Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

খ্রীষ্টের দৃষ্টান্তমূলক শিক্ষা

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    তালন্ত ফেরত দেয়া

    “দীর্ঘকালের পর সেই দাসদিগের প্রভু আসিয়া তাহদের নিকট হইতে হিসাব লইলেন।” যখন তিনি তার দাসদের কাছ থেকে হিসাব নিলেন, প্রতিটি তালন্তের বিষয়ে সূক্ষ্মভাবে পরীক্ষা করলেন। কর্মচারীদের কাছ থেকে চরিত্রকে প্রকাশ করেছিলেন। COLBen 345.3

    যারা পাঁচ ও দুই তালন্ত পেয়েছিল তারা তাদের তালন্তের সঙ্গে উপার্জন করা তালন্ত তাদের প্রভুর কাছে অর্পণ করলেন। এই কাজ করে তারা তাদের নিজেদের জন্য কোন কৃতিত্ব দাবী করেন নি। যে তালন্ত তাদের দেয়া হয়েছিল, তার মাধ্যমে তারা আরো তালন্ত লাভ করল, কিন্তু তালন্ত রক্ষা ও বৃদ্ধি করে জমা না দিয়ে এই অর্জন করা তাদের পক্ষে সম্ভব ছিল না। তারা দেখল যে তারা কেবল তাদের দায়িত্ব পালন করছে। মূলধন ছিল প্রভুর; বৃদ্ধি হল তাও তাঁর। যাদের উপর মুক্তদাতা তাঁর ভালবাসা এবং অনুগ্রহ দেন নি তারা চিরকালের জন্য দেউলিয়া হবে। COLBen 345.4

    কিন্তু যখন প্রভু তালন্ত গ্রহণ করেন, তিনি তা অনুমোদন করেন এবং কার্যকারীদের পুরস্কৃত করেন, যেন সমস্ত কৃতিত্ব তাদের নিজেদের। তাঁর মুখ আনন্দ এবং পরিতৃপ্ততায় ভরে যায়। তিনি আনন্দে পরিপূর্ণ হয়ে যান যে তিনি তাদের আশীর্বাদ দান করতে পেরেছেন। কারণ এটা নয় যে, এটি ঋণ ছিল, তিনি তাদের কাছে ঋণী ছিলেন। কিন্তু কারণ ছিল এই যে তাঁর হৃদয় ভালবাসা এবং দয়ার প্রাচুর্যে পরিপূর্ণ। COLBen 346.1

    “বেশ, উত্তম এবং বিশ্বস্ত দাস,” তিনি বললেন, “তুমি অল্প বিষয়ে বিশ্বস্ত হইলে আমি তোমাকে বহু বিষয়ের উপরে নিযুক্ত করি; তুমি আপন প্রভুর আনন্দের সহভাগী হও।” COLBen 346.2

    এটি ঈশ্বরের প্রতি বিশ্বস্ত, আনুগত্য আর প্রেমপূর্ণ কাজ, এই জয় স্বর্গের অনুমোদিত। পবিত্র আত্মার প্রতিটি প্রেরণা মানুষকে ধার্মিকতা এবং ঈশ্বরের দিকে চালিত করে, এটি স্বর্গের বইয়ে লিপিবদ্ধ এবং প্রভুর দিনে কার্যকারীরা, তার পরিকল্পনা পূর্ণ করবেন। COLBen 346.3

    তারা প্রভুর রাজ্যে সেই সমস্ত লোকদের দেখতে পাবে যারা তাদের মাধ্যমে পাপ থেকে উদ্ধার পেয়েছে। আর তারা প্রভুর আনন্দের সহভাগী হবে। আর তারা সেখানে তার কাজ করার জন্য বিশেষ অধিকারী হবে। কারণ এখানে তাঁর কাজে অংশগ্রহণ করার দ্বারা এর জন্য যোগ্যতা অর্জন করেছে। আমরা এই জগতে কি রকম চরিত্রের অধিকারী ছিলাম এবং আমাদের পবিত্র কাজের প্রতিফল ঘটবে স্বর্গে, সেখানে আমরা কি হব। খ্রীষ্ট নিজের সম্পর্কে এই কথা বলেছেন, “মনুষ্যপুত্র পরিচর্যা পাইতে আসেন নাই, কিন্তু পরিচর্যা করিতে . . . আসিয়াছেন।” মথি ২০:২৮। এটি পৃথিবীতে তাঁর কাজ, যে কাজ স্বর্গের। এই পৃথিবীতে তাঁর সঙ্গে কাজ করার পুরস্কার হল তাঁর সঙ্গে এই জগতে কাজ করার জন্য মহত্তর শক্তি এবং বিস্মৃত সুবিধা ও অধিকার লাভ করা। COLBen 346.4

    “পরে যে এক তালন্ত পাইয়াছিল, সেও আসিয়া কহিল, প্রভু, আমি জানিতাম, আপনি কঠিন লোক; যেখানে বুনেন নাই, সেখানে কাটিয়া থাকেন, ও যেখানে ছড়ান নাই, সেখানে কুড়াইয়া থাকেন। তাই আমি ভীত হইয়া গিয়া আপনার তালন্ত ভূমির মধ্যে লুকাইয়া রাখিয়াছিলাম; দেখুন, আপনার যাহা আপনি পাইলেন।”COLBen 346.5

    এই ভাবে লোকেরা ঈশ্বরের দানের অবহেলার জন্য তাদের অজুহাত দেখায়। তারা ঈশ্বরকে কঠিন এবং নিষ্ঠুর ও নির্দয় হিসেবে বিবেচনা করে। তারা মনে করে ঈশ্বর তাদের ভুল ধরার জন্য গোপনে নজর রাখেন এবং বিচারে দোষী সাব্যস্ত করে শাস্তি দেন। তারা এই অভিযোগ করে, যা তিনি কখনো দেন নি তা তিনি দাবী করেন, যেখানে বোনেন নি সেখানে কাটেন। COLBen 347.1

    এইভাবে অনেকে আছে যারা তাদের অন্তরে ঈশ্বরকে কঠিন প্রভু বলে অভিযোগ করে থাকে। কারণ ঈশ্বর তাদের সম্পদ এবং তাদের কাজ দাবি করেন। কিন্তু আমরা তাঁর কাছে কিছুই আনতে পারি না, যা তাঁর নয়। রাজা দায়ূদ বলেছেন, “সমস্তই তো তোমা হইতে আইসে, এবং তোমার হস্ত হইতে যাহা পাইয়াছি, তাহাই তোমাকে দিলাম।” ১ বংশাবলি ২৯:১৪। সব কিছুই ঈশ্বরের। কেবল সৃষ্টি দ্বারা নয়, কিন্তু পাপ থেকে উদ্ধার করার দ্বারা তিনি সব কিছুর প্রভু হয়েছেন। এই জীবনের আশীর্বাদ এবং সমস্ত কিছু যা আমাদের মঙ্গলের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে আমাদের জন্য, তা কালভেরীর ক্রুশের দ্বারা মুদ্রাঙ্কিত করেছেন। তাই ঈশ্বর অত্যন্ত কঠিন প্রভু, যেখানে বোনেন নি সেখানেই কাটেন, এই অভিযোগ মিথ্যা। COLBen 347.2

    দুষ্ট দাসের অভিযোগ তার প্রভু অস্বীকার করেন নি, যদিও তা অন্যায় ছিল। কিন্তু তিনি সেই দাসের তার নিজের কথাতেই প্রমাণ করলেন যে, সে যা করেছে তা ক্ষমার অযোগ্য। যথাযথ উপায় এবং দৃঢ় সঙ্কল্প অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করলে নিশ্চয়ই এর দ্বারা মালিকের লাভের জন্য তালন্ত বৃদ্ধি এবং উন্নতি সাধিত হত। প্রভু তখন তাকে বললেন, “তবে পোদ্দারদের হাতে আমার টাকা রাখিয়া দেওয়া তোমার উচিৎ ছিল; তাহা করিলে আমি আসিয়া আমার যাহা তাহা সুদের সহিত পাইতাম।”COLBen 347.3

    আমাদের স্বর্গীয় পিতা আমাদের সামর্থ অনুযায়ী করার জন্য যা দিয়েছেন, তিনি তার চেয়ে বেশিও চান না, কমও চান না। তিনি তাঁর কার্যকারীকে এমন বোঝা চাপিয়ে দেন না যা সে বহন করতে সমর্থ নয়। “কারণ তিনিই আমাদের গঠন জানেন; আমরা যে ধূলিমাত্র, ইহা তাঁহার স্মরণে আছে।” গীতসংহিতা ১০৩:১৪। তিনি আমাদের কাছ থেকে যা কিছু দাবি করেন তার সব কিছুই স্বর্গীয় অনুগ্রহের মাধ্যমে ফেরত দিতে সক্ষম হব।COLBen 347.4

    “লোকে যাহার কাছে অধিক রাখিয়াছে, তাহার নিকটে অধিক চাহিবে।” লূক ১২:৪৮। আমরা ব্যক্তিগত ভাবে আমাদের সামর্থ্য অনুযায়ী যা করতে পারি তার চেয়ে এক বিন্দু কম দায়িত্ব দেয়া হয়, যেন তা পালন করতে পারি। প্রভু কাজের জন্য প্রতিটি সম্ভাবনা দিয়ে যথার্থতা পরিমাপ করেন। আমরা অব্যবহৃত যোগ্যতা যত বেশি বিবেচনার মধ্যে আনব আর এর ব্যবহার করব তত বেশি আমাদের তালন্তের বৃদ্ধি এবং উন্নতি সাধিত হবে। কারণ আমাদের তালন্তের যথাযথ ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের তালন্তের এভাবে বৃদ্ধি ও উন্নতি ঘটাতে পারব, আর ঈশ্বর এই কাজে আমাদের সাহায্য করবেন। আমাদের কি করা উচিত এই অনুযায়ী আমরা বিচার করতে পারব, কিন্তু আমরা সম্পাদন করি না, কারণ ঈশ্বরকে গৌরবান্বিত করার জন্য আমরা আমাদের শক্তিকে ব্যবহার করি না। যদিও আমরা আমাদের প্রাণ হারাই না, আমরা আমাদের অব্যবহৃত তালন্তের পরিণতি অনন্ত কাল ধরে উপলব্ধি করব। কারণ সমস্ত জ্ঞান এবং যোগ্যতা যা আমরা অর্জন করেছি, তা ব্যবহার না করলে চিরকালের জন্য ক্ষতিগ্রস্ত হব।COLBen 348.1

    কিন্তু যখন আমরা ঈশ্বরের কাছে সম্পূর্ণ ভাবে নিজেকে সমর্পণ করব এবং আমাদের সমস্ত কাজে তাঁর নির্দেশ পালন করি, তখন তিনি নিজেই এই কাজ সম্পাদন করার জন্য দায়িত্ব গ্রহণ করবেন? আমাদের সৎ ও আন্তরিক প্রচেষ্টার সফলতাকে তিনি তার অনুমান বলে মনে করেন না। আমরা একবারের জন্যও ব্যর্থতার কথা চিন্তা করব না। আমাদের সঙ্গে এমন একজনের সহযোগিতা রয়েছে যিনি ব্যর্থতা কি তা জানেন না। COLBen 348.2

    আমাদের দুর্বলতা এবং অক্ষমতার কথা বলা উচিত না। এটি ঈশ্বরের প্রতি আস্থাহীনতাকে, তাঁর কথা অগ্রাহ্য করাকে সুস্পষ্ট ভাবে প্রকাশ করে। যখন আমাদের বোঝা বইতে গিয়ে বিরক্ত বোধ করি, অথবা যখন আমরা সেই দায়িত্ব পালন করতে অস্বীকৃতি জানাই, যা বহন করার জন্য ঈশ্বর আমাদের ডাকেন, কার্যত আমরা বলি যে, তিনি একজন কঠিন প্রভু, যে কাজ করার জন্য আমাদের শক্তি দেন নি, সেই কাজ তিনি আমাদের কাছে দাবী করেন। COLBen 348.3

    অলস দাসের স্বভাবকে আমরা প্রায়ই আনন্দের সঙ্গে বলি যে, এটি হল নম্রতা। কিন্তু প্রকৃত নম্রতার সঙ্গে এই ধারণার তুলনা করলে বিশাল পার্থক্য দেখতে পাওয়া যাবে। প্রকৃত নম্রতা সম্পূর্ণ রূপে ভিন্ন। নম্রতার দ্বারা নিজেকে আবৃত করার অর্থ এই নয় যে, আমরা বুদ্ধি ও জ্ঞানে খাটো, উচ্চাকাঙ্ক্ষার অভাব এবং আমাদের জীবনে ভীরুতা রয়েছে, দায়িত্ব ভার বহন করা এড়িয়ে যাই, পাছে তা সার্থক ভাবে বহন করতে ব্যর্থ হই। ঈশ্বরের শক্তির উপর নির্ভর করে তাঁর উদ্দেশ্য পূর্ণ করাই হল প্রকৃত নম্রতা। COLBen 349.1

    ঈশ্বর তার মধ্য দিয়ে কাজ করেন যাকে তিনি চান। কখনো কখনো তিনি মহান কাজ করার জন্য নম্র লোককে মনোনীত করেন, কারণ তাঁর ক্ষমতা মানুষের দুর্বলতার মধ্য দিয়ে প্রকাশ পায়। আমরা আমাদের মান সম্পর্কে জানি এবং এর দ্বারা আমরা ব্যক্ত করি—একটি বিষয় মহৎ এবং অন্যটি অপেক্ষাকৃত কম মহৎ বা ক্ষুদ্র; কিন্তু ঈশ্বর আমাদের নিয়ম অনুযায়ী পরিমাপ করেন না। আমরা মনে করতে পারি না যে, যা কিছু আমাদের কাছে মহৎ তা ঈশ্বরের দৃষ্টিতে মহৎ অথবা আমাদের কাছে যা ছোট তা ঈশ্বরের কাছেও অবশ্যই ছোট বলে মনে হবে। আমাদের তালন্ত অথবা আমাদের কাজ বেছে নেওয়ার উপর নির্ভর করে আমাদের বিচার থেকে রেহাই দেবে না। ঈশ্বর যা নির্ধারণ করেছেন সেই বোঝা আমাদের গ্রহণ করতে হবে, তাঁর উদ্দেশ্যে এই বোঝা বহন করতে হবে এবং বিশ্রামের জন্য সর্বদা তাঁর দিকে এগিয়ে যেতে হবে। আমাদের কাজ যাই হোক না কেন, আনন্দপূর্ণভাবে কাজের মধ্য দিয়ে, সমস্ত মন প্রাণ শক্তি দিয়ে তাঁকে সম্মানিত করতে হবে। তিনি খুশি হন যখন আমরা কৃতজ্ঞতার সঙ্গে এবং আনন্দের সঙ্গে আমাদের দায়িত্ব গ্রহণ করি, যা তাঁর সঙ্গে সহকর্মী হিসেবে কাজ করার জন্য আমরা বিবেচিত। COLBen 349.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents