Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

ভাববাদিগণের এবং রাজগণের কাহিনী

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ৪০—নবূখনিসরের স্বপ্ন

    দানিয়েল এবং তার সঙ্গীদের বাবিল রাজের সেবা কার্যে প্রবেশ করার কেবলই পরে, ঘটনা এরূপ ঘটল যা একটি পৌত্তলিক জাতির কাছে ইস্রায়েলের ঈশ্বরের ক্ষমতা এবং বিশ্বস্ততা প্রকাশিত হল । নবৃখনিৎসর একটি অসাধারণ স্বপ্ন দেখলেন, যদ্বারা “তাহার আত্মা উদ্বিগ্ন হইল তাহার নিদ্রাভঙ্গ হইল।” কিন্তু যদিওবা রাজার মন গভীরভাবে প্রভাবিত হল, তিনি নিদ্রাভঙ্গ হলে স্বপ্ন বৃত্তান্ত ভুলে গেলেন ! PKBeng 408.1

    কিংকর্তব্যবিমূঢ় হয়ে নবূখনিৎসর তার জ্ঞানী লোকদের একত্রিত করলেন- “মন্ত্রবেত্তা, গণক, মায়াবী”- আর তিনি তাদের বললেন, “সেই স্বপ্ন বুঝিবার নিমিত্ত আমার আত্মা উদ্বিগ্ন হইয়াছে।” তার বিহ্বলতার এই উক্তির সঙ্গে তিনি তাদের অনুরোধ করলেন যেন তারা তার কাছে তা প্রকাশ করেন যা তার মনে স্বস্তি আনয়ন করবে। PKBeng 408.2

    এতে জ্ঞানী লোকেরা উত্তর করলেন, “মহারাজ! চিরজীবি হউনঃ আপনার এই দাসদিগকে স্বপ্নটি বলুন, আমরা তাৎপর্য জানাইব।” PKBeng 408.3

    তাদের কৌশলপূর্ণ উত্তরে অসন্তুষ্ট হলেন এবং সন্দেহ করলেন, কেননা মনুষ্যদের গূঢ়রহস্য ব্যক্ত করার ভণ্ডামিপূর্ণ দাবী সত্ত্বেও তারা তাকে সাহায্য করতে চাইল না দেখে রাজা তার জ্ঞানী লোকদেরকে, একাধারে দান, পারিতোষিক ও মহাসমাদরের প্রতিজ্ঞা করলেন, অন্যদিকে স্বপ্নের তাৎপর্য এবং স্বপ্ন, উভয়ই বলতে হবে, নচেৎ তারা খণ্ডবিখণ্ড হবে। “সেই বিষয় আমি ভুলিয়া গিয়াছি,” (পাদটীকা) তিনি বললেন, “তোমরা যদি সেই স্বপ্ন ও স্বপ্নের তাৎপর্য আমাকে জ্ঞাত না কর, তবে খণ্ডবিখণ্ড হইবে, এবং তোমাদের গৃহ সকল সারের ঢিবী করা যাইবে; কিন্তু যদি সেই স্বপ্ন ও স্বপ্নের তাপর্য জ্ঞাত কর, তবে আমার কাছে দান, পরিতোষিক ও মহাসমাদর পাইবে।’ PKBeng 408.4

    তথাপি জ্ঞানী লোকেরা উত্তর করল, “মহারাজ, আপনার দাসদিগকে স্বপ্নটি বলুন আমরা তাপর্য জানাইব।” PKBeng 409.1

    নবূখনিসর তার অতিশয় নির্ভরযোগ্য ব্যক্তিবর্গের প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বললেন, “আমি নিশ্চয় জানিলাম, আমার আদেশ বাক্য বাহির হইয়াছে দেখিয়া তোমরা কাল বিলম্ব করিতে চাহিতেছ, কিন্তু যদি তোমরা সেই স্বপ্ন আমাকে জ্ঞাত না কর, তবে তোমাদের জন্য একমাত্র ব্যবস্থা রহিল; কেননা তোমরা আমার সাক্ষাতে মিথ্যা কথা ও বঞ্চনা বাক্য বলিবার মন্ত্রণা করিতেছ, যে পর্যন্ত না সময়ের পরিবর্তন হয়; অতএব তোমরা আমাকে স্বপ্নটি বল, তাহাতে জানিব, স্বপ্নের তাৎপর্যও আমাকে জানাইতে পার।” PKBeng 409.2

    মন্ত্রবেত্তারা তাদের ব্যর্থতা হেতু ভীত হয়ে রাজাকে দেখাবার চেষ্টা করল যে, তার অনুরোধ যুক্তিহীন এবং তার এই পরীক্ষা কখনও কাউকেও দেয়া হয়নি। “মহারাজের স্বপ্নকথা জানাইতে পারে, পৃথিবীতে এমন মনুষ্য কেহ নাই; বাস্তবিক মহান কি পরাক্রান্ত কোন রাজা কখনও কোন মন্ত্রবেত্তাকে কি গণককে কি কলদীয়কে এমন কথা জিজ্ঞাসা করে নাই” তারা প্রতিবাদ করে বলল, “মহারাজ যে কথা জিজ্ঞাসা করিয়াছেন, তাহা দুরূহ; বস্তুতঃ যাহারা মাংস দেহে বাস করেন না, সেই দেবগণ ব্যতিরেকে আর কেহ নাই যে মহারাজের সামনে ইহা জানাইতে পারে।” PKBeng 409.3

    একথা শুনে “রাজা অত্যন্ত ক্রুদ্ধ ও কোপান্বিত হইয়া বাবিলের সমস্ত বিদ্বান লোককে বধ করিতে আজ্ঞা দিলেন।” PKBeng 409.4

    রাজ-আদেশ কার্যকরী করার জন্য যাদের অন্বেষণ করা হচ্ছিল, তাদের মধ্যে ছিলেন দানিয়েল এবং তার তিন সহচর। যখন বলা হল যে, রাজ-আদেশ অনুসারে তাদেরও বধ করা হবে, “বিবেচনা ও জ্ঞান সহকারে” দানিয়েল রাজ- সেনাপতি অরিয়োককে জিজ্ঞেস করলেন, “রাজার আদেশ এত প্রচণ্ড কেন?” রাজার অসাধারণ স্বপ্ন হেত তার বিহ্বলতার কথা এবং যাদের কাছ থেকে তিনি সাহায্য পাবেন বলে পূর্ণ প্রত্যাশা রেখেছিলেন, তাদের কাছ থেকে তা না পাওয়ার ব্যর্থতার কথা অরিয়োক বললেন। একথা শুনে দানিয়েল তার জীবনের ঝুঁকি নিয়ে রাজার সামনে উপস্থিত হলেন এবং তার কাছে সময় চাইলেন, যেন তিনি তার ঈশ্বরের নিকটে প্রার্থনা করতে পারেন যেন তিনি তার কাছে স্বপ্নটি এবং এর তাৎপর্য জ্ঞাত করেন। PKBeng 409.5

    সম্রাট এই অনুরোধ মেনে নিলেন। “পরে দানিয়েল গৃহে গিয়া আপনার সহচর হনানিয়, মীশায়েল, ও অসরিয়কে সেই কথা জ্ঞাত করিলেন।” তারা একসঙ্গে জ্যোতি এবং জ্ঞানের উসের কাছ থেকে বুদ্ধি যাচঞা করলেন। তাদের বিবেক বুদ্ধিতে, দৃঢ় বিশ্বাস ছিল যে, ঈশ্বর তাদের যে স্থানে স্থাপন করেছিলেন, যেন তারা তাঁরই কাজ করছিলেন এবং কাজের চাহিদা মিটাচ্ছেন। বিহ্বলতা এবং বিপদের সময়ে তারা সর্বদা পরিচালনা এবং সুরক্ষার জন্য তাঁর কাছে এসেছেন, এবং তিনি একটি অতি সুপ্রাপ্য চিরসহায় বলে প্রমাণ করেছেন। এখন ভগ্নচূর্ণ হৃদয়ে তারা নূতন করে, পৃথিবীর বিচারকর্তার কাছে নিজদের সমর্পণ করে এই আবেদন করলেন যেন তাদের এই বিশেষ প্রয়োজনের মুহূর্তে তাদের মুক্ত করেন। তাদের অনুরোধ বৃথা হয়নি। যে ঈশ্বরের প্রতি তারা সমাদর প্রদর্শন করেছিলেন, তিনি এখন তাদের সমাদৃত করলেন। সদাপ্রভুর আত্মা তাদের ওপরে অবস্থিতি করলেন এবং “রাত্রিকালীন দর্শনে দানিয়েলের কাছে। রাজার স্বপ্ন এবং উহার তাপর্য প্রকাশিত হইল!” PKBeng 410.1

    তাঁর কাছে প্রকাশপ্রাপ্তি ব্যক্ত করার জন্য দানিয়েলের সর্বপ্রথম কতর্ব্যটি ছিল ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন করা। “ঈশ্বরের নাম যুগে যুগে চিরকাল ধন্য হউক,” তিনি বললেন, “কেননা জ্ঞান ও পরাক্রম তাঁহারই, তিনিই কাল ও ঋতু পরিবর্তন করেন; রাজাদিগকে পদভ্রষ্ট করেন, ও | রাজাদিগকে পদস্থ করেন; তিনি জ্ঞানীদিগকে জ্ঞান দেন, বিবেচকদিগকে বিবেচনা দেন। তিনি গভীর ও গুপ্ত বিষয় প্রকাশ করেন, অন্ধকারে যাহা আছে, তাহা তিনি জানেন, এবং তাঁহার নিকট জ্যোতিঃ বাস করে। হে আমার পিতৃপুরুষদের ঈশ্বর, আমি তোমার ধন্যবাদ ও প্রশংসা করি, তুমি আমাকে জ্ঞান ও সামর্থ দিয়াছ, আমরা তোমার কাছে যাহা চাহিয়াছিলাম, তাহা আমাকে এখন জানাইলে; তুমি রাজার স্বপ্ন আমাদিগকে জানাইলে।” PKBeng 410.2

    রাজা যাকে জ্ঞানী লোকদের, বধ করার আদেশ দিয়েছিলেন তক্ষণা সেই অরিয়োকের কাছে গিয়ে দানিয়েল বললেন, “আপনি বাবিলের সেই বিদ্বান লোকদিগকে বধ করিবেন না; রাজার নিকট আমাকে লইয়া চলুন । আমি রাজাকে তাপর্য জ্ঞাত করিব।” সত্ত্বর তিনি দানিয়েলকে রাজার কাছে নিয়ে গেলেন, আর রাজাকে এই কথা বললেন, “নির্বাসিত যিহূদীদের মধ্যে এই এক ব্যক্তিকে পাইলাম, ইনি মহারাজকে তাপর্য জ্ঞাত করিবেন।” PKBeng 411.1

    লক্ষ্য করুন যিহূদী বন্দি নীরব এবং প্রশান্তমনা, বিশ্বের অতীব | ক্ষমতাশালী সম্রাটের উপস্থিতিতে সমাসীন। তার প্রথম কথায় তিনি নিজের সম্মান দাবী না করে, সমস্ত জ্ঞানের উস ঈশ্বরকে উচ্চে তুলে ধরলেন। অত্যন্ত উদগ্রীব চিত্তে রাজা জিজ্ঞেস করলেন, “আমি যে স্বপ্ন দেখিয়াছি, সেই স্বপ্ন ও তাহার তাপর্য তুমি কি আমাকে জানাইতে পার?” তিনি উত্তর করলেন, “মহারাজ যে নিগূঢ় কথা জিজ্ঞাসা করিলেন, তাহা বিদ্বান কি গণক কি মন্ত্রবেত্তা কি জ্যোতির্বেত্তারা মহারাজকে জানাইতে পারে না। কিন্তু ঈশ্বর যিনি স্বর্গে আছেন, তিনি নিগূঢ় বিষয় প্রকাশ করেন, আর উত্তরকালে যাহা যাহা ঘটিবে তাহা তিনি মহারাজ নবূখনিসরকে জানাইয়াছেন। PKBeng 411.2