Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

খ্রীষ্টীয় পরিচর্যা

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    নহিমনের জীবন থেকে শিক্ষা

    বিগত বছরগুলিতে , আমি আমাদের মিশনের কাজ এবং তার প্রগতি বন্ধুবান্ধব এবং প্রতিবেশীর কাছে উপস্থাপনার পক্ষে কথা বলেছি, এবং নহিমিয়ের দৃষ্টান্ত উল্লেখ করেছি। আর এখন আমি আমাদের ভাই ও বোনদের এই প্রার্থনাশীল, বিশ্বস্ত এবং বিচক্ষণ মানুষটির অভিজ্ঞতা নতুনভাবে অধ্যায়নের জন্য অনুরোধ করতে চাই, যিনি তার বন্ধু , রাজা অর্তক্ষস্তকে ঈশ্বরের কাজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য চাইতে সাহসী হয়েছিলেন। -Manuscript 2, “Consecrated Efforts to Reach Unbelievers,” June 5,1914.ChSBen 172.2

    সংগতিসম্পন্ন কাছে সংস্থানের আবেদন - প্রার্থনার লোক অবশ্যই কাজের লোক হবেন যারা এবং ইচ্ছুক, তারা কাজের উপায় এবং পথ অন্বেষণ করবেন। নহিমিয় অনিশ্চয়তার উপর নির্ভর করেন নি। যে সংস্থানগুলির তার অভাব ছিল সেগুলি যারা দিতে সক্ষম ছিলেন তাদের কাছে তিনি দেওয়ার আবেদন করেছিলেন। -The Southern Watchman, March 15,1904.ChSBen 172.3

    ক্ষমতার মাধ্যমে আগত কর্মভারের জন্য সাহস - নহিমিয় এবং অর্তক্ষস্ত মুখোমুখি দাড়িঁয়েছিলেন। একজন নিপীড়িত জনগোষ্ঠীর সেবক, অন্যজন বিশ্বের মহান সাম্রাজ্যের অধিপতি। কিন্তু পদমর্যাদার বৈষমের চেয়ে তাদের নৈতিক ব্যবধান ছিল অত্যন্ত বেশি যা তাদের আলাদা করেছিল । নহিমিয় রাজাদের রাজার আমন্ত্রণটি মান্য করেছিলেন, ” সে আমার শক্তি ধরে রাখুক,যাতে সে আমর সাথে শান্তি স্থাপন করতে পারে, এবং সে আমার সাথে শান্তি স্থাপন করবে।” তিনি স্বর্গে যে নীরব আবেদন প্রেরণ করেছিলেন তা বহু সপ্তাহ ধরে প্রেরণ করেছিলেন, যেন ঈশ্বর তার অনুরোধ্য গ্রাহ্য করেন। আর এখন, তার পক্ষে কাজ করার জন্য তার একজন ব›ধু সর্বজ্ঞ ও সর্বশক্তিমান আছেন ভেবে সাহস অবলম্বন করে ঈশ্বরের লোক রাজাকে তার রাজদরবার থেকে কিচু সময় মঞ্জুর করতে বলে তার ইচ্ছা প্রকাশ করেন, এবং যিরুশালেমের বর্জ্য স্থানগুলি গেথেঁ তুলে এটিকে আরও শক্তিশালী এবং সুরক্ষিত নগর হিসাবে গড়ে তোলবার অধিকার চান। ইহুদিদের শহর ও জাতির বিপুল পরিণাম এই একটি অনুরোধের জন্য স্থগিত ছিল। নহিমিয় বলেছিলেন, “তাহাতে আমার উপরে আমার ।ঈশ্বরের মঙ্গলময় হস্ত থাকার রাজা আমাকে সেই সমস্ত দিলেন।” -The Southern Watchman, March 8,1904.ChSBen 172.4

    সুরক্ষিত আধিকারিক অনুমোদন - তার (নহিমিয়ের) অনুরোধ রাজা এমন অনুক’লভাবে গ্রহণ করেছিলেন যে তিনি পরিকল্পনা বাস্তবায়নের জন্য এত সহায়তা করতে অনুপ্রাণিত হয়েছিলেন।তার মিশনকে মর্যাদা ও কর্তৃত্ব দেওয়ার পাশাপাশি যাত্রাপথে তাকে সুুরক্ষা দিতে তিনি সামরিক প্রহরার আয়োজন করেন। তিনি ইউফ্রেটিসের ওপারের রাজ্যে পালের চিঠি পান যেই অঞ্চল দিয়ে তাকে যিহুদীয়ায় আগমন করতে হবে, তাছাড়া তিনি লেবাননের পার্বত্য অঞ্চলের রাজার বনপালের একটি চিঠি পান,যাতে নহিমিয় যিরূশালেমে যে প্রাচীর এবং ভবনগুলি খাড়া করর প্রস্তাব করেছিলেন তার জন্য প্রয়োজনীয় কাঠ সজ্জিত করার নির্দেশ ছিল। যাতে তিনি তার কমিশনকে ছড়িয়ে গেছেন বলে কোন অভিযোগের সুযোগ পাওয়া না যায়, সেজন্য নহিমিয় তার কর্তৃত্ব এবং বিশেষাধিকার স্পষ্টভাবে সংঙ্গায়িত করার ব্যাপারে যত্নবান ছিলেন। -The Southern Watchman, March 15,1904.ChSBen 173.1

    তার গমনপথে প্রদেশের রাজ্যপালদের কাছে রাজকীয় পত্রগুলি নহিমীয়ের কাছে সম্মানজনক সংবর্ধনা এবং তাৎক্ষণিক নিরাপত্তা এবং কোন শত্রু পারস্যরাজার নিযুক্ত আধিকারিকের মর্যাদাহানি করতে সাহস পায়নি এবং প্রাদেশিক শাসকেরা তাকে উল্লেখযোগ্য সম্ভ্রম প্রদর্শন কেেরছিলেন। নহিমিয়ের যাত্রাটি ছিল নিরাপদ এবং সমৃদ্ধ। The Southern Watchman, March 22,1904.ChSBen 173.2

    বাধাবিপত্তির সম্মুখীন - জনৈক সামরিক রক্ষীর উপস্থিতিতে তার যিরূশালেমে আগমন প্রদর্শন করে যে তিনি কোন গুরুত্বপূর্ণ কাজে এসেছেন,আর তাতে ইস্রায়েলের শত্রুদের ঈর্ষা এবং ঘৃণা জাগ্রত হয়। যিরূশালেমের কাছাকাছি বসবাসকারী অন্যান্য জাতির লোকেরা ইহুদীদের বিরুদ্ধে তাদের পূর্বেকার জমানো সমুদয় আপমান ও আঘাত হানতে সাহস অবলম্বন করে। এই মন্দ কজের মধ্যে সর্বাগ্রে ছিলেন এই সকল গোত্রের কিছু প্রবীণ, হারোনীয় সনবল্লট, অম্মোনীয় টোবিয় এবং আরবী গেশম; এবং এ্ই সময় থেকে এই নেতৃগণ ঈর্ষার দৃষ্টিতে নহিমিয়ের গতিবিধি পর্যবেক্ষণ করছিলেন এবং তার পরিকল্পনা ব্যর্থ করতে এবং তার কাজকে বাদাগ্রস্ত করতে তাদের শক্তিতে সর্বাত্মক প্রচেষ্টা করেছিলেন। -The Southern Watchman, March 22,1904.ChSBen 173.3

    তারা সন্দেহের পরামর্শ দিয়ে এবং তাদের সাফল্যের বিষয়ে অবিশ্বাস জাগিয়ে শ্রমিকদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করেছিলেন। তারা নির্মাতাদের প্রচেষ্টাকেও উপহাস করেছিলেন, এই কর্মদ্যোগকে অসম্ভব বলে ঘোষণা করেছিলেন এবং একটি অসম্মানজনক ব্যর্থতার ভবিষ্যদ্বাণী করেছিলেন। ... শীঘ্রই প্রাচীর নির্মাতারা আরও সক্রিয় বিরোধীদের দ্বারা বিভ্রান্ত হয়েছিলেন। শত্রুর দূতগণ মিথ্যা গুজব রটনার মাধ্যমে তাদের শৌর্য নষ্ট করার চেষ্টা করেছিলেন; নহিমিয়কে তাদের শ্রমক্ষেত্রে টেনে আনতে বিভিন্ন অজুহাতে ষড়যন্ত্র করা হয়েছিল; এবং ভ্রান্তমনা ইহুদীরা বিশ্বাসঘাতক উদ্যোগকে সহায়তা করতে প্রস্তুত ছিলেন। শত্রুর দূতেরা ব›ধুত্বের ছল করে, নির্মাতাদের সঙ্গে মিশে গিয়েছিলেন, পরিকল্পনা বদলানোর পরামর্শ দিয়েছিলেন, শ্রমিকদের দৃষ্টি ঘোরাতে নানা কৌশল করেছিলেন , যাতে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে অবিশ্বাস ও সন্দেহ জাগ্রত হয়। -The Southern watchman, April 12,1904.ChSBen 174.1

    আজকের নেতারা একই প্রতিবন্ধকতার সম্মুখীন - ঈশ্বরের প্রজাদের ইতিহাসে এই সময়ে নহিমিয়ের অভিজ্ঞতার পুনরাবৃত্তি ঘটে। যারা সত্যের পক্ষে পরিশ্রম করেন তারা দেখবেন ওয শত্রুদের ক্রোধের উত্তেজনা ছাড়া এ যেন একান্ত অসম্ভব। যদিও তারা ঈশ্বরের ্আহ্বানে কাজে নিয়োজিত হয়েছেন এবং তিনি তাদের কর্মধারা অনুমোদন করেছেন, তথাপি তারা তিরস্কার এবং অবজ্ঞার হাত থেকে নিস্তার পেতে পারেন না। তারা স্বপ্নদর্শী , অবিশ্বাসী , মতলববাজ, কপটাচারী - সংক্ষেপে এই ধরনের তাদের শত্রুদের মনঃপূত সব রকমের বিশেষণের দ্বারা সমালোচিত হবেন। অধার্মিকদের আনন্দ দেওয়ার জন্য সর্বাধিক পবিত্র জিনিসগুলি একটি হাস্যকর আলোকে উপস্থাপন করা হবে। ঈর্ষা , হিংসা, অভক্তি , এবং ঘৃণার সঙ্গে অল্প পরিমাণ ব্যঙ্গ এবং হীনবুদ্ধিতা, মিশ্রিত হয়ে অপবিত্র উপহাসককে হর্ষোৎফুল্ল করে তোলে। এবং এই অহংকারী ঠাট্টাবাজরা পরস্পরের চাতুর্য তীক্ষ্ণ করে, এবং তাদের ধর্মহীন কাজে একে অপরকে সাহস জোগায়। অবজ্ঞা এবং উপহাস বাস্তবিকপক্ষে মানব প্রকৃতির জন্য বেদনাদায়ক, কিন্তু যারা ঈশ্বরের প্রকৃত সেবক তাদের অবশ্যই তা সহ্য করতে হবে। এটা প্রভুপ্রদত্ত কাজ সম্পাদন থেকে মানুষকে ফিরিয়ে আনার শয়তানের মোক্ষম ষড়যন্ত্র। -The Southern Watchman, April 12,1904.ChSBen 174.2

    অস্তুষ্ট বাহিনীর সমন্বয় - গোপনীয়তা এবং নীরবতায় , নহিমিয় তার প্রাচীরের বর্তনী গাথাঁ সম্পন্ন করেছিলেন। তিনি ঘোষনা করেছেন, “কিন্তু আমি কোন স্থানে গেলাম, কি করলাম তারা অধ্যক্ষেরা জ্ঞাত ছিল না, এবং তৎকাল পর্যন্ত আমি যিহূদীদিহকে কি যজকদিগকে কি প্রধান লোকদিগকে কি অধ্যক্ষদিগকে কি অন্য কর্মচারীদিগকে কাহাকে ও তাহা বরি নাই। ” এই বেদনাদায়ক সমক্ষিায় তিনি কোন বন্ধু কিম্বা শত্রুর দৃষ্টি আকর্ষণ করতে চননি, পাছে কোন উত্তেজনা সৃষ্টি হয়, এবং কাজের পরাজয় , অন্তত প্রতিবন্ধকতার প্রপাগান্ডা ছড়িয়ে পড়ে। নহিমিয় রাত্রির অবশিষ্ট অংশ প্রার্থনায় নিমগ্ন থাকেন, সকালেই তাকে তার নিস্তজ এবং দ্বিধাবিভক্ত দেশবাসীকে একত্রিত করার জন্য ঐকান্তিক প্রচেষ্টা করতে হবে। -The Southern Watchman, March 22,1904.ChSBen 175.1

    যদিও নহিমিয় নগরের দেওয়াল পুননির্মাণে পুরবাসীদের সহযোগিতা পাওয়ার রাজাদেশ পেয়েছিলেন, কিন্তু তিনি নিছক কর্তৃত্বের ব্যবহারে আস্তাশীল ছিলেন না। তিনি মানুষের আস্থা এবং সহনুবূতি অর্জন করতে চেয়েছিলেন, কারণ তিনি ভালোভবেই জানতেন যে হৃদয় এবং হাতের সমন্বয় তার গৃহীত মহৎ কাজের সাফল্যের জন্য অপরিহার্য। ChSBen 175.2

    পরের দিন সকালে তিনি যখন মানুষকে সমবেত করলেন, তিনি এমন যুক্তি উত্থাপন করলেন যে তাদের সুপ্ত শক্তি এবং ছন্নছাড়া সংখ্যা একত্রিত হল। এবং তাদের সামনে বিষয়টি সম্পূর্ণ রেখে তিনি দেখালেন যে তিনি পারস্যের মহারাজা এবং ইস্রায়েলের ঈশ্বরের যৌথ কর্তৃত্বে তৎপর হয়েছেন, নহিমিয় জনগনকে সরাসরি প্রশ্ন করেন যে তারা এই অনুকুল অনুষ্ঠানের সুবিধা নেবেন কিনা এবং তার সঙ্গে উঠে দেওয়াল গাথঁবে কিনা। এই আবেদন সরাসরি তাদের হৃদয়ে পৌছাঁয় ; তাদের প্রতি স্বর্গীয় আনুকুল্যে তাদের ভয় লজ্জায় পরিণত হয় । নতুন সাহস সঞ্চার করে তারা এককন্ঠে ধ্বনি তোলে, “এস, আমরা গোত্রোত্তান করি এবং নির্মাণ কার্যে যোগদান করি।” -The Southern Watchman, March 29,1904.ChSBen 175.3

    নহিমিয়ের পবিত্র শক্তি এবং উচ্চ্ প্রত্যাশা মানুষের কছে ব্যক্ত হয় তারা উদ্যম নেওয়ার সঙ্গে সঙ্গে তারা এক সময়ে তাদের নেতার নৈতিক স্তরে উন্নীত হন। প্রত্যেকে, এই কাজে তার ভাইকে শক্তিশালী এবং সুদৃঢ় করেন। -The Southern Watchman, March29,1904.ChSBen 175.4

    ইস্রায়েলের যাজকদের প্রথম প্রতিক্রিয়া - সর্বাগ্রে যারা নহিমিয়ের উদ্দীপনা এবং আন্তরিকতার আত্মাকে ধারণ করেছিলেন তারা হলেন ইস্রায়েলের যাজকগণ। তাদের প্রভাবশীল অবস্থান থেকে, এই লোকেরা কাজটির বিঘ্ন ঘটাতে কিম্বা এগিয়ে নিয়ে যেতে অনেক কিছু করতে পারবেন। তাদের প্রস্তুত একান্ত সহযোগিতা কাজের সাফল্যে কম অবদান রাখেনি। প্রত্যেকটা পবিত্র উদ্যেগে এমনটা হওয়া উচিত। যারা তাদের মণ্ডলীতে প্রভাবশীল এবং দায়িত্বপূর্ণ পদে অধিষ্ঠিত তাদরে ঈশ্বরের কাজে সর্বন্তঃকরণ হওয়া আবশ্যক। যদি তারা অনিচ্ছুকভাবে পা ফেলেন,অন্যেরা আদৌ নড়তে চাইবেন না। কিন্তু “তাদের উন্মাদনা অনেককেই আহ্বান করবে।” তাদের আলো যখন উজ্জ্বলরূপে জ্বলতে থাকবে তখন সেই শিখা থেকে হাজার মশাল জ্বলে উঠবে। -The Southern Watchman, April 5,1904.ChSBen 175.5

    সংগঠক হিসাবে নহিমিয় - সাধারণভাবে লোকেরা দেশপ্রেমে একপ্রাণ ও একাত্মা ছিল এবং আনন্দময় কার্যকলাপে গতিশীল ছিল। ক্ষমতা ও প্রভারশীল ব্যাক্তিরা বিভিন্ন শ্রেণির নাগরিককে ভিন্ন ভিন্ন সংস্থায় সংগঠিত করেছিলেন,প্রতিটি নেতা প্রাচীরের একটি নির্দিষ্ট অংশ তৈরির দায়িত্ব নিয়েছিলেন। জেরুজালেমের ভগ্ন প্রাচীরের উপর ব্যস্ত সংস্থাগুলির সুরেলাভাবে কাজ করার দৃশ্য ঈশ্বর এবং স্বর্গদূতদের কাছে মনোমুগ্ধকর , এবং সকালে” কাজ শুরুর পূর্ববর্তী ” যন্ত্রের ঠোকাঠুকির শব্দ খুবই আনন্দদায়ক। -The Southern Watchman, April 5,1904.ChSBen 176.1

    প্রকৃত নেতৃত্ব প্রদর্শন- নহিমিয়ের উদ্যম এবং শক্তি খর্ব হয়নি, আদপে কাজটি এখনই শুরু হয়েছিল ।তিনিভার বইতে পারবেন না ভেবে হাত গুটিয়ে বসেছিলেন না। অক্লান্ত সতর্কতার সাথে তিনি ক্রমাগত কাজের তদারকি করেছিলেন, কর্মীদের নির্দেশন দিয়েঠিলেন,প্রতিটি প্রতিবন্ধকতা লক্ষ্য করে এবং প্রতিটি জরুরি অবস্তার প্রতিবিধান করেছিলেন। তিন মাইল প্রাচীরের পুরার সীমানা জুড়ে তার প্রভার ধারাবাহিকভাবে অনুভ’ত হয়েছিল। সময়োচিত কথার সাহায্যে তিনি ভীতুদের উৎসাহিত করেছিলেন, অধ্যাবসায়ীকে অণুমোদন দিয়েছিলেন কিম্বা পিছিয়ে পড়া কর্মীদের জাগ্রত করেছিলেন।তিনি আবার শ্যেনদৃষ্টিতে তাদের শত্রুদের গতিবিধি লক্ষ করেছিলেন ,যারা একটু দূরে এক এক সময় জটলা করেছিল , মনে হচ্ছিন্ন যেন কোন অন্যায় পরিকল্পনা করচে, তৎক্ষণাৎ কর্মীদের কাছে গিয়ে তিনি তাদের মনোযোগ সরিয়ে দিতেন যাতে তারা অকাম কুকাম করতে না পারে। ChSBen 176.2

    যদিও প্রত্যেক কর্মীর চোখ প্রায়শই নহিমিয়ে দিকে তাকায়, তিনি যে সকল কাজ করতে প্রস্তুত , সেই কর্ম সমূহের সহান তত্ত্ববধায়ক ঈশ্বরে তার চক্ষু ও হৃদয় সমুন্নত। আর নিজের অন্তরে সাহস ও বিশ্বাস সুদৃঢ় রেখে নহিমিয় কথা বলেন এবং তার কথা সকল কর্মীর হৃদয়ে ধ্বনিত এবং প্রতিধ্বনিত হতে থাকে, “স্বর্গের ঈশ্বর ,তিনি আমাদের সফলতা দেবেন।” -The Southern Watchman, April 5,1904.ChSBen 176.3

    নহিমিয় এবং তার সঙ্গীরা কষ্ট করতে সংকুটিত হননি কিম্বা কঠোর পরিচর্যা থেকে নিজেদের অব্যাহতি দেননি। দিনে বা রাতে কখনও নয়, এমনকি ঘুমের জন্য প্রদত্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যেও তারা তাদের পোশাক খোলেন নি কিম্বা বর্ম সরিয়ে রাখেন নি। ” অতএব আমি, আমার ভ্রাতৃগণ,যুবকেরা ও আমার অনুবর্তী রক্ষকেরা কেহ বস্ত্র খুলিতেন না, প্রত্যেকে নিজ নিজ অস্ত্রসহ জলেন নিকটে যাইতাম।” -The Southern Watchman, April 26,1904.ChSBen 177.1

    প্রত্যেক ধর্মীয় আন্দোলনে বিরোধী প্রভাব - ইস্রায়েলের বহুসংখ্যক সভ্রান্ত এবং শাসকগণও আবিজাত্যের সঙ্গে তাদের কর্তব্য পালনে এগিয়ে আসেন; কিন্তু কিছুসংখ্যক ছিলেন তকোয়ীয় অভিজাতরা ” তাদের পালনকর্তার কাজে মাথা গলাননি।” যেখানে পরমপিতার পুস্তকে বিশ্বস্ত নির্মাতাদের সম্মানজনকভাবে উল্লেখ করা হয়েছে, সেখানে এই্ অলস দাসদের স্মৃতি লজ্জাজনক, এবং ভবিষ্যতের সমগ্র প্রজন্মের জন্য পারস্পরিক সতর্কতার নিদর্শন। ChSBen 177.2

    প্রতিটি ধর্মীয় আন্দোলনে কিছু মানুষ থাকবেন যারা অস্বীকার করেন না যে এটা ঈশ্বরের কাজ , কিন্তু তারা নিজেদের দূরে রাখবেন এবং কাজের অগ্রগতিতে কোন প্রয়াস করবেন না।অথচ এনারা তাদের স্বার্থপর আগ্রহপূর্ণ উদ্যোগগুলিতে সক্রিয় এবং উদ্যমশীল কর্মী উর্ধ্বলোকে রক্ষিত পরমেশ্বরের গ্রন্থটিকে স্মরণ করলে ভাল হত, যাতে আমাদের সমস্ত খুটিনানি কাজের কথা, লিটিবদ্ধ আছে। এই পুস্তকে কিছু বাদ নেই, কোন ভুল নাই, এবং এটি ধরেই আমাদের বিচার হবে। ঈশ্বরের পরিচর্যার প্রত্যেকটি সুযোগের অবহেলা বিশ্বস্ততার সঙ্গে জ্ঞাত করা হবে, এবং বিশ্বাস ও ভালবাসার বিনম্র কাজ অনন্তকালীন স্মরণিকা হয়ে থাকবে। -The Southern Watchman, April 5,1904.ChSBen 177.3

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents