Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

খ্রীষ্টের দৃষ্টান্তমূলক শিক্ষা

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    প্রভাব

    খ্রীষ্টের জীবন ছিল সীমাহীন বিস্তৃত এবং অপরিমেয় প্রভাব বিশিষ্ট, এই প্রভাব ঈশ্বরকে বেষ্টিত করেছিল এবং সকল মানুষের পরিবারকে তা বেষ্টন করে আছে। ঈশ্বর খ্রীষ্টের মধ্য দিয়ে যে প্রভাব বিস্তার দ্বারা মানুষকে অনুগ্রহ দান করেছেন তা তার নিজের পক্ষে অর্জন করে জীবন যাপন করা সম্ভব ছিল না। ব্যক্তিগত ভাবে আমরা আমাদের সহমানবদের সঙ্গে কোন না কোন ভাবে যুক্ত আছি, যে মানুষ ঈশ্বরের সৃষ্টি একটি অতি গুরুত্বপূর্ণ অংশ এবং আমাদের পরস্পরের সঙ্গে মিলেমিশে থাকার বাধ্য বাধকতা রয়েছে। কোন মানুষ তার সহমানবের কাছ থেকে বিচ্ছিন্ন থেকে নিজেকে পরমুখাপেক্ষী বিহীন রাখতে পারে না। কারণ প্রত্যেকের কোন উপকার অন্যকে প্রভাবিত করবে। ঈশ্বরের উদ্দেশ্য হল, প্রত্যেকে যেন অন্যদের মঙ্গল করার প্রয়োজনীয়তা সম্পর্কে বুঝতে পারে এবং তাদের সুখ শান্তি বৃদ্ধির জন্য আকাঙ্ক্ষিত থাকে। COLBen 320.3

    প্রতিটি মানুষ তার নিজস্ব পরিবেশের মধ্যে বেষ্টিত হয়ে আছে। হয়তো এটি জীবন দানকারী বিশ্বাসের শক্তি, সাহস, আশা, ভালবাসার সুমিষ্ট সৌরভের মধ্যে পূর্ণ হয়ে আছে। অথবা হতে পারে দুঃখদায়ক এবং কষ্টকর অবস্থা, অতৃপ্ততার জন্য অসন্তোষ এবং স্বার্থপরতার মধ্যে অবস্থান করছে, অথবা পাপ লালন করে মারাত্মক দূষিত এবং বিষাক্ত অবস্থার মধ্যে বাস করছে। আমাদের চারপাশে যে পরিবেশে আমরা বেষ্টিত হয়ে আছি, প্রতিটি মানুষ, যাদের সংস্পর্শে আমরা আসি, জ্ঞাতসারে কিংবা অজ্ঞাতসারে আমরা আক্রান্ত হই। COLBen 321.1

    এটি একটি দায়িত্ব যা থেকে আমরা নিজেদের মুক্ত করে রাখতে পারি না। আমাদের কথা, আমাদের কাজ, আমাদের আচরণ, এমন কি আমাদের মুখমণ্ডলের ভাবের প্রকাশ, এই সব কিছুরই প্রভাব রয়েছে। এই সব বিষয়ের উপর যে প্রভাব ফেলে তা কি ভাল না মন্দ তা কেউ বলতে পারে না। প্রতিটি আবেগ এই ভাবে বীজ বপন করার কাজে অংশ নেয় যা বৃদ্ধি পায় ফল প্রদানের জন্য। মানুষের জীবনের সমস্ত ঘটনা লম্বা শেকলের মধ্যে পরস্পর যুক্ত রয়েছে। এর বিস্তৃতি কত দূর পর্যন্ত রয়েছে আমরা তা জানি না। যদি আমরা আমাদের উত্তম আদর্শের উন্নতি সাধন করার দ্বারা অন্যদের সাহায্য করি তবে তা তাদের ভালো কাজ করার জন্য শক্তি জোগাবে। তাদের এই অবস্থার পরিবর্তনের জন্য তারা অন্যদেরকেও একই ভাবে প্রভাবিত করতে উদ্যোগী হবে। এভাবে আমাদের অজানা প্রভাবের ফলে হাজার হাজার লোক আশীর্বাদ প্রাপ্ত হতে পারে। COLBen 321.2

    যদি কোন পুকুরে ঢিল ছুড়ে মারা হয় তাহলে ঢেউয়ের সৃষ্টি হবে এবং এই ঢেউগুলো বৃত্তের আকার ধারণ করে একটির পর একটি ঢেউ সৃষ্টি হয়ে ক্রমাগত বিস্তৃতি পেতে থাকবে। আর যে পর্যন্ত ঢেউগুলো পুকুরের পাড় স্পর্শ না করবে ততক্ষণ পর্যন্ত ঢেউগুলো বিস্তৃত হতে থাকবে। আমাদের প্রভাবও এই রকম। আমাদের জ্ঞান এবং নিয়ন্ত্রণের বাইরে যে প্রভাব তা অন্যদের উপর আশীর্বাদ কিংবা অভিশাপ হতে পারে। COLBen 322.1

    চরিত্র হল শক্তি। সত্যের নীরব সাক্ষী, নিঃস্বার্থ ঈশ্বর ভক্তির জীবন চালিয়ে যাওয়া হল অধিকাংশ রূপে শক্তিশালী প্রভাব। খ্রীষ্টের চরিত্র আমাদের জীবনের মধ্যে প্রকাশের দ্বারা তার সঙ্গে সহযোগিতায় আমরা আত্মা জয়ের কাজ করতে পারব। কেবল আমাদের জীবনে তাঁর চরিত্রকে প্রকাশের দ্বারা আমরা তাঁর সঙ্গে সহযোগিতা রক্ষা করতে পারব। আর আমাদের প্রভাবের বৃত্তের বিস্তৃতি ঘটলে আমরা আরও ভালো কাজ করতে সক্ষম হব। যখন কেউ খ্রীষ্টের দৃষ্টান্ত অনুসরণ করে ঈশ্বরের সেবা করার কথা প্রকাশ করে, তাহলে তাকে তার প্রাত্যহিক জীবনে খ্রীষ্টের আচরণগুলো অনুশীলন করতে হবে। যখন প্রতিটি কাজ এই সাক্ষ্য প্রদান করবে যে তারা ঈশ্বরকে সর্বোচ্চ মাত্রায় ভালবাসে এবং প্রতিবেশীকে নিজের মত ভালবাসে তখন তাদের মণ্ডলী জগতকে আন্দোলিত করার শক্তি লাভ করবে। COLBen 322.2

    কিন্তু এ কথা কখনোই ভুলে যাওয়া উচিত হবে না যে, মন্দ কাজের জন্য প্রভাব কম শক্তিশালী নয়। কেউ যদি তার নিজের জীবন হারায় তা হবে মারাত্মক বিষয়। কিন্তু তাদের নিজ জীবন হারানোর কারণ আরও বেশি মারাত্মক। আমাদের প্রভাব যদি এমন হয় যা লোকদের মধ্যে ভীতির সঞ্চার করছে, কিন্তু তা তাদের মঙ্গলের জন্য, তবুও আমাদের সেই প্রভাব তাদের উপর বিস্তার করতে হবে। অনেকে আছেন যারা খ্রীষ্টের সঙ্গে যুক্ত থাকার সিদ্ধান্ত গ্রহণ করেন কিন্তু তারা খ্রীষ্টের কাছ থেকে দূরে সরে থাকেন। মণ্ডলী এত দুর্বল হওয়ার কারণ এটি। অনেকে আছেন যারা সরাসরি সমালোচনা এবং দোষারোপ করাকে প্রশ্রয় দিয়ে থাকেন। সন্দেহ, অবিশ্বাস, হিংসা এবং অসন্তোষের মনোভাব প্রকাশ করে তারা নিজেদেরকে শয়তানের হাতিয়ার রূপে তুলে ধরে। তারা যদি উপলব্ধি করতে পারত তাহলে দেখতে পেত যে তারা ঈশ্বরের পরিকল্পনার বিপরীতে কাজ করছে। তাদের মধ্য দিয়ে অসৎ এবং দুষ্টতার প্রভাব সৃষ্টি হয়েছে, অন্ধকার ঢেকে ফেলেছে, শয়তানের তীরগুলো তাদের নিশানা খুঁজে পেয়েছে। সন্দেহ, অবিশ্বাস এবং সুস্পষ্ট নাস্তিকতা তাদের আবদ্ধ করে রেখেছে, অন্যথায় তারা খ্রীষ্টকে গ্রহণ করতে পারত। এর মধ্যে শয়তানের পক্ষে যারা কাজ করে তারা আত্মতৃপ্তির দৃষ্টি নিয়ে তাদের দিকে তাকায় যাদের তারা নাস্তিকতা ও সন্দেহবাদী হওয়ার পথে চালিত করেছে এবং যারা এখন তিরস্কার ও সনির্বন্ধ অনুরোধের চরম বিপক্ষে। যারা নৈতিক উৎকর্ষ সম্পন্ন এবং ধার্মিক তাদের সঙ্গে নিজেদের তুলনা করে তারা আত্ম তৃপ্তি অনুভব করে। তারা উপলব্ধি করতে পারে না যে, চরিত্রের এই বিনষ্টতা তাদের নিজেদের অসংযত ভাষা এবং বিদ্রোহী হৃদয়ের কাজ। তাদের প্রভাবের মধ্য দিয়ে অন্যরা প্রলোভিত হয়ে পতিত হয়। COLBen 322.3

    এই রকম নির্বুদ্ধিতা, স্বার্থ চরিতার্থ করা, এবং অসতর্কতা ও উদাসীনতা কোন কোন খ্রীষ্টিয়ানের চরিত্রের অংশ হওয়ার ফলে অনেক আত্মাকে তারা জীবনের পথ থেকে ভিন্ন দিকে সরিয়ে নিয়ে যায়। অনেকেই আছেন যারা তাদের প্রভাবের ফলাফলের জন্য ঈশ্বরের বিচারের সম্মুখীন হতে ভয় পাবে। COLBen 323.1

    কেবল ঈশ্বরের অনুগ্রহের মধ্য দিয়ে আমরা এই তালন্তের সঠিক ব্যবহার করতে সক্ষম হব। আমাদের নিজেদের এমন কিছুই নেই যা দিয়ে আমরা অন্যদের মঙ্গলের জন্য প্রভাব বিস্তার করতে পারি। যদি আমরা আমাদের অক্ষমতা এবং আমাদের ঐশ্বরিক শক্তির প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারি তাহলে আমরা আমাদের নিজেদের উপরে নির্ভর করব না। আমরা জানি না একটি দিনে, ঘণ্টায় বা একটি মুহূর্তে কি কি ফল নির্ধারিত হবে এবং আমাদের স্বর্গীয় পিতার কাছে আমাদের সমস্ত কাজের ভার অর্পণ না করে আমরা কখনোই যেন আমাদের দিনের কাজ আরম্ভ না করি। তাঁর স্বর্গদূতগণ আমাদের উপর লক্ষ রাখার কাজে নিয়োজিত আছেন। যদি আমরা তাঁদের তত্ত্বাবধানে থাকি তাহলে যখন কোন বিপদ আমাদের সামনে এসে উপস্থিত হবে তখন তাঁরা আমাদের ডান হাত স্বরূপ হবেন। যখন আমরা আমাদের অজান্তে অন্যায্য প্রভাব প্রয়োগের ফলে বিপদের সম্মুখীন হই, তখন স্বর্গদূতগণ আমাদের পাশে এসে দাঁড়ান, তাঁরা তাৎক্ষণিক ভাবে আমাদের আরও ভালো উপায়ে দেখিয়ে দেন, আমাদের জন্য আমাদের কথা মনোনীত করেন এবং আমাদের কাজকে প্রভাবিত করেন। আমার প্রভাব হয়তো এইভাবে নীরবে এবং অজ্ঞাতসারে বিস্তার ঘটাতে পারে, কিন্তু তা অন্যদের খ্রীষ্টের কাছে এবং স্বর্গীয় জগতের কাছে আনার জন্য অত্যন্ত ক্ষমতাশালী হবে। COLBen 323.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents