Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

খ্রীষ্টীয় পরিচর্যা

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    স্বর্গের নিবন্ধগ্রস্থ

    বিশ্বের প্রয়োজন মিশনারিদের, গৃহ মিশনারিদের, এবং স্বর্গীয় গ্রন্থগুলিতে কেউ মিশনারি হিসাবে নিবন্ধিত হবে না যার মিশনারি চেতনা নাই। -The Review and Herald, August 23, 1892.ChSBen 90.4

    মণ্ডলীর সদস্যেরা যদি পৃথকভাবে এই কাজের দায়িত্ব গ্রহণ না করেন, তাহলে তারা প্রদর্শন করবেন যে ঈশ্বরের সঙ্গে তাদের সরাসরি কোন যোগাযোগ নাই। তাদের নাম অলস দাস হিসাবে নথিভুক্তি রয়েছে। -Testimonies for the Church 5:462, 463.ChSBen 90.5

    প্রতিটি ধর্মীয় আন্দোলনে এমন কিছু মানুষ রয়েছেন যারা অস্বীকার করতে পারেন না যে ঈশ্বরই কারণের কারণ, তথাপি তারা নিজেদের নির্লিপ্ত রেখে সাহায্য করার জন্য কোন প্রচেষ্টা করতে অস্বীকৃতি জানান। এই জাতীয় ব্যক্তির পক্ষে উচ্চস্থানে রক্ষিত রেকর্ডটি স্মরণে রাখা ভাল Ñ এই পুস্তকে কিছুই বাদ পড়েনি, কোনও ভুল নাই, এবং এর মাধ্যমেই তারা বিচারিত হবেন। সেখানে ঈশ্বরের পরিচর্যার প্রতিটি অবহেলিত সুযোগ লিপিবদ্ধ আছে; এবং সেখানেও বিশ্বাস ও ভালবাসার প্রতিটি কাজ চিরন্তন স্মরণে পালিত হয়। -Prophets and Kings, 639.ChSBen 90.6

    ১৮৭৯ সালের ২৩ শে অক্টোবর, প্রায় তখন দুটো বাজে, প্রভুর আত্মা আমার উপরে অধিষ্ঠিত হলেন এবং আমি আসন্ন বিচারের দৃশ্যপট দেখতে পেলাম। ... প্রকণ্ড সিংহাসনের সামনে, যার উপর রাজকীয় প্রতাপে এক ব্যক্তি বসেছিলেন, অযুত লোক সমবেত হয়েছিল। তাঁর সামনে বেশ কয়েকটি বই ছিল, এবং প্রত্যেক প্রচ্ছদের উপর স্বর্ণাক্ষরে লেখা ছিল, যা জ্বলন্ত অগ্নিশিখার তুল্য, “দিব্য খতিয়ান।” এর একটি বইয়ে সত্যের প্রতি বিশ্বাসী বলে দাবিকারীদের নাম লিখিত ছিল, এবং সেটি খোলা হল। তৎক্ষণাৎ সিংহাসনের নিকটস্থ নিযুত নিযুত অগণিত লোক আমার দৃষ্টি থেকে অদৃশ্য হল, এবং যারা আলো ও সত্যের সন্তানরূপে অভিহিত হয়েছিলেন তারাই আমরা দৃষ্টি আকর্ষণ করলেন। ...ChSBen 91.1

    আর একটি পুস্তক খোলা হয়েছিল, যেখানে সত্যের ধারক বাহক হিসাবে রটিতদের পাপসমূহ লিপিবদ্ধ ছিল। স্বার্থপরতার মূল পাপের শিরোণামের অন্তর্গত ছিল অপরাপর পাপগুলি। ... একটি শ্রেনী ক্ষেত্রের বিঘ্ন-সৃষ্টিকারী হিসাবে উল্লেখিত ছিল। বিচারকের তীক্ষ্ণ দৃষ্টি যখন এগুলিতে পড়ল, তাদের অবহেলা পাপ সকল স্পষ্টভাবে প্রকাশিত হল। ফ্যাকাসে মুখ, কম্পিত ঠোঁটে তারা স্বীকার করেছিল যে তারা তাদের পবিত্র জিম্মায় বিশ্বাসঘাতকতা করেছে। সর্তকবাণী এবং সুযোগসুবিধা তারা পেয়েছিল কিন্তু তারা তাতে মনোযোগ দেয়নি। তারা দেখতে পায়নি যে ঈশ্বরের করুণার বিষয়ে তাদের আন্দাজ ছিল বড্ড বেশি। সত্যসত্যই, নীতিহীন ও মূলত দুর্নীতিগ্রস্ত হওয়ার মতো কিছু তাদের স্বীকারোক্তিতে ছিল না; কিন্তু ডুমুর গাছের মতো তারা অভিশপ্ত হয়েছিল কারণ তাদের কোন ফল ছিলনা, কেননা তারা তাদের প্রাপ্ত প্রতিভার ব্যবহার করেনি। এই শ্রেণীর ব্যক্তিরা কেবল স্বার্থলোভে কাজ করে নিজেকে শ্রেষ্ঠ প্রতিপন্ন করে। ঈশ্বরের কাছে তারা ধনী নয়, তাদের উপর তাঁর দাবির প্রতি তাদের কোন সাড়া নাই। তারা যদিও নিজেদের খ্রীষ্টের দাস বলে দাবি করে তারা কোন আত্মাকে তাঁর সান্নিধ্যে নিয়ে আসেনি। ঈশ্বরের উদ্দেশ্য তাদের প্রচেষ্টার উপর নির্ভরশীল থাকলে, এটা নিস্তেজ হয়ে পড়ত; কারণ তারা কেবল ঈশ্বরের পন্থাকেই আটকায় নি, নিজেদেরকেও অবরুদ্ধ করেছে। ... তারা অন্যদের মনিবের দ্রাক্ষাক্ষেত্রে কাজের অনুমতি দিয়েছিল এবং আরও গুরুতর দায়িত্ব তাদের উপর চাপিয়েছিল, অথচ নিজেরা স্বার্থপরভাবে নিজেদের লৌকিক স্বার্থে নিমগ্ন ছিল।...ChSBen 91.2

    বিচারকর্তা বললেন, “সকলেই তাদের বিশ্বাস দ্বারা ধার্মিক গণ্য হবে, এবং তাদের কাজের দ্বারা বিচারিত হবে।” তাদের অবহেলা স্পষ্টরূপে ব্যক্ত হল, এবং ঈশ্বরের উদ্দেশ্য পূরণের কাজে প্রত্যেকের প্রতিবেশীদের রক্ষা করার ঐশী আয়োজন কতই না বিজ্ঞতাপূর্ণ ছিল। প্রত্যেককেই তার পরিবার এবং আশপাশের এলাকায় জীবন্ত বিশ্বাস প্রদর্শন করতে হবে, দরিদ্রের প্রতি দয়া দেখিয়ে, পীড়িতদের সহনাভূতি প্রদর্শন করে এবং ঈশ্বরের পথে তার সংস্খানের মাধ্যমে সাহায্য করে। কিন্তু, মোরোজের মতো, তারা যা করেনি তার জন্যও তাদের উপরে ছিল ঈশ্বরের অভিশাপ। তারা সেই কাজকে ভালবেসেছিল যা ইহজীবনের পক্ষে সবচেয়ে লাভদায়ক; এবং ভালো কাজের হিসাবের খাতায় তাদের নামের বিপরীতে ছিল মর্মান্তিক শূণ্যস্থান। -Testimonies for the Church 4:384-386.ChSBen 91.3