Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

খ্রীষ্টের দৃষ্টান্তমূলক শিক্ষা

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    এক তালন্ত

    যে এক তালন্ত পেয়েছিল সে “গিয়া ভূমিতে গর্ত খুঁড়িয়া আপন প্রভুর টাকা লুকাইয়া রাখিল।” COLBen 340.1

    এটি ছিল সবচেয়ে ছোট দান, যা সে এই তালন্ত উন্নতি এবং বৃদ্ধি না করে রেখে দিয়েছিল। যারা ছোট দান বা তালন্ত লাভ করেছে তাদের সকলের জন্য এটি একটি সতর্ক বার্তা যে, তারা যেন বুঝতে পারে তাদের যা দেয়া হয়েছে তা খ্রীষ্টের কাজের জন্য ব্যবহার করার মাধ্যমে তারা দোষী সাব্যস্ত হওয়া থেকে রেহাই পাবে। যদি তারা অল্প মহৎ কোন কাজ করতে পারত তাহলে তারা এই তালন্তের দায়িত্ব পাওয়ার জন্য কত না আনন্দিত হত। কিন্তু যেহেতু তারা কেবল ছোট জিনিস ব্যবহার করতে পারত। তাই তারা নিজেরা চিন্তা করে দেখল যে এটা দিয়ে কিছু না করাই যথার্থ হবে। এক্ষেত্রে তারা ভুল করে। প্রভু তাঁর দান বিতরণ করে চরিত্রের পরীক্ষা করেন। যে লোক তার তালন্তের উন্নতি সাধন করতে অবহেলা করে সে প্রমাণ করে যে, সে একজন অকৃতজ্ঞ চাকর। যদি তারা পাঁচ তালন্ত পেত তাহলে তারা এক তালন্তের মত গর্ত খুঁড়ে মাটিতে চাপা দিয়ে রাখত। এক তালন্তের পরিমাপ দেখায় যে, সে স্বর্গীয় দানকে অবজ্ঞা করেছে। COLBen 340.2

    “যে ক্ষুদ্রতম বিষয়ে বিশ্বস্ত, সে প্রচুর বিষয়েরও বিশ্বস্ত,” লূক ১৬:১০। ছোট বিষয়ের গুরুত্ব হল, প্রায়ই এর প্রকৃত মূল্যের চেয়ে কম মূল্য দেয়া হয়, কারণ এগুলো ছোট। কিন্তু এই সব ছোট বিষয় জীবনের জন্য সবচেয়ে বেশি প্রকৃত শৃঙ্খলা আনে। প্রকৃত পক্ষে খ্রীষ্টান জীবনে অসম্ভব বলে কিছু নেই। আমাদের চরিত্রের কাঠামো ঝুঁকিপূর্ণ হবে, যখন আমরা ছোট বিষয়ের গুরুত্বকে অবমূল্যায়ন করব। COLBen 340.3

    “যে ক্ষুদ্রতম বিষয়ে অধার্মিক, সে প্রচুর বিষয়েও অধার্মিক।” ক্ষুদ্রতম দায়িত্বে অবিশ্বস্ততার দ্বারা মানুষ তার কাজের সৃষ্টিকারীকে বঞ্চিত করে, যা তার প্রাপ্য। এই অবিশ্বস্ততার প্রতিক্রিয়া তার উপরে দেখা দেবে। সে অনুগ্রহ, ক্ষমতা, এবং চরিত্রের শক্তি লাভ করতে ব্যর্থ হবে, যা সে ঈশ্বরের কাছে অকপটভাবে আত্ম সমর্পণের মাধ্যমে লাভ করতে পারে। খ্রীষ্টের কাছ থেকে বিচ্ছিন্ন জীবন হল শয়তানের প্রলোভনে পতিত জীবন এবং শয়তানের দাসত্বের জীবন, এবং সে তার প্রভুর জন্য কাজে ভুল করবে। কারণ সে ছোট বিষয়ে সঠিক নিয়ম দ্বারা চালিত হয় নি। সে যে কাজকে বিশেষ কাজ বলে মনে করেছিল সেই বড় বিষয়ে ঈশ্বরের ইচ্ছা পালন করতে সে ব্যর্থ হছে। আমাদের জীবনের ত্রুটিগুলো যদি আমরা লালন করি তাহলে ক্ষুদ্রতম বিষয়গুলো গুরুত্ব হারাবে। সে যেভাবে চলতে অভ্যস্ত হয়েছে সেই অনুযায়ী সে কাজ করবে। আর এভাবে এই কাজগুলো একই অভ্যাস গঠন করে, অভ্যাস চরিত্রকে গঠন করে, এবং চরিত্রের দ্বারা আমাদের ভাগ্যের জন্য সময় এবং অনন্তকালীন বিষয় সম্পর্কে সিদ্ধান্ত হবে। COLBen 340.4

    কেবল ছোট বিষয়ে বিশ্বস্ত থাকার দ্বারা একজন মানুষ বড় দায়িত্বে বিশ্বস্ত থাকার বিষয়ে শিক্ষা লাভ করতে পারে। ঈশ্বর দানিয়েল এবং তাঁর বন্ধুদের বাবিলের মহান ব্যক্তিদের সাথে যোগাযোগ করিয়েছিলেন, যেন ঈশ্বরে অবিশ্বাসী ও মূর্তিপূজক লোকেরা প্রকৃত ধর্মের নিয়মের সঙ্গে পরিচিত হতে পারে। মূর্তিপূজক জাতির মধ্যে দানিয়েল ঈশ্বরের চরিত্র রূপে নিজেকে উপস্থাপন করেছিলেন। কীভাবে তিনি এই রকম মহান দায়িত্বের এবং সম্মানজনক পদ প্রাপ্তির জন্য উপযুক্ত হয়েছিলেন? এটি ছিল তাঁর ছোট বিষয়ে বিশ্বস্ততা, যা তিনি তাঁর সমগ্র জীবনে সমস্ত অবস্থায় ধরে রেখেছিলেন। ছোট বিষয় দ্বারা তিনি ঈশ্বরকে সম্মানিত করেছিলেন এবং তাঁর বন্ধুদের ঈশ্বর “সমস্ত গ্রন্থেও বিদ্যায় জ্ঞান ও পারদর্শিতা দিলেন; আর সমস্ত দর্শন ও স্বপ্নকথায় দানিয়েল বুদ্ধিমান হইলেন।” দানিয়েল ১:১৭। COLBen 341.1

    ঈশ্বর যেভাবে দানিয়েলকে বাবিলে তাঁর পক্ষে সাক্ষ্য দেবার জন্য ডেকেছিলেন, ঠিক একই ভাবে ঈশ্বর আজকে আমাদের সমস্ত পৃথিবীতে তাঁর সাক্ষ্য বহন করার জন্য ডাকছেন। ঈশ্বর চান যেমন ছোট বিষয়ে তেমনি বড় বিষয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে বিশ্বস্ত থেকে আমরা যেন তাঁর রাজ্যের তত্ত্ব লোকদের কাছে প্রকাশ করি। খ্রীষ্ট এই পৃথিবীতে থাকাকালিন সময় তাঁর জীবনের মধ্য দিয়ে শিক্ষা দিয়েছিলেন, কীভাবে ছোট বিষয়ে বিশ্বস্ত থাকা যায়। পাপ থেকে উদ্ধারের মহৎ কাজের ভার ক্রমাগত ভাবে তাঁর উপর চেপে বসছিল। যে ভাবে তিনি শিক্ষা দান করেছিলেন এবং রোগীদের সুস্থতা দান করেছিলেন, তাঁর মন এবং শরীরের সমস্ত শক্তি শেষ পর্যন্ত একই রকম চাপ বহন করেছিল। তবুও তিনি জীবনের এবং প্রকৃতির অতি সাধারণ বিষয়ের প্রতি লক্ষ রাখতেন। তিনি প্রকৃতির অতি সাধারণ বিষয় নিয়ে তা ব্যাখ্যা করে ঈশ্বরে রাজ্যের মহা সত্য সম্পর্কে উপদেশ পূর্ণ শিক্ষা দিয়েছেন। তাঁর সেবা কাজে নম্রতার আবশ্যকতাকে উপেক্ষা করেন নি। যাদের সাহায্যের প্রয়োজন ছিল তাদের কান্না এবং চিৎকার তাঁর কানে প্রবেশ করেছিল। জনতার ভিড়ের মধ্যে রোগে আক্রান্ত মহিলার স্পর্শে তিনি জাগরিত হয়েছিলেন, তাঁর স্পর্শ তিনি অনুভব করেছিলেন। বিশ্বাসের খুব সামান্য স্পর্শ পেলেও তিনি সাড়া দেন। যখন তিনি যায়ীরের মেয়েকে মৃত্যু থেকে উত্থাপিত করেছিলেন তখন তিনি তার মা বাবাকে মনে করিয়ে দিয়েছিলেন যে, মেয়েটিকে অবশ্যই যেন কিছু খেতে দেয়া হয়। যখন তিনি নিজ শক্তিতে কবর থেকে উত্থাপিত হয়েছিলেন, তখন তিনি তাঁর কাফন বস্ত্রটিকে ভাঁজ করতে ঘৃণা বোধ করেন নি, যে বস্ত্রটিকে তিনি পরিত্যাগ করেছিলেন এবং তিনি তা ভাঁজ করে যথাযথ স্থানে রেখেছিলেন। COLBen 341.2

    খ্রীষ্টিয়ান হিসেবে যে কাজে আমরা আহ্বান পেয়েছি তা হল মানুষের পরিত্রাণের জন্য খ্রীষ্টের সঙ্গে সহযোগিতা করা। এই কাজ করবার জন্য আমরা তাঁর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি। এই কাজ অবহেলা করলে প্রমাণ হবে যে, আমরা খ্রীষ্টের কাছে অবিশ্বস্ত হয়েছি। কিন্তু যথাযথ ভাবে এই কাজ করার জন্য আমাদের অবশ্যই বিশ্বস্ততার দৃষ্টান্ত এবং ছোট বিষয়ের প্রতি বিবেক বুদ্ধি পূর্ণ মনোযোগের দৃষ্টান্ত অনুসরণ করতে হবে। এটি প্রত্যেক খ্রীষ্টিয় বিশ্বাসীর প্রচেষ্টা এবং প্রভাবের সাফল্যের রহস্য। COLBen 342.1

    প্রভু চান যেন তাঁর লোকেরা উন্নতির সর্বোচ্চ শিখরে উঠতে পারে যাতে তাদের সামর্থ দ্বারা তারা প্রভুকে গৌরবান্বিত করতে পারে, যে সামর্থ্য তিনি তাদের দান করতে একান্ত ভাবে ইচ্ছুক। ঈশ্বরের অনুগ্রহের মধ্য দিয়ে তাঁর কথা প্রকাশ করার উদ্দেশ্যে আমাদের জন্য সব কিছু প্রস্তুত করে রাখা হয়েছে, যাতে জাগতিক ভাবে কাজ করার জন্য যে ভাবে পরিকল্পনা করা হয় তার চেয়ে আরও ভালো এবং উন্নত পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারি। আমরা বিচার শক্তিতে, বুদ্ধিতে, দক্ষতায়, এবং জ্ঞানে উৎকৃষ্টতা ও শ্রেষ্ঠত্ব দেখাতে চাই, কারণ আমরা ঈশ্বরকে বিশ্বাস করি। আমরা তাঁর ক্ষমতায় মানুষের অন্তরের উপরে প্রভাব বিস্তার করার জন্য কাজ করি। COLBen 342.2

    কিন্তু যাদের প্রচুর পরিমাণে দান প্রদান করা হয় নি তাদের হতাশ হওয়ার প্রয়োজন নেই। তাদের যা আছে তা-ই ব্যবহার করতে হবে। তাদের চরিত্রের দুর্বল দিকগুলোর বিশ্বস্তভাবে যত্ন নিতে হবে, ঈশ্বরের অনুগ্রহ দ্বারা এই দুর্বল দিকগুলো শক্তিশালী করার জন্য তাঁর কাছে প্রার্থনা করতে হবে। জীবনের প্রতিটি কাজের মধ্যে বিশ্বস্ততা এবং কর্তব্যনিষ্ঠা বজায় রাখতে হবে। আমাদের যোগ্যতা ও গুণ সমূহ যথাযথ ভাবে ব্যবহার করতে হবে, যা আমাদের সুন্দর ভাবে কাজ সম্পন্ন করতে সামর্থ দান করবে। COLBen 343.1

    অবহেলার অভ্যাসগুলো থেকে দৃঢ় সঙ্কল্পবদ্ধ হয়ে জয় করা উচিত। অনেকে মনে করে ভুলে যাওয়ার অজুহাত দেখিয়ে বড় বড় অন্যায় থেকে যথেষ্ট ক্ষমা লাভ করার জন্য যথেষ্ট অজুহাত আছে। যারা বুদ্ধি এবং জ্ঞানের অধিকারী তারা কি অন্যদের মত এই রকম করে না? তাই তাদের মনকে সংযত করার জন্য তাদের মনকে নিয়ন্ত্রণ করতে হবে। ভুলে যাওয়া এক রকম পাপ, অবহেলাও পাপের মধ্যে গণ্য। যদি আপনি অবহেলার অভ্যাস তৈরি করেন, তাহলে আপনি আপনার আত্মার পরিত্রাণকেও অবহেলা করবেন এবং অবশেষে আপনি দেখতে পাবেন ঈশ্বরের রাজ্যের জন্য আপনি প্রস্তুত নন। COLBen 343.2

    মহান সত্যের বিষয়গুলো ছোট বিষয়ের মধ্যে যুক্ত করতে হবে। প্রাত্যহিক জীবনে প্রতিটি ছোট ছোট কাজ গুরুত্বের সঙ্গে সম্পাদন করতে হবে। ঈশ্বরের বাক্যের সম্পূর্ণ বাধ্য থাকার মধ্য দিয়ে যে কোন মানুষ মহা যোগ্যতা এবং গুণের অধিকারী হতে পারবে। অনেকে মনে করে, যেহেতু তারা সরাসরি কোন ধর্মীয় কাজের সঙ্গে যুক্ত নয়, তাই তাদের জীবন ব্যর্থ ও অকার্যকর। তারা মনে করে যে, তাদের জীবনের কোন মূল্য নেই, কারণ তারা ঈশ্বরের রাজ্য বৃদ্ধির জন্য কিছুই করেন নি। কিন্তু এটি একটি ভুল। যদি তাদের যে কাজ তা অন্যরা অবশ্যই করতে পারে তাহলে তারা ঈশ্বরের মহা পরিবারে নিজেদের অকার্যকারী বলে অভিযুক্ত করতে পারে না। নম্রতাপূর্ণ দায়িত্ব অবজ্ঞাত হতে পারে না। যে কোন ন্যায় কাজ হল আশীর্বাদ এবং এই কাজে বিশ্বস্ততা প্রমাণ করে যে, সে খুব উঁচু দায়িত্বের জন্য যোগ্য। COLBen 343.3

    তাঁর কাজের জন্য নম্র হয়ে সম্পূর্ণ ভাবে তাঁর কাছে আত্মসমর্পণ করার অর্থ হল মহান কাজের জন্য ঈশ্বরের কাছে গ্রহণ যোগ্য হওয়া। আন্তরিকতাপূর্ণ এবং আনন্দপূর্ণ হৃদয় নিয়ে যে দান দেওয়া হয় তা ছোট হতে পারে না। COLBen 344.1

    আমরা যেই হই না কেন খ্রীষ্ট আমাদের এই আদেশ দিয়েছেন যেখানে যে দায়িদ্ব পালন করা উচিত, আমরা যেন তাই করি। যদি ক্ষেত্রটি বাড়িতে হয় তাহলে আগ্রহের সঙ্গে আন্তরিকভাবে কষ্ট করতে হবে বাড়িটি যেন হাসিখুশি এবং আনন্দপূর্ণ স্থান হয়। যদি আপনি একজন মা হয়ে থাকেন, তাহলে আপনার সন্তানদেরকে খ্রীষ্টের শিক্ষা দিন। এটি পুলপিটে পরিচর্যাকারীদের একটি দায়িত্বের মত ঈশ্বরের পক্ষে বাস্তবিক পক্ষে একটি গুরুত্বপূর্ণ কাজ। যদি আপনার দায়িত্ব হয় রান্নাঘরে, তাহলে যথার্থ ভাবে রান্না করার জন্য সচেষ্ট হন। আপনি যে খাবার প্রস্তুত করবেন তা যেন স্বাস্থ্যকর, পুষ্টিকর এবং রুচিসম্মত হয়। আপনার রান্নার জন্য খাবার প্রস্তুত করতে যেভাবে উৎকৃষ্ট উপাদান সমূহ ব্যবহার করছেন, আপনি মনে রাখবেন যে, আপনি সবচেয়ে ভাল চিন্তায় আপনার মন নিবিষ্ট করছেন। যদি আপনি জমি চাষের কাজ করেন অথবা অন্য কোন ব্যবসা, কিংবা অন্য কোন পেশায় নিয়োজিত থাকেন, আপনার ঐ কাজে সফলতার জন্য আন্তরিক ভাবে চেষ্টা করতে হবে। যে কাজ আপনি করছেন সে কাজে আপনি মনোনিবেশ করেন। আপনার সকল কাজে খ্রীষ্টকে প্রকাশ করুন। আপনার জায়গায় তিনি থাকলে যা করতেন আপনিও তাই করুন। COLBen 344.2

    আপনার তালন্ত যতই ছোট হোক, এর জন্য ঈশ্বরের একটি স্থান রয়েছে। সেই একটি তালন্ত বুদ্ধিপূর্বক ব্যবহার করলে নিশ্চয়ই এটি যে কাজে ব্যবহার করা হবে তা সঠিক ভাবে সম্পাদিত হবে। ছোট দায়িত্বে বিশ্বস্বতার দ্বারা আমরা যোগের কাজ করি এবং ঈশ্বর আমাদের জন্য গুণের পরিকল্পনার কাজ করেন। এই সব ছোট বিষয়গুলো তার কাজে অত্যন্ত মূল্যবান প্রভাবে পরিণত হবে।COLBen 344.3

    এই রকম ক্ষুদ্রতম দায়িত্ব সম্পাদনের মধ্য দিয়ে সোনার সুতার মত জীবন বিশ্বাসে দৌঁড়াতে হবে। তখন প্রাত্যহিক কাজগুলো খ্রীষ্ট জীবনকে বৃদ্ধি করার। আর তখন ক্রমাগত ভাবে দৃষ্টি থাকবে যীশুর দিকে। যীশুর জন্য আমাদের যে ভালবাসা তা আমাদের সকল বিষয়ে শক্তি যোগাবে যেন আমাদের দায়িত্বগুলো সুন্দর ভাবে সম্পাদন করতে পারি। এভাবে আমাদের তালন্তগুলো উপযুক্ত ভাবে ব্যবহারের মাধ্যমে সোনার শেকল দ্বারা উচ্চতর জগতের সংগে আমরা য্ক্তু থাকব। এটি হল প্রকৃত পবিত্রকরণ; কারণ ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী প্রকৃত বাধ্যতার দ্বারা প্রাত্যাহিক দায়িত্বপূর্ণ ভাবে সম্পাদনের মধ্যে পবিত্রকরণ নিহিত থাকে। COLBen 345.1

    কিন্তু অনেক খ্রীষ্টান আছেন যারা মহৎ কোন কাজ করবার জন্য অপেক্ষা করে থাকে, তারা কেবল অপেক্ষায় থাকে মহৎ কোন কাজের সুযোগ এলেই গ্রহণ করবে। কারণ তাদের উচ্চাকাঙ্খা চরিতার্থ করার জন্য তারা কোন যথেষ্ট বড় কোন পদ বা কাজ খুঁজে পান না। তারা তাদের প্রাত্যহিক জীবনে অতি সাধারণ দায়িত্ব বিশ্বস্তভাবে পালন করতে ব্যর্থ হয়। তাদের কাছে এই সব নিরস এবং আকর্ষণহীন বলে মনে হয়। এই ভাবে দিনের পর দিন তারা ঈশ্বরের কাছে তাদের বিশ্বস্ততা দেখার সুযোগ হাতছাড়া করে। তারা মহৎ কাজের জন্য যখন অপেক্ষা করে থাকে সময় তখন বয়ে যেতে থাকে, আর জীবনের উদ্দেশ্য অপূর্ণ থাকে, জীবনের কাজ থাকে অসম্পাদিত।COLBen 345.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents