Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

খ্রীষ্টের দৃষ্টান্তমূলক শিক্ষা

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    সময়

    আমাদের সময় ঈশ্বরের অধিকার ভুক্ত। প্রতিটি মুহূর্ত তাঁর এবং তাঁর গৌরবের জন্য। এই সময়কে উপযুক্তভাবে ব্যবহার করার ক্ষেত্রে আমাদের পবিত্র দায় দায়িত্ব রয়েছে। আমাদের সময় ছাড়া ঈশ্বর অন্য কোন তালন্ত দেন নি, যে তালন্তে তিনি আমাদের কাছ থেকে অত্যন্ত কঠিন হিসাব চাইবেন। COLBen 324.1

    সময়ের মূল্য গণনার বাইরে। খ্রীষ্ট প্রতিটি মুহূর্তকে অত্যন্ত মূল্যবান হিসেবে বিবেচনা করতেন। আমাদেরও একইভাবে সময়কে অত্যন্ত মূল্যবান হিসেবে বিবেচনা করা উচিত। আমাদের জীবনের সময় খুব অল্প। হয়তো তা আমরা অবহেলায় নষ্ট করছি। কিন্তু এই জগতে আমাদের পরীক্ষা কালের সময় খুব অল্প, যে সময়ের মধ্যে আমাদের অনন্ত জীবনের জন্য প্রস্তুতি নিতে পারি। আমাদের সময় নষ্ট করার মত কোন সুযোগ নেই, আমাদের আত্ম সুখে নিজেকে সঁপে দেয়ার মত সময় নেই, পাপের প্রশ্রয় দেবার জন্য সময় নেই। এখন আমাদের ভবিষ্যতের জন্য, অনন্ত জীবনের জন্য চরিত্রকে গঠন করব। আমরা এখন কঠোর বিচারের জন্য নিজেদের প্রস্তুত করব। COLBen 324.2

    মানুষ অনেক কষ্টে হয়তো তাদের জীবন যাত্রা শুরু করেছে, তবে তা শুরু করেছে মৃত্যুর জন্যই। কারণ প্রত্যেকের জীবনে মৃত্যু অবধারিত। মানুষ যদি অনন্ত জীবন লাভের বিষয়ে প্রকৃত জ্ঞান অর্জন করতে না পারে তাহলে তার সারা জীবনের অক্লান্ত এবং কঠোর পরিশ্রম হবে অর্থহীন। যে মানুষ তার জীবন যাত্রায় সময়ের মূল্য দেয় তার জন্য একটি সুবৃহৎ আবাসস্থল এবং একটি জীবন প্রস্তুত করে রাখা হবে, যা চিরকাল স্থায়ী, অবিনশ্বর। এটি অতি উত্তম যে, সে জন্ম গ্রহণ করেছিল। COLBen 324.3

    আমাদের পরামর্শ দেয়া হয়েছে এবং সতর্ক করা হয়েছে যেন আমরা সময় কিনে নিই। কিন্তু অবহেলায় যে সময় চলে যায় তা আর কখনো ফিরে পাওয়া যায় না। পিছনের একটি মুহূর্তকে আমরা আবার আমাদের কাছে ডেকে আনতে পারব না। আমাদের সময়কে একটি মাত্র উপায়ে আমরা কিনতে পারি এবং রক্ষা করতে পারি, তা হল আমাদের হাতে অবশিষ্ট যে সময় এখনও রয়েছে আমরা যেন পরিত্রাণের জন্য ঈশ্বরের যে মহা পরিকল্পনা রয়েছে, তা বাস্তবায়নের জন্য তাঁর সঙ্গে যুক্ত হয়ে ঐ সময়কে ব্যয় করি। COLBen 325.1

    যে তাঁর চরিত্রকে পরিবর্তন করতে পেরেছে, সে একটি অবস্থানে যেতে পারবে। সে হবে ঈশ্বরের পুত্রে পরিণত হয়েছে, রাজকীয় পরিবারের সদস্য, স্বর্গস্থরাজার সন্তান হয়েছে। সে স্বর্গদূতগণের সঙ্গী হওয়ার যোগ্যতা অর্জন করেছে। COLBen 325.2

    আমাদের সহমানবদের পরিত্রাণের জন্য পরিশ্রম করার সময় এখনই। অনেকে মনে করেন যদি তারা খ্রীষ্টের উদ্দেশে তাদের টাকা ব্যয় করেন, তাহলে তাঁর জন্য তাদের সব কিছু করা হয়ে গেছে। যে মহা মূল্যবান সময় তাদের হাতে রয়েছে যদি তা খ্রীষ্টের জন্য তারা ব্যয় করে, তাহলে তাদের ব্যক্তিগত কাজের হয়তো বা ক্ষতি হবে, তাতে অবনতি ঘটবে। কিন্তু এটি সকলের সুযোগ এবং দায়িত্ব, যারা সুস্থআছে এবং যাদের শক্তি ও সামর্থ রয়েচে তারা সকলেই যেন ঈশ্বরের কাজে অংশ গ্রহণ করার জন্য তৎপর হয়। সকলেই যেন খ্রীষ্টের জন্য আত্মা জয়ের কাজ করে। টাকা পয়সা দান করার মধ্য দিয়ে আত্মা জয় করা সম্ভব নয়। COLBen 325.3

    প্রতিটি মুহূর্তের চিরস্থায়ী পরিণতি রয়েছে। আমরা সৈনিকের মত দাঁড়িয়ে আছি মুহর্তের মধ্যে প্রস্তুত হয়ে যুদ্ধ ক্ষেত্রে যাবার জন্য, যেন এক মুহূর্তের নির্দেশে প্রস্তুত হয়ে আমরা কার্য ক্ষেত্রে যেতে পারি। এখনই আমাদের সুযোগ রয়েছে যেন আমরা সেই সব লোকদের কাছে জীবনের বাক্য তুলে ধরি যাদের তা প্রয়োজন আছে। কারণ এমন হতে পারে এর পর হয়তো আমরা তার কাছে জীবনের বাক্য তুলে ধরার মত আর কোন সুযোগ পাব না। ঈশ্বর হয়তো এই লোকটির মত বলতে পারেন, “অদ্য রাত্রিতেই তোমার প্রাণ তোমা হইতে দাবী করিয়া লওয়া যাইবে।” আমাদের অবহেলার কারণে হয়তো সে প্রস্তুত থাকবে না (লূক ১২:২০)। মহা বিচারের দিনে ঈশ্বরের কাছে কীভাবে আমরা আমাদের হিসেব প্রদান করব? COLBen 325.4

    অস্থায়ী এবং জাগতিক বিষয়ের মধ্যে ডুবে থেকে মানুষ জীবন অত্যন্ত জাঁকজমকপূর্ণ থাকতে চায়। চিরস্থায়ী লাভের বিষয়ের সাথে অতি ক্ষুদ্র বিষয়ের তুলনা করতে গিয়ে মানুষ কষ্টের একঘেয়েমি এবং উদ্বিগ্নতার মধ্যে থাকে। জীবনের এই অস্থায়ী বিষয়ের মধ্যে বাস করলেও ঈশ্বর আমাদের তাঁর সেবা করার জন্য ডেকেছেন। প্রকৃত ধর্মের যে অংশ তাতে অংশ নিয়ে কঠোর ভাবে পরিশ্রম করতে হবে, যেমন ঈশ্বর ভক্তির কাজ। বাইবেল অলসতাকে কোন ভাবেই অনুমোদন দেয় নি। এটি হল মহা অভিশাপ, যা আমাদের জগতকে আক্রান্ত করেছে। প্রতিটি পুরুষ এবং নারী যারা প্রকৃত ভাবে প্রভুকে বিশ্বাস করেছে, তাদের সকলকে পরিশ্রমী ও কার্যকারী হতে হবে। COLBen 326.1

    আমাদের জ্ঞান অর্জন এবং মানসিক আচরণের উত্তমতা নির্ভর করে আমাদের সময়ের উপযুক্ত ব্যবহার এবং এর উন্নতি সাধন করার উপর। বুদ্ধি বৃত্তির অনুশীলন দারিদ্রতা, নম্রতার অভাব, প্রতিকূল পারিপার্শ্বিক অবস্থার দ্বারা বাধাগ্রস্ত হওয়ার দরকার হয় না। মানুষ সময় ব্যয় করে তার ইচ্ছা অনুযায়ী। কিছু সময় এখানে আর কিছু সময় ওখানে, যা উদ্দেশ্যহীন কথাবার্তার মধ্য দিয়ে নষ্ট হয়। সকালের সময়টা প্রায়ই বিছানায় শুয়ে কেটে যায়। সময় ব্যয় হয় বাসে, ট্রেনে, ব্যক্তিগত গাড়িতে অথবা অন্য কোন গাড়িতে চড়ে ভ্রমণ করে, কিংবা কোন স্টেশনে যানবাহনের জন্য অপেক্ষা করে, আহারের সময়ের জন্য অপেক্ষা করে। যারা পূর্ব নির্ধারিত সময়ে উপস্থিত হওয়ার ব্যাপারে অত্যন্ত মন্থর, তাদের জন্য অপেক্ষা করে সময় নষ্ট হয় - যদি একটি বই হাতে থাকে এবং সময়ের অংশগুলো অধ্যয়নে উন্নতি সাধন করে, পাঠ করে অথবা যে কাজ এখনও অসমাপ্ত রয়েছে সেই বিষয়ে গভীর চিন্তা করে। এই সব কিছুর মধ্য দিয়ে সময় ব্যয় হয়। স্থির উদ্দেশ্য ও লক্ষ্য, কঠোর পরিশ্রমের মধ্যে নিবিষ্ট থাকা এবং সময়ের যত্নশীল মিতব্যয় মানুষকে জ্ঞান অর্জন এবং মানসিক শৃঙ্খলা অর্জন করতে সক্ষম করবে, যা প্রভাব এবং কার্যকারিতার যে কোন অবস্থার জন্য তাদের উপযুক্ত করবে। প্রত্যেক খ্রীষ্টিয়ানের দায়িত্ব হল শৃঙ্খলার মধ্য দিয়ে পরিপূর্ণ ভাবে ও অতি দ্রুত কাজ সম্পন্ন করার জন্য অভ্যস্ত হওয়া। যে কোন চরিত্রের কাজে মন্থরতা এবং বিশৃঙ্খলতার জন্য কোন অজুহাত দেয়া যাবে না। যখন কেউ কোন কাজে সব সময় ব্যাপৃত থাকে কিন্তু কখনোই তা সম্পন্ন করতে পারে না, এর কারণ হল সে কখনোই তার মন এবং অন্তর দিয়ে পরিশ্রম করার জন্য নিবিষ্ট থাকে নি। যে লোক সব কিছুতে মন্থর গতি এবং যে লোকের সব কাজে অসুবিধা হয় এবং সব কাজে ক্ষতির সম্মুখীন হয়, তাকে উপলব্ধি করতে হবে যে, এই সব ত্রুটিগুলো সংশোধন করা যায় এবং তা করতে হবে। তাকে গভীর ভাবে চিন্তা করে পরিকল্পনা করতে হবে যে, কীভাবে সময়কে ব্যবহার করে সবচেয়ে ভালো ফল লাভ করার ব্যাপারে নিশ্চিত হওয়া যায়। কেউ কেউ কৌশল এবং পদ্ধতির দ্বারা কোন কাজ পাঁচ ঘণ্টায় সম্পন্ন করে, যা অন্যরা সেই কাজ দশ ঘণ্টায় সম্পন্ন করে। কেউ কেউ আছে যারা সাংসারিক কাজে পরিশ্রম করে। তারা সব সময় কাজ করে না, কারণ তাদের অনেক কাজ করার থাকলেও সময় রক্ষা করার জন্য তারা পরিকল্পনা করে না। তারা তাদের মন্থর গতি এবং দেরিতে কাজ সম্পন্ন করার জন্য অনেক কাজ করার থাকলেও তা সম্পন্ন করতে পারে না। কিন্তু যারা এই সব অযথা সময় নষ্ট করা এবং ধীর গতিতে কাজ করার মনোভাবকে দূর করতে চায় তারা নিশ্চয়ই তা করতে সক্ষম হবে। তাদের কাজে নির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে। তাকে সিদ্ধান্ত নিতে হবে, যে কাজ তার করণীয় আছে তা কত সময়ের মধ্যে সে সম্পন্ন করতে পারবে। আর তখন সে নিরূপিত সময়ের মধ্যে কাজ করার জন্য কঠোরভাবে চেষ্টা করবে। তার ইচ্ছা শক্তির ব্যবহারের দ্বারা তার হাতকে সে দ্রুত চালাতে সক্ষম হবে। COLBen 326.2

    দৃঢ় সঙ্কল্পের অভাবের কারণে তারা কার্যকর হতে পারে না এবং নিজেদের সংশোধন করতে পারে না। এভাবে তারা ভুল কাজের পুনরাবৃত্তি ঘটবার মানুষে পরিণত হয়। অথবা তারা তাদের ক্ষমতা ব্যবহার করে যথাযথ ভাবে এবং সফলতার সঙ্গে কাজ করার জন্য সামর্থ্য লাভ করতে পারে। তখন তারা দেখতে পাবে যে, যে কোন জায়গায় এবং সব জায়গায় তাদের চাহিদা রয়েছে। তারা সকলের কাছে গ্রহণযোগ্য হবে। তারা বুঝবে যে, তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ এবং তারা নৈতিক উৎকর্ষ সম্পন্ন। অনেক ছোট ছোট ছেলে মেয়েরা এবং তরুণ তরুণীরা পরিবারের দায় দায়িত্ব পালন করতে গিয়ে সময় ব্যয় করে। আর এভাবে তারা দেখায় যে, বাবা মায়ের সঙ্গে তাদের ভালবাসার সম্পর্ক রয়েছে। তরুণরা তাদের শক্ত সমর্থ কাঁধে অনেক দায়িত্ব তুলে নিতে পারে যা কেউ কেউ অবশ্যই বহন করতে পারবে। COLBen 327.1

    প্রথম বছর থেকেই খ্রীষ্টের জীবন ছিল আন্তরিক ও নিষ্ঠাবান কর্মশীলতার জীবন। তিনি নিজেকে তুষ্ট করার জন্য জীবন যাপন করেন নি। তিনি অনাদি অনন্ত ঈশ্বরের পুত্র ছিলেন, তবুও তিনি তাঁর জাগতিক পিতা যোষেফের সঙ্গে কাঠমিস্ত্রি হিসেবে কাজ করেছিলেন। তাঁর কাজ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এই জগতে এসেছিলেন চরিত্র গঠনকারীরূপে এবং তাঁর সমস্ত কাজ ছিল খাঁটি। তাঁর সমস্ত পার্থিব কাজের মধ্যে তিনি চরিত্রের একই উৎকর্ষতাকে ব্যবহার করেছেন যা স্বর্গীয় ক্ষমতার মাধ্যমে তাঁর রূপান্তরিত হয়েছিল। তিনি আমাদের আদর্শ। COLBen 328.1

    পিতা মাতাকে তাদের সন্তানদের সময়ের মূল্য এবং এর ব্যবহার সম্পর্কে শিক্ষা দিতে হবে। তাদের শিক্ষা দিতে হবে যে, তাদের এমন কিছু করতে হবে যাতে ঈশ্বর গৌরবান্বিত হন, এবং মানুষ যাতে উপকৃত হয় এজন্য কঠোর পরিশ্রম করতে হবে। এমন কি তাদের শৈশব বয়স থেকেই তারা ঈশ্বরের জন্য তাঁর বাক্য প্রচারের কাজ করতে পারে। COLBen 328.2

    পিতা মাতা কোন বড় পাপ কাজ করবেন না, কারণ যখন ঐ একই পাপ তাদের সন্তানেরাও করবে তখন তাদের আর কিছুই করার থাকবে না। ছেলে মেয়েরা খুব তাড়াতাড়ি অলসতাকে ভালবাসতে শিখবে, তারা অপরিণামদর্শী, অকার্যকর পুরুষ এবং নারী হিসেবে গড়ে উঠবে। যখন তারা আরও বড় হবে, তাদের জীবন ধারণ করার জন্য উপার্জন করার প্রয়োজন হবে, তখন তারা চাকরি খুঁজবে। চাকরি পেলেও তারা পরিশ্রম করতে চাইবে না। তারা অলসের মত কাজ করবে। তথাপি যদি তারা বিশ্বস্ত হয় তাহলে তারা উপযুক্ত পারিশ্রমিক পাওয়ার জন্য প্রত্যাশা করতে পারবে। এই শ্রেণীর লোক এবং যারা উপলব্ধি করতে পেরেছে যে তাদের অবশ্যই বিশ্বস্ত ধনাধ্যক্ষ হতে হবে, তাদের মধ্যে বিশ্বব্যাপী একটি পার্থক্য রয়েছে। জাগতিক কাজের মধ্যে যে অলসতা এবং অমনোযোগিতার অভ্যাস প্রশ্রয় দিয়েছে তা ধর্মীয় জীবনে প্রবেশ করবে এবং ঈশ্বরের জন্য যে কোন কাজের ক্ষেত্রে সে অযোগ্য হবে। অনেকে আছেন যারা কঠোরভাবে পরিশ্রম করার মধ্য দিয়ে জগতের অনেক উপকার করতে পেরেছেন। আবার অনেকে আছে যারা তাদের অলসতার দ্বারা জগতের অনেক ক্ষতি সাধন করেছে। চাকরির অভাব এবং স্থির লক্ষ্য হাজার প্রলোভনের দরজা খুলে দেয়। দুষ্ট সঙ্গী এবং খারাপ অভ্যাস মন ও আত্মাকে নীতি ভ্রষ্ট করে। আর এর পরিণাম হল, এই জীবনের জন্য এবং পরবর্তী কালে যে জীবন আসবে তার ধ্বংস। COLBen 328.3

    যে কোন কাজ হোক, যে কাজেই আমরা নিযুক্ত থাকি না কেন, ঈশ্বরের বাক্য আমাদের শিক্ষা দেয়, “যত্নে শিথিল হইও না, আত্মায় উত্তপ্ত হও, প্রভুর দাসত্ব কর।” “তোমার হস্ত যে কোন কার্য করিতে পায়, তোমার শক্তির সহিত তাহা কর,” “কেননা তোমরা জান, প্রভু হইতে তোমরা দায়াধিকাররূপ প্রতিদান পাইবে।” রোমীয় ১২:১১; উপদেশক ৯:১০; কলসীয় ৩:২৪।COLBen 329.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents