Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

খ্রীষ্টীয় পরিচর্যা

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    ব্যক্তির প্রতি আহ্বান

    প্রত্যেক খ্রীষ্টিয়ানের জন্য একটি স্বতন্ত্র কাজ বরাদ্দ করা হয়েছে - The Southern Watchman, August 2. 1904. ChSBen 15.1

    ঈশ্বর চান প্রত্যেকেই যেন তাঁর দ্রাক্ষাক্ষেত্রের এক এক জন কর্মী হন। আপনার দায়িত্বে যে কাজ দেওয়া হয়েছে তাকে গ্রহণ করে বিশ্বস্ততার সঙ্গে তা সম্পূর্ণ করতে হবে। -The Bible Echo, June 10.1901.ChSBen 15.2

    আপনার প্রত্যেকে এক এক জন মিশনারি হলে, এই সময়ের বার্তা দ্রুতগতিতে সমুদয় দেশের প্রত্যেক জনগোষ্ঠী এবং জাতি এবং ভাষাভাষীর মধ্যে প্রচারিত হবে। - Testimonies for the Church 6:438ChSBen 15.3

    প্রতিটি প্রকৃত শিষ্য ধর্মপ্রচারক হিসাবে ঈশ্বরের রাজ্যে জন্মগ্রহণ করেন। যিনি জীবন্ত জন পান করেন তিনি জীবনের ফোয়ারা হয়ে যান। গ্রহীতা দাতা হয়ে ওঠে। আত্মায় যীশুর অনুগ্রহ মরুভূমিতে ঝর্ণার মতো সকলকে প্রাণবন্ত করে তোলে, এবং যারা মরণোদ্যত তাদের প্রাণে জীবন জল পানের আগ্রহ জাগ্রত করে। -The Desire of Ages, 195.ChSBen 15.4

    ঈশ্বর যাদের কাছে এই সময়ের জন্য সত্যের জ্ঞান প্রদান করেছেন তাদের প্রত্যেকের থেকে তিনি ব্যক্তিগত পরিচর্যা প্রত্যাশা করেন। বিদেশী ভূখন্ডে সকলেই প্রচারক হিসাবে যেতে পারে না, কিন্তু সকলেই তাদের পরিবার এবং প্রতিবেশীর মধ্যে প্রচারক হতে পারেন।-- Testimonies for the church, 9:30.ChSBen 15.5

    খ্রীষ্ট যখন তাঁর শিষ্যদের মহান আজ্ঞা দিয়েছিলেন তিনি তখন দিব্য সিংহাসন থেকে মাত্র কয়েক ধাপ দূরে অবস্থান করেছিলেন। তাঁর নামে বিশ্বাসী সকলকে প্রচারকের অন্তর্ভুক্ত করে তিনি বলেন, তোমরা সমস্ত পৃথিবীতে যাও এবং প্রত্যেক প্রাণীর কাছে সুসমাচার প্রচার কর। ঈশ্বরের শক্তি তাদের সহবর্তী ছিল।-- The Southern Watchman, September 20.1904.ChSBen 15.6

    যে নিজেকে খ্রীষ্টের বলে দাবি করে সে আজীবন আত্মা উদ্ধারের কাজে নিমগ্ন থাকবে। যে ঐশী অনুগ্রহ আমাদের দত্ত হয়েছে, আমাদের উপর যে জ্ঞানলোক বর্ষিত হয়েছে, এবং আবিষ্কৃত সত্যের সৌন্দর্য ও শক্তির জন্য আমরা জগতের কাছে ঋণী। -- Testimonies for the Church 4:53.ChSBen 15.7

    সর্বত্রই স্বতন্ত্র প্রচেষ্টার জন্য প্রতিষ্ঠানের কাজের বিকল্প একটি প্রবণতা দেখা যায়। মানবিক জ্ঞান একত্রীকরণ, কেন্দ্রীকরণ, মহান মণ্ডলী এবং প্রতিষ্ঠান গঠনে প্রবৃত্তি দেয়। বহুসংখ্যায় প্রতিষ্ঠান এবং সংস্থাগুলির দয়াশীল কাজ পরিহার করে; তারা আত্মমগ্ন ও অদম্য হয়ে ওঠে। ঈশ্বর এবং মানুষের প্রতি ভালবাসা মন থেকে উবে যায়। খ্রীষ্ট তাঁর অনুসারীদের প্রত্যেককে স্বতন্ত্র কাজের ভার দিয়েছেন-যে কাজ অন্যের দ্বারা সাধন করানো যায় না। অসুস্থ ও দরিদ্রদের সেবা, পতিতদের সুসমাচার প্রদান, সমিতি বা দাতব্য সংগঠনের হাতে ছেড়ে দেওয়া উচিত নয়। ব্যক্তিগত দায়িত্ব, ব্যক্তিগত প্রচেষ্টা ও ব্যক্তিগত ত্যাগ, সুসমাচারের দাবি।-- The Ministry of Healing, 147.ChSBen 15.8

    যারা ঐশ্বিরিক আলো পেয়েছেন তারা জীবনের আলো না দেখা মানুষের পথ আলোকিত করবেন। - The Desire of Ages, 152.ChSBen 16.1

    সকলের জন্য কাজ বরাদ্দ হয়েছে, আর একে অপরের পরিবতর্ন হতে পারে না। প্রত্যেকেরই চমৎকার গুরুত্বের একটি কর্ম আছে, যা তিনি অবহেলা বা অগ্রাহ্য করতে পারেন না, এই কর্ম সাধিত হলে কোন প্রাণের মঙ্গল ঘটে এবং অবহেলিত হলে কোন প্রাণের সর্বনাশ হয় যার জন্য খ্রীষ্ট জীবন দিয়েছিলেন। - The Review and Herald, December 12.1893.ChSBen 16.2

    আমাদের সকলেরই ঈশ্বরের সঙ্গে একযোগে কাজ করা উচিত। কোন অলস তাঁর দাস হিসেবে স্বীকৃতি পায় না। মণ্ডলীর সদস্যদের পৃথকভাবে মনে করা আবশ্যক যে মণ্ডলীর জীবন এবং সমৃদ্ধি তাদের কর্মের মাধ্যমে প্রভাবিত হয়। - The Review and Herald, December 12.1893.ChSBen 16.3

    খ্রীষ্ট যে সমস্ত আত্মাকে উদ্ধার করেছেন তাদের প্রত্যেককে হারিয়ে যাওয়া লোকদের রক্ষার জন্য তাঁর নামে কাজ করবার আহ্বান জানানো হয়েছে। এই কাজ ইস্রায়েলে অবহেলিত ছিল। আজ যারা খ্রীষ্টের অনুসারী বলে পরিচয় দেয় তারাও কি এই কাজকে আজ অবহেলা করে না?-- Christ’s Object Lessons, 191.ChSBen 16.4

    প্রত্যেকের জন্য কিছু করার আছে। যে আত্মা সত্যকে বিশ্বাস করে, যে নিজের জায়গা এবং স্থানে দাঁড়িয়ে বলে, “আমি এখানে আছি; আমাকে পাঠান। যিশাইয় ৬ঃ৮-- Testimonies for the church 6:49.ChSBen 16.5

    প্রতিটি খ্রীষ্টানের বিশেষত্ব কেবল অনুসন্ধান করা নয়, বরং আমাদের প্রভু যীশু খ্রীষ্টের আগমনকে ত্বরান্বিত করা।-- Christ’s Object Lessons,69.ChSBen 16.6

    যিনি ঈশ্বরের সন্তান হবেন তার এখন জগৎকে উদ্ধারার্থে নিজেকে শিকলের আংটা হিসাবে বিবেচনা করা উচিৎ, খ্রীষ্টের সঙ্গে তাঁর করুণা পরিকল্পনার সহযাত্রী হয়ে পতিতদের অন্বেষণ করে তাদের মুক্ত করতে হবে। -- The Ministry of Healing, 105.ChSBen 16.7

    সকলেই কিছু করতে পারেন। কেউ যেন মনে না করেন যে খ্রীষ্টের জন্য শ্রম দেওয়ার কোন সুযোগ নাই। ত্রাণকর্তা মানবতার প্রত্যেক সন্তানের সঙ্গে নিজেকে চিহ্নিত করেন। -- The Ministry of Healing, 104.ChSBen 16.8

    যারা প্রভুর সাথে সেবার চুক্তিতে ঐক্যবদ্ধ হয়েছেন তারা আত্মা উদ্ধারের মহান, অনবাদ্য কাজে তাঁর সঙ্গে একত্রিত থাকার জন্য চুক্তিবদ্ধ। -- Testimonies for the Church 7:19.ChSBen 16.9

    এত সুবিশাল ক্ষেত্র, এত ব্যাপক নকশা যে প্রতিটি পবিত্র হৃদয় দিব্য শক্তির যন্ত্র হিসাবে কাজ করতে তৎপর হবে। -- Testimonies for the Church 9:47.ChSBen 17.1

    মানুষ ঈশ্বরের হাতে যন্ত্রস্বরূপ, তাঁর অনুগ্রহ ও করুণার উদ্দেশ্যগুলি সম্পন্ন করার উদ্দেশ্য নিযুক্ত। প্রত্যেকের কাজের ভূমিকা আছে, প্রত্যেককে কিছু পরিমাণে আলোক প্রদান করা হয়েছে, প্রত্যেককেই তার সময়ের প্রয়োজনীয়তার সঙ্গে খাপ খাইয়ে প্রদত্ত হয়েছে এবং ঈশ্বর তাকে যে কাজ দিয়েছেন সেটা সম্পন্ন করার পক্ষে সেটা যথেষ্ট। -- The Great Controversy, 343.ChSBen 17.2

    ঈশ্বর দীর্ঘ সময় ধরে মণ্ডলীর সার্বিক পরিষেবার চেতনা উম্মেষের জন্য অপেক্ষা করে আছেন, যেন প্রত্যেকে তার নিজ সামর্থ অনুসারে তার পক্ষে কাজ করতে পারেন। -- The Acts of the Apostles, 111.ChSBen 17.3

    যখন তিনি বারো জনকে এবং তারপরে সত্তর জনকে প্রেরণ করলেন ঈশ্বরের রাজ্য ঘোষণার জন্য তিনি তাদের জানিয়েছিলেন তাদের শেখা কর্তব্যকর্ম অন্যদের জ্ঞাত করতে। তাঁর সমস্ত কাজে, তিনি তাদের পৃথক শ্রমের জন্য প্রশিক্ষণ দিয়েছিলেন, তাদের সংখ্যা বাড়ার সাথে সাথে যেন কাজটি জগতের সমুদয় অংশে সম্প্রসারিত হয়। -- The Acts of the Apostles, 32.ChSBen 17.4

    এই কার্যভার সম্পূর্ণ করার দায়িত্ব শুধুমাত্র নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের উপরেই অর্পিত হয়নি। খ্রীষ্টকে গ্রহণকারী প্রত্যেককেই তার সহমাবদের মুক্তির জন্য কাজ করতে আহ্বান জানানো হয়েছে। -- The Acts of the Apostles, 110.ChSBen 17.5

    মণ্ডলীর আসল প্রকৃতি পরিমাপ করা হয় চার্চের উচ্চ পদ কিম্বা মণ্ডলীর তালিকাভুক্ত নামের মাধ্যমে নয়, বরং মণ্ডলী প্রভুর জন্য যা করেছে, অর্থাৎ তার অধ্যবসায়ী ও বিশ্বস্ত কর্মীদের সংখ্যার দ্বারা। ব্যক্তিগত আগ্রহ এবং জাগ্রত স্বতন্ত্র প্রচেষ্টা উপদেশ ও ধর্মসূত্রের চেয়ে খ্রীষ্টের উদ্দেশ্য আরও বেশি মাত্রায় পূরণ করবে।- The Review and Herald, September 6, 1881.ChSBen 17.6

    যেখানেই কোন মণ্ডলী প্রতিষ্ঠিত হয়, সেখানের সকল সদস্যকেই সক্রিয় প্রচারকার্যে নিযুক্ত রাখা উচিত। তাদের আশেপাশের প্রতিটি পরিবার পরিদর্শন করে তাদের আত্মিক অবস্থা জানা আবশ্যক। - Testimonies for the Church, 6:296.ChSBen 17.7

    মণ্ডলীর সকল সদস্যকে বিদেশে কাজ করার জন্য আহবান করা হয়নি, কিন্তু জগতে আলো দেওয়ার ক্ষেত্রে সকলেরই এই মহৎ কাজে বিশেষ ভুমিকা আছে। খ্রীষ্টের সুসমাচার উদ্যোগপূর্ণ এবং প্রচারশীল। ChSBen 17.8

    ঈশ্বরের দিনে নিজের স্বার্থপরতায় আবদ্ধ থাকার জন্য কাউকেই রেহাই দেওয়া হবে না। প্রতিটি মনের জন্য এবং প্রতিটি হাতের জন্য কাজ আছে। বিভিন্ন ধরনের কাজ রয়েছে, যা ভিন্ন ভিন্ন এবং সক্ষমতার সঙ্গে খাপ যায়। -- Historical Sketches, 291, 292.ChSBen 18.1

    তিনি আপনাকে পবিত্র সত্যে অভিষিক্ত করেছেন; খ্রীষ্ট মণ্ডলীর প্রত্যেক সদস্যের মধ্য থেকে তাকে অনন্ত জীবনের জলস্রোতে পরিণত করেন। আপনি যদি সম্ভাব্য সমস্ত প্রচেষ্টার সঙ্গে এই জীবনজলকে অন্যের কাছে পৌছে না দেন তাহলে ঈশ্বরের সামনে আপনি দোষী সাব্যস্ত হবেন। -- Historical Sketches, 291.ChSBen 18.2

    খ্রীষ্টীয় হিসাবে, খ্রীষ্টে আত্মা জয়ের কাজ আমরা বিশ ভাগের এক ভাগও করছি না। সতর্ক করার মতো একটি বিশ্বজগৎ রয়েছে, এবং প্রতিটি অকৃত্রিম খ্রীষ্টবিশ্বাসী অন্যদের কাছে বিশ্বস্ততা, ক্রুশবহন, তাৎক্ষণিক ও জোরালো প্রতিক্রিয়ায় সত্যের পক্ষে নিরবচ্ছিন্ন বিশ্বস্ততায় এবং আত্মত্যাগ ও শ্রম দিয়ে পথ প্রদর্শক ও দৃষ্টান্তস্বরূপ ঈশ্বরের কাজকে এগিয়ে নিয়ে যাবেন। -- The Review and Herald, August 23, 1881.ChSBen 18.3

    তার সুযোগগুলি যতই প্রসারিত হয়েছে, প্রত্যেকেই লাভ করেছে একই দায়িত্বপূর্ণ সত্যের আলো, যেমন ইস্রায়েলের ভাববাদীর কাছে এই কথা এসেছিল “মনুষ্য সন্তান, আমি তোমাকে ইস্রায়েল পরিবারের প্রহরী করেছি; সতরাং তুমি আমার মুখের বাক্য শোন এবং আমার কাছ থেকে তাদের সাবধান করে দাও।” -- Testimonies for the Church 9:19, 20.ChSBen 18.4

    যারা তাঁর অনুগ্রহের অংশীদার হন, তাদের জন্য প্রভু অন্যদের উদ্দেশ্যে একটি কাজ নির্ধারণ করেন। স্বতন্ত্রভাবে আমাদের জায়গায় ও স্থানে দাঁড়িয়ে বলতে হবে, “এই যে আমি, আমাকে পাঠাও।” বাক্য প্রচারক, মিশনারি নার্স, খ্রীষ্টান চিকিৎসক, স্বতন্ত্র খ্রীষ্টান, তিনি ব্যবসায়ী বা কৃষক, পেশাদার মানুষ বা কারিগর - দায়িত্ব সকলের উপরেই বর্তায়। মানুষের কাছে তাদের পরিত্রাণের সুসমাচারটি ব্যক্ত করাই আমাদের কাজ। আমরা যে সকল উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সেগুলি যেন এই লক্ষ্যের মাধ্যম হয়। -- The Ministry of Healing, 148.ChSBen 18.5

    বাড়ির কর্তা তার দাসদের ডেকে প্রত্যেককে তার কাজের দায়িত্ব প্রদান করেন। ঈশ্বরের পুরো পরিবারকেই তাদের প্রভুর মালপত্র ব্যবহারের দায়িত্ব দেওয়া হয়। প্রত্যেক ব্যক্তি, সবচেয়ে হীন এবং অখ্যাত থেকে সবচেয়ে বড় এবং পরাক্রমী পর্যন্ত, সকলেই দায়িত্বসম্পন্ন নৈতিক প্রতিনিধি, যেজন্য তিনি ঈশ্বরের কাছে দায়বদ্ধ। -- The Bible Echo, June 10, 1901.ChSBen 18.6

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents