Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

খ্রীষ্টীয় পরিচর্যা

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    হতাশার প্রতিবিধান

    প্রভুর দাসগণ সর্ব প্রকারের হতাশার প্রত্যাশা করতে পারেন। তারা পরীক্ষিত হবেন, কেবল, শক্রদের ক্রোধ, ঘৃণা, এবং নিষ্ঠুরতার জন্যই নয়, কিন্তু তাদের বন্ধুবান্ধব এবং সহযোগীদের অসহিষ্ণুতা, অসামঞ্জস্যতা, আগ্রহশূন্যতা এবং বিশ্বাসঘাতকতার জন্য। ... এমনকি কিছু লোক যাদের ঈশ্বরের কাজের অগ্রগতির আকাঙ্ক্ষী বলে মনে হয়, তথাপি তারা তাঁর দাসগণের হাত দুর্বল করেন কান কথা শুনে, অভিযোগ জানিয়ে, এবং তাদের বিপক্ষদের নিন্দা, অহংকার এবং ঘৃণার অর্ধেকটা বিশ্বাস করে। ... প্রবল নহিমিয় ঈশরকে অবলম্বন করেন, আর এখানেই আমাদের নিরাপত্তা। প্রভু আমাদের জন্য যা করেছেন তা একবার স্মরণই সমুদয় বিপদের সহযোগিতার অকাট্য প্রমাণ। “যিনি নিজ পুত্রের প্রতি মমতা করিলেন না, কিন্তু আমাদের সকলের নিমিত্ত তাঁহাকে সমর্পণ করিলেন, তিনি কি তাঁহার সহিত সমস্তই আমাদিগকে অনুগ্রহপূর্বই দান করিবেন না?” এবং ঈশ্বর যখন আমাদের সপক্ষ, তখন আমাদের বিপক্ষ কে?” তৎসত্ত্বেও শয়তান এবং তার এজেন্টদের চক্রান্তের পটভূমি স্থাপিত হবে, ঈশ্বর সেগুলিকে শনাক্ত করতে পারেন, এবং তাদের সমস্ত শলাপরামর্শ ব্যর্থ করে দিতে পারেন। -- The Southern Watchman, April 19,1904.ChSBen 239.3

    যারা সংঘাতের পুরোভাগে দণ্ডায়মান হবেন, তারা পবিত্র আত্মার দ্বারা একটি বিশেষ কাজ করতে অনুপ্রাণিত হবেন, এবং চাপ অপসারিত হলে প্রায়শই প্রতিক্রিয়া অনুভব করবেন। হতাশা সবচাইতে বীরত্বপূর্ণ বিশ্বাসের ভিতকেও নাড়াতে পারে এবং এবং সবচেয়ে সুদৃঢ় ইচ্ছাশক্তিকে দুর্বল করে দিতে পারে। কিন্তু ঈশ্বর বোঝেন এবং তথাপি করুণা করেন ও ভালবাসেন। তিনি মনোভাব এবং হৃদয়ের সংকল্প পাঠ করেন। ধৈর্য ধরে অপেক্ষা করা, যখন সমস্ত কিছু অন্ধকার দেখায় বিশ্বাস রাখা, ঈশ্বরের কাজের নেতৃবৃন্দদের শিক্ষণীয় বিষয়। তাদের বিপদের দিনে স্বর্গ তাদের ব্যর্থ করবে না। যে আত্মা তার রিক্ততা অনুভব করে এবং পরমেশ্বরের উপর পুরোপুরি বিশ্বাস করে, তার চেয়ে আপাতদৃষ্টিতে অসহায়, তথাপি অপরাজেয় কিছুই নাই। -- Prophets and Kings, 174, 175.ChSBen 240.1

    প্রভু সৈন্যদের ডাকেন যারা ব্যর্থ হন না বা নিরুৎসাহিত হবেন না, কিন্তু তারা কাজটিকে তার অসন্তোষজনক বৈশিষ্ট্য সমেত গ্রহণ করবেন। তিনি আমাদের সকলকে খ্রীষ্টের আদর্শে গড়ে তুলবেন। -- The Review and Herald, July 17,1894.ChSBen 240.2

    পৌল এবং তার সহকর্মীরা যাদের মধ্যে পরিশ্রম করেছিলেন তাদের চেয়ে, বর্তমানে যারা অপ্রিয় সত্যকলাপ শিক্ষা দেন তাদের নিরুৎসাহিত হওয়ার দরকার নেই, যদি তারা খ্রীষ্টান বলে দাবি করেন এমন ব্যক্তিদের থেকেও কোন কোন সময় অনুকূল অভ্যর্থনা না পান। ক্রুশের বার্তাবাহকদের অব্যশই নিজেদের সজাগতা এবং প্রার্থনা সহকারে সজ্জিত থাকতে হবে, এবং বিশ্বাস ও সাহস নিয়ে চলতে হবে যীশুর নামে সর্বদা কাজ করে যেতে হবে। -- The Acts of the Apostles, 230.ChSBen 240.3

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents