেককে বলেন-MHBen 382.1

    “তুমি বলবান হও ও সাহস কর, মহা ভয়ে ভীত কি নিরাশ হইও না; কেননা তুমি যে কোন স্থানে যাও, সেই স্থানে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সহবর্ত্তী।” “আমি তোমাকে ছাড়িব না, তোমাকে ত্যাগ করিব না।” (যিহোশূয় ১:৯, ৫)।MHBen 382.2

    “বাস্তবিক যেমন বৃষ্টি বা হিম আকাশ হইতে নামিয়া আইসে, আর সেখানে ফিরিয়া যায় না, কিন্তু ভূমিকে আর্দ্র করিয়া ফলবতী ও অঙ্কুরিত করে, এবং বপনকারীকে বীজ ও ভক্ষককে ভক্ষ্য দেয়, আমার মুখ নিগর্ত বাক্য তেমনি হইবে; তাহা নিষ্ফল হইয়া আমার কাছে ফিরিয়া আসিবে না, কিন্তু আমি যাহা ই‪চ্ছা করি, তাহা সম্পন্ন করিবে, এবং সে জন্য তাহা প্রেরণ করি, সে বিষয়ে সিদ্ধার্থ হইবে। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬MHBen 382.3

    কারণ তোমরা আনন্দ সহকারে বহিরে যাইবে,
    এবং শান্তিতে তোমাদিগকে লইয়া যাওয়া হইবে।
    পর্বত ও উপ-পর্বতগণ তোমাদের সমক্ষে
    উ‪চ্চঃস্বরে আনন্দগান করিবে,‬
    ‬‬‬‬ এবং ক্ষেত্রের সমস্ত বৃক্ষ হাততালি দিবে।
    কণ্টকবৃক্ষের পরিবর্ত্তে দেবদারু;
    শ্যাকুলের পরিবর্তে গুলমেঁদি উৎপন্ন হইবে;
    লোমহীন নিত্যস্থায়ী চিহ্ন হইবে।”
    MHBen 382.4

    (যিশা ৫৫:১০-১৩)।

    বিশ্বের সর্বস্থানে সমাজ বিশৃ‫খলার মধ্যে নিমজ্জিত, এবং এক পূর্ণাঙ্গ পরিবর্তন এবং রূপান্তর আবশ্যক। যুব সমাজকে যে শিক্ষা প্রদান করা হয়েছে তা সমগ্র সামাজিক কাঠামোকে গঠন করবে। ‬MHBen 383.1

    “তারা পুরাকালের ধ্বংসিত স্থান সকল নির্মাণ করিবে, পূর্বকালের উৎসন্ন স্থান সকল গাঁথিয়া তুলিবে; এবং ধ্বংসিত নগর, বহু পুরুষ পূর্বের উৎসন্ন স্থান সকল নতুন করিবে।”লোকে তাহাদের “ঈশ্বরের পরিচালক বলিবে... তাদের চিরস্থায়ী আহ্লাদ হবে। কেননা আমি সদাপ্রভু ন্যায়বিচার ভালবাসি।”(যিশা ৬১:৪, ৬-৮)।MHBen 383.2

    “আর আমি সত্যে তাহাদের ক্রিয়ার ফল দিব, ও তাহাদের সঙ্গে চিরস্থায়ী এক নিয়ম করিব।”(যিশাইয় ৬১:৮)।MHBen 383.3

    “আর তাহাদের বংশ জাতিগণের মধ্যে ও তাহাদের
    সন্তানগণ লোকদের মধ্যে পরিচিত হইবে;
    দেখিবামাত্র সকলে তাহাদিগকে চিনিবে যে,
    তাহারা সদাপ্রভুর আশীর্বাদ প্রাপ্ত বংশ।”...

    >“বস্তুতঃ ভূমি যেমন আপন অঙ্কুর নির্গত করে,
    উদ্যান যেমন আপনাতে উপ্ত বীজ অঙ্কুরিত করে,
    তেমনি প্রভু সদাপ্রভু সমুদয় জাতির সাক্ষাতে
    ধার্মিকতা ও প্রশংসা অঙ্কুরিত করিবেন।”
    MHBen 383.4

    (যিশাইয় ৬১: ৯, ১১)।

    *****