Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

সুষম শিক্ষা

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    ভূমিকা

    সুষম শিক্ষা’ বইটি মূলত, শিক্ষাক্ষেত্রে উৎসর্গীকৃত একটি বই যা ব্যাপকভাবে পাঠ করা হবে, এটি বিরল এবং পরিবর্তনশীল যুগের চাহিদা মেটাবে, যা ঘটমান ইচ্ছা সাধনার্থ প্রচেষ্টা এখন এই নতুন জনপ্রিয় রীতিনীতিতে দেখা যাচ্ছে। অপরিবর্তনীয় শিক্ষামালা পরিষ্কারভাবে এই বইয়ে তুলে ধরা হয়েছে এবং বহু দশকের বাবা-মা এবং শিক্ষক-- শিক্ষিকাদের বই হিসেবে প্রস্তুত করা হয়েছে। প্রসার লাভের লক্ষ্যে ইতােমধ্যে ব্যাপক বিতরণ এবং অধ্যয়ন চলছে, এটি একটি খ্রীষ্টীয় পারিবারিক গ্রন্থ হিসেবে প্রচারিত, কিন্তু শব্দ এবং পৃষ্ঠার পরিবর্তন করা হয় নি।EdBen 4.1

    প্রত্যেককে জীবনের প্রকৃত বাস্তবতা, সুযােগ-সুবিধা এর দায়িত্ব সমূহ, পরাজয় এবং এর কৃতকার্যতার মুখােমুখি হতে হবে। সে কিভাবে এইসব অভিজ্ঞতার মুখােমুখি হবে, সেই পরিস্থিতির প্রভু অথবা শিকার হােক, তা ব্যাপকভাবে নির্ভর করে তার তুলনামূলক ভাবে সাফল্যের সঙ্গে শিক্ষা অর্জনের উপর।EdBen 4.2

    প্রকৃত শিক্ষার সংজ্ঞা সুন্দরভাবে বর্ণনা করা বলতে বােঝায়- শিক্ষা হচ্ছে ইহজীবন এবং ভাবী অনন্ত জীবনের জন্য একটি পূর্ণ এবং উপযুক্ত প্রস্তুতি গ্রহণ করা। ঘরে এবং বিদ্যালয়ের আনুষ্ঠানিক কাজের প্রাথমিক বৎসরগুলােতে যা মনকে সম্প্রসারিত করে, জীবন যাপনের আদর্শ চরিত্র গঠন করে।EdBen 4.3

    যা কিছু প্রকৃত শিক্ষা গঠন করে এবং স্থায়ি মূল্য সূক্ষ্মভাবে প্রসার দৃষ্টিতে দর্শন করে এই বইয়ে লেখিকা সে সম্পর্কে পথ দেখিয়ে দেন। একটি শিক্ষা যার মধ্যে মানসিক শক্তি সঠিক ভাবে লাভ হয়, তা পরিষ্কারভাবে দেখিয়ে দিয়েছেন। একটি শিক্ষা যাতে ব্যবহারিক পেশার গুরুত্ব দেয়া হয়েছে। শিক্ষা এমনই একটি বিষয় যা ঈশ্বরকে সমস্ত জ্ঞানের উৎস এবং বুদ্ধির উৎস হিসেবে একান্তভাবে সুপারিশ করে।EdBen 4.4

    লেখিকার অনেক লেখার মধ্যে তার অনুপ্রেরণাদায়ক শিক্ষার বিষয় ছিল এই যে, যুবক-যুবতিরা যাতে জীবনের আরম্ভে সুনাগরিক হিসেবে প্রস্তুত হতে পারে এবং জীবনের বাস্তব অভিজ্ঞতার জন্য দৈহিকভাবে ঈশ্বর ভয়শীল, নিষ্কলুষ চরিত্র এবং নীতির প্রতি অন্তঃকরণ নিষ্কলঙ্ক রাখে। এই বইটিব মধ্যে সর্বোচ্চ কাজ, যার মধ্যে অপরিহার্য নীতিমালা রয়েছে; যা যুবক-যুবতিদের ঘরে এবং বিদ্যালয়ে পরিচালনা দেবে।EdBen 4.5

    এই পৃষ্ঠাগুলাের লেখিকা ছিলেন তরুণ-তরুণিদের একজন বান্ধবি । অনেক বছর যাবৎ শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে তার ঘনিষ্ট সম্পর্ক ছিল এবং যুবক-যুবতিদের জীবনের কাজের জন্য প্রস্তুতিকল্পে আসু-সমস্যার সঙ্গে পরিচিত ছিলেন। সর্বোপরি, তিনি সাধারণ জ্ঞানের চেয়ে আরাে বেশি কিছু জানতেন এবং একজন লেখিকা এবং বক্তা হিসেবে ছিলেন একজন সুদক্ষ ব্যক্তি।EdBen 5.1

    মহান পরিচালনা নীতির সঙ্গে জড়িত ছিলেন, এবং পাঠ্যক্রমের পুত্থানুপুঙ্খ বর্ণনার সঙ্গে অথবা বিভিন্ন শিক্ষা পদ্ধতির গুণাবলির সঙ্গে, এই পুস্তকটির বিশ্বব্যাপী প্রভাব রয়েছে, অন্যান্য মহাদেশের প্রধান প্রধান ভাষায় এর সংস্করণগুলাে প্রকাশিত হয়েছে। আমেরিকার এই নতুন মুদ্রণ চারিত্রিক শিক্ষার মহান নীতিমালা আরাে আরাে ব্যাপক ভাবে বিস্তৃতি লাভ করুক এটাই প্রকাশকের প্রত্যাশা এবং প্রার্থনা।EdBen 5.2

    ঈলেন জি হােয়াইটের প্রকাশনারEdBen 5.3

    অছিগণ ।

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents