Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

খ্রীষ্টের দৃষ্টান্তমূলক শিক্ষা

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    অন্যান্য তালন্ত

    দৃষ্টান্তে পবিত্র আত্মার বিশেষ দানকে একমাত্র তালন্ত হিসেবে উল্লেখ করা হয় নি। এতে সমস্ত দান এবং গুণাবলী যুক্ত রয়েছে, হতে পারে এটি মৌলিক অথবা অর্জন করা, প্রাকৃতিক অথবা আত্মিক। এই সব কিছুই খ্রীষ্টের পক্ষে পরিচর্যার কাজে প্রয়োগ করার জন্য। তাঁর শিষ্যত্ব লাভ করার পর আমরা আমাদের নিজেদের এবং আমাদের সব কিছু নিয়ে তাঁর কাছে সমর্পণ করতে হবে। তিনি এই দানগুলো আমাদের পবিত্র এবং উন্নত করার জন্য আমাদেরকে ফিরিয়ে দেবেন, যাতে আমরা আমাদের সহমানবকে আশীর্বাদের অংশী করার জন্য ব্যবহার করতে পারি, যেন তিনি গৌরবান্বিত হন।COLBen 308.2

    ঈশ্বর প্রত্যেক মানুষকে “যাহার যেরূপ শক্তি তদনুসারে তাহাকে” দেন। তালন্তকে তিনি খেয়াল খুশি মত বিভাগ করে দেন না। যার পাঁচ তালন্ত ব্যবহার করার যোগ্যতা ছিল সে পাঁচ তালন্ত গ্রহণ করেছিল। যে কেবল দুই তালন্ত ব্যবহার করে উন্নতি করতে পারত সে দুই তালন্ত গ্রহণ করেছিল। যে কেবল এক তালন্ত বুদ্ধি পূর্বক ব্যবহার করতে পারত সে এক তালন্ত গ্রহণ করেছিল। অনেক বড় দান গ্রহণ করতে পারে নি বলে কারো দুঃখ প্রকাশ করার প্রয়োজন নেই। কারণ মানুষের বিশ্বস্ততার যথাযথ ব্যবহার করার যোগ্যতা অনুযায়ী তিনি তালন্ত দিয়ে থাকেন, সেই তালন্ত ক্ষুদ্র হতে পারে, বড় হতে পারে। এই একজন যাকে বিশ্বাস করে পাঁচ তালন্ত অর্পণ করা হয়েছিল, সে আরও পাঁচ তালন্ত বৃদ্ধি করে ফেরত দেবে। যাকে কেবল এক তালন্ত দেয়া হয়েছিল, সেও ফেরত দেবে আরও এক তালন্ত। ঈশ্বরের ফিরে পাওয়ার প্রত্যাশা হল, “যাহার যাহা আছে তদনুসারে এবং যাহার যাহা নাই তদনুসারে নয়।” ২ করিন্থীয় ৮:১২। COLBen 308.3

    দৃষ্টান্তে “যে পাঁচ তালন্ত পাইয়াছিল, সে তখনই গেল, তাহা দিয়া ব্যবসা করিল, এবং আর পাঁচ তালন্ত লাভ করিল। যে দুই তালন্ত পাইয়াছিল, সেও তদ্রুপ করিয়া আর দুই তালন্ত লাভ করিল।” COLBen 309.1

    তালন্ত অল্প হতে পারে, তবুও তা ব্যবহার করতে হবে। আমাদের এই প্রশ্নটি খুব বেশি উদ্বেগের বিষয় নয়; আমি কি পরিমাণ গ্রহণ করেছি? আমি যা গ্রহণ করেছি তা দিয়ে আমি কি করছি? আমাদের সমস্ত শক্তির উন্নতি ঘটিয়ে আমাদের প্রথম যে দায়িত্ব পালন করতে হবে তা হল, ঈশ্বর এবং মানুষের কাছে ঋণী থাকা। এমন কেউ যেন না থাকে যে জীবনের উদ্দেশ্য পূর্ণ করার জন্য প্রতি দিন সামর্থ, যোগ্যতা আর কার্যক্ষমতার বৃদ্ধি করে না। খ্রীষ্টের প্রতি আমাদের বিশ্বাস সুস্পষ্ট ও আন্তরিক ভাবে প্রকাশ করার মধ্য দিয়ে আমরা নিজেদেরকে প্রভুর কার্যকারী হওয়ার জন্য যোগ্য করতে পারব। আমরা আমাদের যোগ্যতা এবং গুণ সমূহ যথাযথ ভাবে প্রয়োগের মাধ্যমে প্রভুকে গৌরবান্বিত করতে পারব। COLBen 309.2

    প্রভুর মহান কাজ রয়েছে যা আমাদের সম্পন্ন করতে হবে। যারা অত্যন্ত বিশ্বস্তভাবে কাজ করবে, নিজের ইচ্ছায় এই বর্তমান জীবনে নিবেদিত হয়ে কাজ করবে, তিনি তাদের ভবিষ্যৎ জীবনের জন্য সমস্ত আশীর্বাদ দান করবেন। প্রভু তাঁর নিজের কার্যকারীকে মনোনীত করেন এবং প্রতিদিন বিভিন্ন পরিস্থিতির মধ্যে তাঁর কাজের পরিকল্পনা সম্পন্ন করার জন্য তাদের পরীক্ষা করেন। যারা বিশ্বস্ত তারা তাঁর পরিকল্পনা বাস্তবায়নের জন্য কঠোর ভাবে পরিশ্রমের সঙ্গে কাজ করে যায়। তারা বিশ্বস্ত এবং খাঁটি বলে তিনি তাঁর কার্যকারী হিসেবে তাদেরকে মনোনীত করেন না, কিন্তু এর কারণ হল, তারা তাঁর সঙ্গে যুক্ত রয়েছে। তারাই অবশেষে সম্পূর্ণ দক্ষতা অর্জন করতে সক্ষম হবে। COLBen 309.3

    ঈশ্বর তাদেরকেই গ্রহণ করেন যারা তাদের মহৎ লক্ষ্য এবং উদ্দেশ্য সাধনের জন্য দৃঢ় প্রতিজ্ঞ। ঈশ্বর প্রতিটি মানুষকে বিভিন্ন ভাবে ব্যবহার করছেন যাতে সাধ্য অনুযায়ী কাজ করার জন্য তার বাধ্য বাধকতা থাকে। প্রত্যেকের নৈতিক শুদ্ধতার প্রয়োজন রয়েছে। আমরা আমাদের বংশগত ঐতিহ্যকে লালন ও রক্ষা করতে গিয়ে এবং মন্দ কাজ করার আগ্রহকে প্রশ্রয় দিয়ে আমাদের ধার্মিকতার মানকে নিচু করে না ফেলি। আমাদের এটি বুঝতে হবে যে, চরিত্রের ত্রুটিই হল পাপ। চরিত্রের সমস্ত ন্যায্য এবং উত্তম গুণাবলী ঈশ্বরের মধ্যে অবস্থান করছে, সমস্ত কিছু ঐক্যের মধ্য দিয়ে কাজ করছে এবং যারা প্রভু যীশুকে তাদের জীবনের ব্যক্তিগত ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করেছে তারা এই সব গুণাবলীর অধিকারী হওয়ার জন্য আন্তরিক ভাবে সচেষ্ট থাকবে। COLBen 310.1

    যারা ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে একত্রে কাজ করতে চায় তাদের অবশ্যই দেহের সমস্ত অঙ্গ প্রতঙ্গের বিশুদ্ধতার জন্য এবং চিন্তার মানকে উন্নত করার জন্য কঠোর ভাবে চেষ্টা করতে হবে। সত্য শিক্ষা হল প্রতিটি কাজ যথাযথভাবে সম্পন্ন করার জন্য শারীরিক, মানসিক, ও নৈতিক ক্ষমতার প্রস্তুতি গ্রহণ। ঈশ্বরের কাজের জন্য এটি হল শরীর, মন এবং আত্মার প্রশিক্ষণ। এটি হল সেই শিক্ষা যা অনন্ত জীবনের দিকে নিয়ে যায়।COLBen 310.2

    ঈশ্বর চান যেন সকল খ্রীষ্টান তাদের সকল কাজে কার্যক্ষমতা এবং যোগ্যতাকে বৃদ্ধি করে। খ্রীষ্ট আমাদের মজুরি পরিশোধ করেছেন, এমন কি আমাদের স্বেচ্ছা প্রণোদিত কাজের নিরাপত্তা প্রদানের জন্য তাঁর নিজের রক্ত দিয়েছেন এবং দুঃখভোগ করেছেন। এই জগতে এসে তিনি আমাদের কাছে এই দৃষ্টান্ত দেখিয়েছেন যে, কিভাবে আমরা কাজ করব এবং আমাদের পরিশ্রমের মধ্যে কি রকম উদ্যম থাকা উচিত। তিনি চান যেন আমরা তাঁর কাজের অগ্রগতি এবং উন্নতি সাধন করতে পারি এবং তাঁর নাম এই জগতে মহিমান্বিত করতে পারি, তার শিক্ষা লাভ করতে পারি, আমরা যেন সম্মাণের মুকুট পরতে পারি, গভীর ভালবাসা তাঁকে দিতে পারি এবং তাঁর সেবা করতে পারি। পিতা, যিনি “জগৎকে এমন প্রেম করিলেন যে, আপনার এক জাত পুত্রকে দান করিলেন, যেন, যে কেহ তাঁহাতে বিশ্বাস করে, সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়।” যোহন ৩:১৬। COLBen 310.3

    কিন্তু খ্রীষ্ট আমাদের কাছে এই নিশ্চয়তা দেন নি যে, চরিত্রের বিশুদ্ধতা লাভ করা খুব সহজ সাধ্য বিষয়। উন্নত চরিত্র এবং চৌকস চরিত্র বংশগত নয়। এই সব আমাদের কাছে দৈব ক্রমে আসে না। খ্রীষ্টের অনুগ্রহ এবং তাঁর দেয়া পুরস্কারের মধ্য দিয়ে ব্যক্তিগত প্রচেষ্টার দ্বারা উন্নত চরিত্রের অধিকারী হওয়া যায়। ঈশ্বর তালন্ত এবং মনের শক্তি দান করে থাকেন; আমরা চরিত্র গঠন করি। কঠোর ভাবে প্রচেষ্টা করে এবং অদম্য ভাবে যুদ্ধ করে আমাদের নিজেদের চরিত্রকে গঠন করতে হবে। যুদ্ধের পর যুদ্ধ বংশগত প্রবণতার বিরুদ্ধে অবশ্যই যুদ্ধ চালিয়ে যেতে সাহায্য করবে। খুব মনোযোগের সঙ্গে আমাদের নিজেদের সমালোচনা করতে হবে। মন্দ এবং প্রতিকূল কোন বিষয়কে আমরা যেন কোন অবস্থাতেই প্রশ্রয় না দিই। কেউ যেন এই কথা না বলে, আমি আমার চরিত্রের ত্রুটিগুলো দূর করতে সমর্থ নই। যদি আপনি এই মনোভাব পোষণ করেন তাহলে আপনি নিশ্চিত ভাবেই অনন্ত জীবন লাভে ব্যর্থ হবেন। অস্বাভাবিক মিথ্যাচার আপনার নিজের ইচ্ছাকৃত কাজ। যদি আপনি ত্রুটি সমূহ দূর করতে না চান তাহলে আপনি তার উপর জয় লাভ করতে পারবেন না। আসল ত্রুটি অপবিত্র হৃদয়ের মন্দতা থেকে উঠে আসে এবং ঈশ্বরের নিয়ন্ত্রণের কাছে সমর্পণ করার অনিচ্ছা থাকার কারণে চরিত্রের মধ্যে ত্রুটিগুলো মাথাচাড়া দিয়ে ওঠে।COLBen 311.1

    ঈশ্বর তাঁর কাজ চমৎকার ভাবে সম্পন্ন করার জন্য সামর্থ্য দান করলেও অনেকে আছেন যারা খুব অল্প সম্পাদন করেন। কারণ তাদের প্রচেষ্টা খুব অল্প। হাজার হাজার লোক এমনভাবে জীবন যাপন করছে যেন যার জন্য বেঁচে আছে, তাঁর প্রতি নির্দিষ্ট কোন উদ্দেশ্য বা আকাঙ্ক্ষা নেই, আরও ভালো এবং উন্নত কোন কিছু পাওয়ার লক্ষ্য নেই। এই রকম মনোভাব থাকলে তারা তাদের কাজের সমানুপাতিক ভাবে পুরস্কার পাবে। COLBen 311.2

    মনে রাখবেন যে, যা আপনি নিজে প্রতিষ্ঠা বা স্থাপন করেছেন তার চেয়ে আরও উন্নত মানের কোন কিছু আপনি লাভ করতে পারবেন না। এই জন্য আপনার লক্ষ্য উন্নত করুন এবং ক্রমাগত ভাবে এগিয়ে যান, এমন কি কষ্টকর প্রচেষ্টার দ্বারা নিজেকে অস্বীকার এবং আত্মত্যাগের দ্বারা, অগ্রগতির মই বেয়ে সমস্ত উন্নতির ও সাফল্যের উপরে উঠে যান। কোন কিছুই যেন আপনাকে বাধাগ্রস্ত না করে। ভাগ্যের উপর নির্ভর করে বসে থাকলে মানুষের জীবনে নেমে আসবে বিপর্যয়, সে হয়ে পড়বে অসহায় এবং তার জীবন হবে অনিশ্চয়তার জীবন। প্রতিকূল পরিস্থিতি উপস্থিত হলে তার উপর জয় লাভ করার জন্য স্থির এবং দৃঢ় সঙ্কল্প গ্রহণ করতে হবে। একটি বাধা ভেঙ্গে ফেলতে পারলে আপনি উৎসাহিত হতে পারবেন। এতে আপনি আরও সামর্থ্য লাভ করে সাহসের সঙ্গে সামনে এগিয়ে যেতে পারবেন। সঠিক পথে দৃঢ় মনোভাব নিয়ে এগিয়ে যান, পরিস্থিতি আপনার সহায়ক হবে, প্রতিবন্ধক হবে না। COLBen 311.3

    চরিত্রের প্রত্যেকটি গুণের অনুশীলন ও পরিচর্যা করে প্রভুকে মহিমান্বিত করার জন্য উচ্চাকাঙ্ক্ষী হোন। ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য আপনার চরিত্রের উন্নতির প্রতিটি ধাপ তৈরি করুন। এটি আপনি করতে পারবেন; কারণ হনোক মানুষের চরম অধঃপতনের যুগে বাস করেও ঈশ্বরকে সন্তুষ্ট করতে পেরেছিলেন। আর আমাদের এ যুগেও হনোকের মত লোক রয়েছে।COLBen 312.1

    দানিয়েলের মত নিজেকে স্থির রাখুন, যিনি ছিলেন একজন রাজকর্মচারী। তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি প্রলোভনে পতিত হয়েও নিজেকে কলুষিত করেন নি। যিনি আপনাকে ভালবেসে আপনার পাপ দূর করার জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন, তাঁর উপর আপনি যেন অসন্তুষ্ট না হন। তিনি বলেছেন, “কেননা আমা ভিন্ন তোমরা কিছুই করিতে পার না।” যোহন ১৫:৫। এই কথা মনে রাখতে হবে। যদি আপনি কোন ভুল করে থাকেন, তাহলে আপনি নিশ্চয়ই জয় লাভ করতে সক্ষম হবেন যদি আপনি ঐ ভুলগুলো দেখতে পান এবং যদি আপনি মনে করেন যে ঐ ভুলগুলো আপনাকে সাবধান করার জন্য সংকেত দিচ্ছে। তাহলে আপনার পরাজয় বিজয়ে পরিণত হবে। আপনার শত্রুদের প্রতি অসন্তোষ প্রকাশ করুন এবং আপনার মুক্তিদাতাকে যথাযথ সম্মান দিন। COLBen 312.2

    ঈশ্বরের চরিত্রের মত চরিত্র গঠন করলে তা এমন সম্পদ হবে যা আমরা এই জগত থেকে পরবর্তী জগতে নিয়ে যেতে পারব। যারা এই পৃথিবীতে খ্রীষ্টের শিক্ষা ও নির্দেশ মেনে চলে তারা স্বর্গীয় আবাস লাভ করবে এবং স্বর্গের সমস্ত সুখ তাদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। আর স্বর্গে আমরা আমাদের চরিত্রকে ক্রমাগতভাবে উন্নত করতে পারব। তাহলে ভেবে দেখুন এই জীবনে চরিত্রকে উন্নত করাটা কতটা গুরুত্বপূর্ণ। যারা স্থির সঙ্কল্প বদ্ধ হয়ে চরিত্রকে খাঁটি করতে আগ্রহী, যা তাদের ন্যায়ের সাথে কাজ করতে সাহায্য করবে, স্বর্গীয় জ্ঞান তাদের শক্তির সঙ্গে মিলিত হয়ে কাজ করবে। যারা এই কাজে নিয়োজিত আছে খ্রীষ্ট তাদের প্রত্যেককে এই কথা বলছেন, আমি তোমার ডান হাত হয়ে তোমাকে সাহায্য করব। COLBen 312.3

    ঈশ্বরের ইচ্ছার সঙ্গে মানুষের ইচ্ছা মিলিত হলে তা মহা শক্তিতে পরিণত হয়। তাঁর আদেশ অনুযায়ী যে কাজ করা হবে, তা তাঁর শক্তিতেই সম্পাদিত হবে, তাঁর সব আদেশ পালন করা সম্ভব হবে। COLBen 313.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents