Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

খ্রীষ্টীয় পরিচর্যা

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    খ্রীষ্টান সেবাকর্যে নতুনদের উসাহ

    সবচেয়ে সফল হচ্ছেন তারা যারা সামান্য ছোটখাটো জিনিসকেও সানন্দে ঈশ্বরের সেবাকার্য হিসেবে গ্রহন করেন। প্রতিটি মানুষকে তার জীবন-সূত্র ধরে কাজ করতে হবে, বস্ত্রের প্যাটার্নটি সম্পূর্ন কারতে সহায়তা করার জন্য এর ঠাস বুনট প্রয়োজন। -Testimonies for the Church 6:115. ChSBen 102.1

    আমাদের দৈনন্দিন কর্তব্যকর্ম নিষ্ঠা সহকারে সাধনের মাধ্যমে তার উপযোগিতা প্রতিনিয়ত বৃদ্ধি করতে হবে, কারণ আমরা আমাদের কাজকে অনন্তকালীন আলোয় দেখি। -Testimonies for the Church 9:150.ChSBen 102.2

    প্রভুর মহান পরিকল্পনায় প্রত্যেকের একটি স্থান আছে। যে প্রতিভার প্রয়োজন হয় না তা প্রদান করা হয় না। - Testimonies for the Church 9: 37. ChSBen 102.3

    স্বর্গের চিরন্তন পরিকল্পনার প্রত্যেকের জায়গা রয়েছে, প্রত্যেককে আত্মাগুলির মুক্তির জন্য খ্রীষ্টের সঙ্গে একযোগে কাজ করতে হবে। আামদের জন্য ঈশ্বরের পক্ষে কাজ করার যে বিশেষ স্থান পৃথিবীতে নির্ধারিত হয়েছে, তার চেয়ে স্বর্গীয় প্রাসাদে আমাদের জন্য প্রস্তুত জায়গাটি বেশি নিশ্চিত নয়। -Christ’s Object Lessons, 326, 327. ChSBen 102.4

    প্রভু তাঁর সমস্ত লোকদের উপরে দৃষ্টি রেখেছেন, প্রত্যেকের জন্য তাঁর পরিকল্পনা রয়েছে । -Testimonies for the Church 6: 12.ChSBen 102.5

    সবাই কাজে কিছু করতে পারে। ঈশ্বরের সামনে কেউ নির্দোষ ঘোষিত হবে না যদি না তারা আত্মার পরিত্রাণের জন্য আন্তরিক ও নিঃস্বার্থভাবে কাজ করে। -Testimonies for the Church 5:395.ChSBen 102.6

    আপনার দায়িত্ব অন্যের উপর চাপিয়ে দেওয়া যাবে না। আপনার কাজ অন্য কেউ নয়, আপনাকে নিজেকেই করতে হবে। আপনি যদি আপনার আলো কুক্ষিগত করেন, তাহলে আপনার অবহেলার জন্য কাউকে অবশ্যই অন্ধকারে থাকতে হবে। -Testimonies for the Church 5:464.ChSBen 102.7

    যে বিনয়ী কর্মী ভক্তিদের ঈশ্বরের আহ্বানে সাড়া দেন তিনি ঐশ্বরিক সহায়তা প্রাপ্তির ব্যাপারে নিশ্চিত হতে পারেন। এত মহান ও পবিত্র একটি দায়িত্ব গ্রহন মানেই চরিত্রের উৎকর্ষ সাধন। এটি সর্বোচ্চ মানসিক ও আত্মিক শক্তিকে কর্মে আহ্বান করে এবং মন ও হৃদয়কে শক্তিশালী ও বিশুদ্ধ করে। ঈশ্বরের শক্তির উপরে বিশ্বাসের মাধ্যমে, একজন দুর্বল মানুষ -শক্তিশালী হয়ে উঠতে পারে সেটা বিস্ময়কর, তার প্রচেষ্টা মহৎ , ফলাফলের পরিধি ব্যাপকাকার। যিনি সামান্য জ্ঞান নিয়ে শুরু করেন, বিনীত উপায়ে, এবং যা জানেন তাই বলেন, তিনি যখন অতিরিক্ত জ্ঞান অর্জনের ঐকান্তিক অনুসন্ধান করেন, তখন তার চাহিদা পূরনের অপেক্ষায় সমগ্র স্বর্গীয় ঐশ্বর্যকে দেখতে পান। তিনি যত আলো দিতে পারবেন নিজে ততই আলোক প্রাপ্ত হবেন। অন্যের প্রতি ভালবাসা, আত্মার প্রতি ভালবাসা নিয়ে ঈশ্বরের বাক্য যত বেশি ব্যাখ্যা করা হয় সেগুলি ততই সরল হয়ে ওঠে। আমরা যত বেশি আমাদের জ্ঞান ব্যবহার করি এবং আমাদের ক্ষমতা প্রয়োগ করি, তত বেশি জ্ঞান ও ক্ষমতা আমরা প্রাপ্ত হব। -Christ’s Object Lessons, 354. ChSBen 102.8

    প্রত্যেকে ঈশ্বরের জন্য এবং আত্মার জন্য পরিশ্রম করুক । প্রত্যেকে প্রজ্ঞা প্রদর্শন করুক, এবং কখনও আলস্যপরায়ণ না হোক, এবং কেউ কেউ তাকে কর্মে প্রবৃত্ত করবে তার অপেক্ষায় না থাকুক। ঐ “কেউ কেউ” যারা আপনাকে ্কাজে লিপ্ত করবেন তাদের দায়িত্ব অনেক এবং তাদের নির্দেশনার জন্য অপেক্ষা করতে করতে সময় চলে যাবে। ঈশ্বর সংস্কারকার্য আপনাকে তাৎক্ষনিক জ্ঞান দেবেন, কেননা আহ্বান তখন ও বিদ্যামান, “পুত্র , আজ আমার দ্রাক্ষাক্ষেত্রে কাজ কর। ” ” অদ্য যদি তোমরা তাঁহার রব শ্রবণ কর, তবে আপন আপন হৃদয় কঠিন করিও না।” ইব্রীয় 3t7,8। স্নেহপূর্ণ শব্দ ” পুত্র ” দিয়ে প্রভু তাঁর আমন্ত্রণ ও অন্যতম আদেশ । -Counsels to parents, Teachers, and Students, 419.ChSBen 103.1

    মন্দকে প্রতিহত করার শক্তি আক্রমণমূলক পরিশেবার দ্বারা উত্তমরূপে অর্জিত হয়। -The Acts of the Apostles, 150. ChSBen 103.2

    প্রতিটি কর্ম, প্রত্যেক ন্যায়বিচারের কাজ এবং করুনা এবং বদান্যতা স্বর্গে সংগীত রচনা করে । -The Reviw and Herald, Augest 16,1881.ChSBen 103.3

    খ্রীষ্টের আত্মা একটি ধর্ম প্রচারক মিশনারি আত্মা। নবায়িত হৃদয়ের সর্বপ্রথম আবেগ হল অন্যকে ত্রাণকর্তার সান্নিধ্য নিয়ে আসা। -The Gest Controversy, 70. ChSBen 103.4

    খ্রীষ্ট যে কার্য সাধনের ভার আমাদের উপর দিয়েছেন তা আগ্রহীভাবে সম্পন্ন করাই অনুগ্রহে বেড়ে ওঠার একমাত্র পথ। - The Review and Herald, June 7, 1887. ChSBen 103.5

    ঈশ্বরের পক্ষে কাজ করত যাওয়ার পূর্বে আপনাকে মহান অনুষ্ঠানের জন্য অপেক্ষা কিম্বা অসাধারণ দক্ষতার প্রত্যাশা করতে হবে না । -Steps to Christ, 83. ChSBen 103.6

    যে ব্যক্তি সমাজের কল্যাণ করেন এবং জীবনে সাফল্য অর্জন করেন, তিনি সেই ব্যক্তি, শিক্ষিত বা অশিক্ষিত যাই হোন, তার সমুদয় শক্তি ঈশ্বর এবং তার সহমানদের সেবায় ব্যবহার করেন। -The Southern Watchman, April 2, 1903.ChSBen 103.7

    ঈশ্বর যাদের চমৎকার কাজ করার যোগ্যতা দিয়েছেন তাদের অনেকেই খুর সমান্য সাধন করেন, কারন তাদের চেষ্টা অতি সামান্য। -Christ’s Object Lessons, 331. ChSBen 104.1

    একশোবারের নিরানব্বই বার ব্যর্থ হয়েও আপনি যদি একটি প্রানকে বিনাশের হাত থেকে উদ্ধার করতে সফল হন, আপনি প্রভুর পক্ষে একটি মহৎ কাজ করেছেন। -Testimonies for the Church 4:132. ChSBen 104.2

    ঈশ্বর এবং প্রতিটি আত্মার মধ্যে সম্পর্ক এত স্বতন্ত্র এবং পরিপূর্ণ, যেন জগতে যত্ন নেওয়ার জন্য আর কোনও আত্মা ছিল না, আর কোনও প্রাণ ছিল না যার জন্য তিনি তাঁর প্রিয় পুত্রকে দান করেছিলেন। -Steps to Christ, 100.ChSBen 104.3

    প্রভু দেখেন এবং বুঝতে পারেন, তবুও আপনার দুর্বলতা অগ্রাহ্য করে তিনি আপনাকে ব্যবহার করবেন যদি আপনি আপনার মেধাকে তাঁর সেবায় উৎসর্গ উপহার হিসেবে নিবেদন করেন; কারণ সক্রিয় , নিঃস্বার্থ পরিচর্যায় দুর্বল বলবান হয় এবং তাঁর মূল্যবান প্রশস্তি উপভোগ করে। প্রভুর আনন্দ শক্তির উপাদান। আপনি যদি বিশস্ত হন, সমুদয় উপলব্ধির অতীত শান্তি ইহজীবনে আপনার পুরষ্কার হবে, এবং ভবিষ্যৎ জীবনে আপনি আপনার প্রভুর শান্তিতে প্রবেশ করবেন। -Testimonies for the Church 8:34.ChSBen 104.4

    যারা সামান্য প্রতিভার অধিকারী তারা যদি বিশ্বস্ততায় ঈশ্বরের প্রেমে অন্তর ভরিয়ে রাখে, তবে তারা অনেক আত্মাকে খ্রীষ্টের উদ্দেশ্যে জয় করতে পারে। হরলান পেজ ছিলেন সাধারণ ক্ষমতাপন্ন এবং স্বল্পশিক্ষিত একজন গরিব মিস্ত্রি , কিন্ত তিনি ঈশ্বরের কাজ এগিয়ে নিয়ে যেত এটাকে প্রধান পেশা করেছিলেন, এবং তার প্রচেষ্টা উল্লেখযোগ্য সাফল্য মুকুটে ভূষিত হয়েছিল। ব্যক্তিগত আলাপন এবং ঐকান্তিক প্রার্থনার মাধ্যমে তিনি তার প্রতিবেশীদের পরিত্রাণের জন্য পরিশ্রম করেছিলেন। তিনি প্রার্থনাসভা প্রতিষ্টা করেন, সানডে স্কুলের আয়োজন করেন, প্রচারপত্র এবং অন্যান্য ধর্মীয় পাঠশালা বিতরণ করেন। আর তার মৃত্যুশয্যায়, অবয়বে অনন্তকালের ছায়া নিয়ে তিনি বলতে পেরেছিলেন, ” আমি জানি এগুলি সবই ঈশ্বরের করুণা, আমার নিজের গুণে কিছুই সম্পন্ন হয় নি; কিন্তু আমার মনে হয় আমার কাছে প্রমান আছে যে, শতাধিক আত্মা আমার স্বতন্ত্র মধ্যস্থতায় ঈশ্বরের উদ্দেশ্রে রূপান্তরিত হয়েছে।” -Testimonies for the Church 5:307,308.ChSBen 104.5

    এই পৃথিবী খ্রীস্টানের স্বর্গ নয়, কিন্তু কেবল ঈশ্বরের কর্মশালা, যেখানে আমরা একটি পবিত্র স্বর্গে নিষ্পাপ স্বর্গদূতদের সঙ্গে একত্রিত হওয়ার জন্য উপযুক্তভাবে গড়ে উঠব। -Testimonies for the Church 2:187.ChSBen 104.6

    যীশুর শিষ্যদের মধ্যে যে জন সর্বাপেক্ষা নম্র ও হতদরিদ্র সেও অন্যদের কাছে আশীর্বাদ স্বরূপ হতে পারে। কোন বিশেষ উপকার কাছে বলে তারা উপলব্ধি করতে না পারে, কিন্তু তাদের অচেতন প্রভারের দ্বারা তারা আশীর্বাদের তরঙ্গলহরি সৃষ্টি করতে পারে যা গভীরতর এবং প্রশস্ত হবে, এবং এর কল্যাণময় ফলাফল তারা চূড়ান্ত পুরস্কারের দিন অবধি কদাপি না জানতে পারে। তারা অনুভব করতে কিম্বা অবগত হতে পারে না যে তারা দুর্দান্ত কিছু করেছে। সাফল্য সম্পর্কে তাদের উদ্বেগ নিয়ে অবসন্ন হওয়ার দরকার নাই । তাদের কেবলমাত্র নিঃশব্দে এগিয়ে যেতে হবে, ঈশ্বরের আয়োজন নির্ধারিত বিশ্বস্ততার সাথে খ্রীষ্টের সাদৃশ্যে উন্নত হতে থাকবে; তারা এই জীবনে ঈশ্বরের সহযোগী কর্মী , এবং এইভাবে তারা উচ্চতর কাজের উপযোগী হবে এবং আসন্ন জীবনের নির্মল আনন্দের অধিকারী হবে। -Steps to Christ, 83. ChSBen 104.7

    অনেকে আছেন যারা খ্রীষ্টের উদ্দেশ্যে নিজেদের উৎসর্গ করেছেন, তবুও তারা তাঁর পরিচর্যায় কোন বৃহৎ কাজ করার কিম্বা পরম বলিদান দেওয়ার সুযোগ পাননি তারা এই চিন্তার মধ্যে সান্ত্বনা খুজে পেতে পারে যে শহীদের আত্ম-সমর্পণ ঈশ্বরের কাছে অবধারিত ভাবে গ্রহনযোগ্য নয়; মিনারিগন, যারা নিত্য বিপদ এবং মৃত্যুর মুখোমুখি হন, তারাই যে স্বর্গের হিসাবখাতায় সর্বোচ্চ স্থানে থাকবেন তা ঠিক নয় । যে খ্রীষ্টান তার একান্ত ব্যক্তিগত জীবনে, নিজের দৈনন্দিন আত্মসমর্পনে, উদ্দেশ্যের আন্তরিকতায় এবং চিন্তর বিশুদ্ধতায়, উস্কানির অধীনে বিনম্রতার মধ্যে, বিশ্বাসে এবং ধার্মিকতায় , ক্ষুদ্রতমের প্রতি আনুগত্যে, যিনি গৃহ জীবনে খ্রীষ্টের চরিত্রের প্রতিনিধিত্ব করেন, ঈদৃশ ব্যক্তি ঈশ্বরের দৃষ্টিতে, এমনকি বিশ্বখ্যাত মিশনারি কিম্বা শহিদের থেকে অধিক মূল্যবান। Christ’s Object Lessons, 403.ChSBen 105.1

    পরিশ্রমের পরিমাণ বা তার দৃশ্যমান ফলাফল নয়, কিন্তু যে মন নিয়ে কাজটি করা হয় তা এটিকে ঈশ্বরের কাছে মূল্যবান করে তোলে। -Christ’s Object Lessons, 397.ChSBen 105.2

    সম্পাদিত কাজের মহত্বের জন্য প্রভুর অনুমোদন প্রদত্ত হয় না, অনেক কিছু লাভ হয়েছে বলেও নয়, কিন্তু অল্প জিনিসের প্রতি আনুগত্যের কারণে। আমরা যে দুর্দান্ত ফলাফল অর্জন করি তা নয়, বরং আমরা যে উদ্দেশ্য নিয়ে কাজ করি তা ঈশ্বরের কাছে গুরুত্ব পায়। তিনি কর্ম সম্পাদনের মাহাত্ম্যের চেয়ে উত্তমতা এবং বিশ্বস্ততাকে পুরস্কৃত করেন । -Testimonies for the Church 2:510,511. ChSBen 105.3

    সামান্য জিনিস পাশ কাটিয়ে বড় কাজের অন্বেষণ করবেন না। আপনি ছোট কাজ সফলভাবে করতে পারেন কিন্তু বড় কাজ করতে গিয়ে চুড়ান্তভাবে ব্যর্থ হয়ে হতাশ হতে পারেন। যেখানই দেখবেন কাজ আছে করুন। আপনি ধনী বা গরিব, মহৎ বা বিনয়ী যাই হোন, ঈশ্বর আপনাকে তাঁর সক্রিয় পরিচর্যায় আমন্ত্রণ করেন। আপনার হাত যা করতে পারে তা আপনার শক্তি দিয়ে সম্পাদন করার মাধ্যমে আপনি কাজের প্রতিভা এবং প্রবণতার উন্নয়ন করবেন। আপনার দৈনিক সুযোগগুলি অবহেলার মাধ্যমে আপনি নিষ্ফল ও শুষ্ক হয়ে যাবেন। এই কারনেই প্রভুর উদ্যানে ফলহীন বৃক্ষের বাড়বাড়ান্ত। -Testimonies for the Church 9:129.ChSBen 105.4

    প্রভু আমাদের সব উপহার গুলো ব্যবহার করতে চান; আর যদি আমরা এটা করি, আমাদের ব্যবহারের জন্য আমরা আরও বড় উপহার লাভ করব। তিনি অলৌকিকভাবে আমাদের যোগ্যতার অভাব পূরন করেন না, কিন্তু আমাদের যা আছে তা ব্যবহার করলে তিনি আমাদের প্রতিটি অনুষঙ্গকে বৃদ্ধি এবং শক্তিশালী করতে আমাদের সঙ্গে কাজ করবেন। কিন্তু মালিকের পরিচর্যার উদ্দেশ্যে প্রতিটি সর্বাত্মিক এবং ঐকান্তিক আত্মত্যাগ্যের মাধ্যমে আমাদের শক্তিগুলি বৃদ্ধি পাবে। -Christ Object Lessons , 353,354. ChSBen 106.1

    যারা দরিদ্র পরিভাষাটির প্রতিটি অর্থে দরিদ্র তাদের দেখে খ্রীষ্টের হৃদয় উল্লাসিত হয়; নম্রচিত্ত অপব্যবহারকারীদের দেখে তার অন্তর পুলকিত হয়; ধার্মিকতার জন্য তৃষিত আপত অসন্তুষ্টদের দেখে তিনি প্রফুল্লিত হন, অনেক নবিশের অযোগ্যতা তাকে স্বস্তি দেয়। তিনি এমন অনেক পরিস্থিতিকে স্বাগত জানান যা অনেক কর্মসচিবকে নিরুৎসাহিত করে। -Gospel Workers, 37. ChSBen 106.2

    আমাদের পরদেশে যাওয়ার দরকার নাই, কিম্বা এমনকি ঘরের সংকীর্ণ পরিমন্ডল ও ছাড়তে হবে না, যদি সেখানে আমাদের কর্তব্য থাকে খ্রীষ্টের কাজ করার। এই কাজ আমরা ঘরের পরিবৃত্তে , মন্ডলীতে, আমাদের সংশ্লিষ্ট পরিজনদের মধ্যে, এবং যাদের সঙ্গে ব্যবসায়িক সম্বন্ধ আছে তাদের মধ্যে সম্পন্ন করতে পারি। -Steps to Christ,81.ChSBen 106.3

    আমরা যদি খ্রীষ্টের জীবন ও শিক্ষা আামদের অধ্যয়নের বিষয় করি, প্রতিটি দৃশ্যমান ঘটনা একটি চিত্তাকর্ষক উপদেশ পদে রূপায়িত হবে। -Testimonies for the Church 9:63.ChSBen 106.4

    পৃথিবীর জীবন স্বর্গীয় জীবনের সূচনা; পৃথিবীর শিক্ষা হল স্বর্গের নীতিমালা দীক্ষা, এখানের জীবন-কর্ম সেখানকার জীবন-কর্মের প্রশিক্ষণ । চরিত্র এবং পবিত্র পরিচর্যায় আমরা এখন যেমন তা আমরা যা হব তার নিশ্চিত পূর্বভাস। -Education, 307.ChSBen 106.5

    যারা পরিচর্যায় খ্রীষ্টের সঙ্গে সহভাগিতার সুযোগ প্রত্যাখ্যান করেন, তারা তাঁর একমাত্র প্রশিক্ষণকে প্রত্যাখ্যান করেন যা তাঁর গৌরব অংশ নিতে তাদের যোগ্যতা দেয়। তারা এই প্রশিক্ষণকে অগ্রাহ্য করেন যা ইহজীবনে চারিত্রিক বল এবং আভিজাত্য প্রদান করে। -Education, 264.ChSBen 106.6

    কেউ যেন মনে না করে যে তারা স্বার্থপর জীবন যাপন করতে পারে এবং তারপরে নিজেদের স্বার্থ মিটিয়ে প্রভুর আনন্দে প্রবেশ করতে পারে। নিঃস্বার্থ প্রেমের আনন্দে তারা অংশ নিতে পারেনি। তারা স্বর্গীয় আদালতে দাঁড়ানোর উপযুক্ত হবে না। স্বর্গে পরিব্যাপ্ত ভালবাসার শুদ্ধ পরিবেশ তাদের কাছে অসহ্য । দূতবাহিনীর কলতান এবং তাদের বীণার সুর তাদের সন্তুষ্ট করতে পারে না । তাদের চিন্তায় স্বর্গের বিজ্ঞান এক প্রহেলিকা। -Christ’s Object Lessons , 364, 365. ChSBen 106.7

    সমুদয় দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাজার হাজার মানুষ তাদের পাপের জন্য ধ্বংস হয়ে যাচ্ছে মরুভুমির তীরে ধ্বংসস্ত’পের মতো, আর তাদের রক্ষার জন্য খ্রীষ্ট আমাদের ধৈর্য ও অধ্যবসায় সহকারে কাজ করার আহ্বান জানিয়েছেন। যারা খ্রীষ্টের গৌরবের অংশী হয়, তাদের অবশ্যই তাঁর পরিচর্যায় অংশ নিতে হবে, দুর্বল, দুস্থ ও হতাশদের সহায়তা করতে হবে। -Testimonies for the Church 9:31.ChSBen 106.8

    সাধারণ মানুষকে কর্মী হিসেবে তাদের জায়গা নিতে হবে। ত্রাণকর্তা যেমন মানবজাতির দুঃখের অংশ নিয়েছিলেন তারাও তেমনি সহ-মানবদের দুঃখের সহভোগিতা করে বিশ্বাসে প্রভুকে তাদের সঙ্গে কাজ করতে দেখবেন। -Testimonies for the Church 7:272. ChSBen 107.1

    খ্রীষ্ট প্রত্যেক শিষ্যের মধ্যে তাছারা প্রতিকৃতি দেখার অপেক্ষায় বসে আছেন। ঈশ্বর পূর্বাভাস দিয়েছেন প্রত্যেককেই “তাঁর পুত্রের প্রতিমূর্তিতে স্বরূপান্তরিত ” হতে। প্রত্যেকের মাধ্যমে খ্রীষ্টের দীর্ঘসহিষ্ণু প্রেম, তাঁর পবিত্রতা, বিনম্রতা, করুণা এবং সত্য বিশ্বের কাছে প্রকাশিত হবে। -The Desire of Ages, 827. ChSBen 107.2

    সকলকে সেবামঞ্চে নিয়োগের জন্য প্রত্যেকের কাছে ডাক এসেছে। আমাদের সবাইকে ইলিশায়ের মতো পরিচর্যা করতে বলা হয়নি; কিন্তু ঈশ্বর চান আমরা যেন তাঁর পরিচর্যাকে সর্বাগ্রে স্থান নিতে পারি , জগতে তাঁর কাজের অগ্রগতির জন্য কিছু না করে একটি দিনও যেন অতিবাহিত না হয় । সকলের থেকে একই প্রকারের কাজ তিনি চান না। একজনকে বিদেশে প্রচারের জন্য ডাকা হতে পারে, অন্যকে সুসমাচার কাজের সমর্থনে আর্থিক সংস্থান করতে বলা যেতে পারে। ঈশ্বর প্রত্যেকের নৈবদ্য গ্রহন করেন। জীবনের উৎসর্গ এবং আগ্রহ আবশ্যক। যারা এই উৎসর্গ করবেন, তারা স্বর্গের আহ্বান শ্রবণ এবং মান্য করবেন। -Prorhets and Kings,221.ChSBen 107.3

    পার্থিব জ্ঞানী মানুষ, যিনি ধ্যান এবং সংকল্প করেন,যার মাথায় কর্মচিন্তা সদা জাগ্রত আছে, তার উচিত চিরস্থায়ী বিষয়ে জ্ঞানী হওয়ার চেষ্টা করা। যদি তিনি জাগতিক লাভের জন্য যে শক্তি ব্যয় করেন তা ঐশী জীবনের মানদন্ডে স্বর্গীয় ধনসম্পদ সংরক্ষণের উদ্দেশ্য ব্যয় করতেন, তাহলে তার কী অসাধ্য থাকত? -Testimonies for the Church 6:297.ChSBen 107.4

    বর্তমান সত্য বিষয়ক বার্তা ঘোষণার জন্য ঈশ্বর মানুষকে বিনয়াবনত করবেন। এই জাতীয় অনেককে এখানে সেখানে তড়িঘড়ি করতে দেখা যাবে, ঈশ্বরের আত্মার দ্বারা বাধিত হয়ে তারা অন্ধকারের মানুষকে আলো দেখাবেন। এই সত্যটি তাদের অস্থিতে আগুনের মতো, যারা অন্ধকারে বসে আছে তাদের আলোকিত করার জ্বলন্ত আকাঙ্ক্ষায় পরিপূর্ণ করে। অনেকে, এমনকি অশিক্ষিতদের মধ্যেও, প্রভুর বাক্য ঘোষণা করবেন। স্বর্গের বাণী ঘোষনা করতে এগিয়ে যেতে পবিত্র আত্মা দ্বারা শিশুদের উদ্বুদ্ধ করা হবে। তাঁর ইচ্ছায় যারা নিজেদের সমর্পণ করেছেন তাদের উপর পবিত্র আত্মা ঢেলে দেওয়া হবে। মানুষের আইনের বাধ্যবাধকতা এবং সর্তক পদক্ষেপগুলি বর্জন করে তারা প্রভূর সেনাবাহিনীতে যোগ দেবেন। -Testimonies for the Church 7:26,27.ChSBen 107.5