Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

খ্রীষ্টীয় পরিচর্যা

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    প্রত্যেক মন্ডলীর কার্যক্রম

    স্বাস্থ্য সংস্কার সম্পর্কিত বার্তাটি প্রত্যেক মন্ডলীতে বাহিত হবে। -Testimonies for the Church 6:370.ChSBen 136.6

    চিকিৎসা মিশনারি কাজ আমাদের দেশের প্রত্যেকটি মন্ডলীর কাজের অঙ্গ হওয়া দরকার। -Testimonies for the Church 6:289. আমরা এমন একটি সময়ে পৌঁছেছি যখন গির্জার প্রত্যেক সদস্যকে মেডিকেল মিশনারি কার্য সম্পাদন করতে হবে। -Testimonies for the Church 7:62.ChSBen 136.7

    জগতের যন্ত্রণা লাঘব এবং তাঁর মন্ডলী পরিশুদ্ধ করার জন্য স্বাস্থ্য সংস্কার কার্য প্রভুর কার্য সিদ্ধির অবলম্বন। শারীরিক এবং আত্মিক স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য মহাকর্মীর সহযোগিতা করতে তারা মানুষকে শিক্ষা দেন তারা যেন ঈশ্বরের সাহায্যের হাত হিসাবে কাজ করতে পারেন। এই কাজে স্বর্গের সাক্ষ্য বহন করে, এবং এটি অন্যান্য মূল্যবান সত্যের প্রবেশদ্বার উন্মোচন করবে। সেখানে সকলের শ্রমের অবকাশ আছে যারা এই কাজটি বুদ্ধিমত্তার সঙ্গে করবেন। -Testimonies for the church 9:112,113.ChSBen 136.8

    আমাদের সামনের সময় ঝটিকাপূর্ণ, কিন্তু আমরা যেন অবিশ্বাস এবং হতাশার একটি শব্দও উচ্চারণ না করি। আমাদের স্মরণে রাখতে হবে যে আমরা পাপ ও পীড়িত আত্মায় ভরা জগতের কাছে আরোগ্যের বার্তা বহন করি। -Special Testimonies Series B, No.8, P.24. ChSBen 137.1

    সঠিকভাবে অনুষ্ঠিত এই কাজটি অনেক দরিদ্র পাপীকে মুক্তি প্রদান করবে, যারা মণ্ডলীর দ্বারা অবহেলিত। আমাদের বিশ্বাসের নয় এমন অনেকে সেই সাহায্যের আকাঙ্ক্ষা যেটা দেওয়া খ্রীষ্টানদের অত্যাবশ্যকীয় কর্তব্য। ঈশ্বরের লোকেরা যদি তাদের প্রতিবেশীর প্রতি সত্যিকারের আগ্রহ দেখান, তবে এই সময়ের বিশেষ সত্যের মাধ্যমে অনেকের কাছেই পৌঁছানো সম্ভব হবে। লোকেরা যে ভাবে আছেন সেখানেই তাদের সাহায্য করার প্রকৃতি অন্য কোন কাজের মধ্যে কখনই পাওয়া যাবে না। হাজার হাজার মানুষ আজ বার্তায় আনন্দ করতে পারেন যদি ঈশ্বরকে যারা ভালবাসেন এবং তাঁর আজ্ঞা সকল পালন করেন বলে দাবি করেন তারা খ্রীষ্টের মতো কার্য করেন। যখন চিকিৎসা মিশনারি কাজ এইভাবে খ্রীষ্টের মুক্তিদায়ী জ্ঞান ও তাঁর সত্যে পুরুষ ও মহিলাদের জয় করে, অর্থসম্পদ এবং আন্তরিক শ্রম নিরাপদে এতে বিনিয়োগ করা যেতে পারে; কারণ এটি এমন একটি কাজ যা স্থায়ী হবে। -Testimonies for the Church 6:280.ChSBen 137.2

    আমাদের লোকেরা দেখান যে তাদের চিকিৎসা মিশনারি কাজে জীবন্ত আগ্রহ রয়েছে। এই ব্যাপারে আমাদের নির্দেশকল্পে লিখিত পুস্তকগুলি অধ্যয়ন করে তারা নিজেদের যথার্থভাবে প্রস্তুত করুন। এই গ্রন্থগুলি যারা পেয়েছে তারা অনেক বেশি মনোযোগ এবং প্রশংসার দাবিদার। বিশেষত স্বার্থের নীতিগুলি নির্দেশাকারে সকলের উপকারের জন্য এখানে লিপিবদ্ধ হয়েছে। যারা এই নীতিসমূহ অধ্যয়ন করেন এবং অনুশীলন করেন তারা শারীরিক এবং আত্মিক উভয়ভাবেই আশীর্বাদ পাবে। স্বাস্থ্যমূলক দর্শনের উপলব্ধি ক্রমবর্ধমান এমন অনেকগুলি কুফলের বিরুদ্ধে রক্ষাকবচ। -Testimonies for the Church 7:63. ChSBen 137.3

    আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যে চিকিৎসা মিশনারি কার্য অবনতির খুব গভীরতায় পরিচর্যা খুঁজে পায়, মানুষ যদিও অসংযম ্এবং লাম্পট্যের বশীভূত হয়ে গেছে, তবুও তারা সঠিক প্রকারের সেবায় সারা দেবে। তবে তাদের স্বীকৃতি ও উৎসাহ দেওয়া দরকার। তাদের তুলে ধরতে হলে সুদৃঢ় , ধৈর্যশীল, ঐকান্তিক প্রচেষ্টার প্রয়োজন হবে। তারা নিজেদের পুনরুদ্ধার করতে পারবে না। তার খ্রীষ্টের আহ্বান শুনতে পারে, কিন্তু তাদের কান এর অর্থ গ্রহণে খুবই নিস্তেজ; তাদের চোখগুলি এতে কোন মঙ্গল দেখার পক্ষে নিতান্ত অন্ধ। তারা অপরাধ ও পাপে মৃত । তথাপি সুসমাচারের মহোৎসব থেকে তাদের বর্জন করা চলবে না। তারা এই আমন্ত্রণটি গ্রহণ করবে, ” এসো” যদিও তারা নিজেদের অযোগ্য মনে করে, প্রভু বলেন, “তাদের আসতে বাধ্য করুন।” কোন অজুহাতে কান দেবেন না। ভালবাসা এবং দয়া দিয়ে তাদের ধরে রাখুন। -Testimonies for the Church 6:279,280.ChSBen 137.4

    যারা এই কাজটি করে থাকেন (প্রচার প্রকাশনা) তাদের চিকিৎসা মিশনারি কাজ করার অভিপ্রায়ে প্রস্তুত হয়ে যেতে হয় । অসুস্থ এবং দুর্দগ্রস্তদের সাহায্যে করা আবশ্যক। যাদের পক্ষে এই করুণার কাজটি করা হবে তারা জীবনের কথাগুলি শুনবেন এবং গ্রহণ করবেন। -Testimonies for the Church 9:34.ChSBen 138.1

    মেডিকেল মিশনারি কাজ বুদ্ধিপূর্বক ধরে রাখবার জন্য কে প্রস্তুতি নিচ্ছেন?... প্রত্যেক কর্মীকে যথামতো দক্ষ হতে হবে। তাহলে তিনি উচ্চ ও প্রশস্ত অর্থে যীশুর সাদৃশ্য সত্যকে উপস্থাপন করতে পারবেন।- Testimonies for the 7:70. ChSBen 138.2

    প্রভুর কাজ এগিয়ে চলুক । চিকিৎসা পরিষেবা এবং শিক্ষামূলক কাজের অগ্রগতি হোক। আমি নিশ্চিত, এটা আমাদের বড় অভাব। আন্তরিক, নিষ্ঠাবান, বুদ্ধিমান ও সুদক্ষ কর্মী । -Testimonies for the Church 9:168,169.ChSBen 138.3

    তাদের স্বাস্থ্য সংস্কারে জীবন্ত নীতিটি জনসমাজে নিয়ে আসতে হবে যেখানে বিরাট পরিমাণে জনগণ এই নীতিগুলি প্রসঙ্গে অজ্ঞ। - Testimonies for the Church 9:118.ChSBen 138.4

    স্বাস্থ্য সংস্কারক শিক্ষাবিদদের বলার জন্য আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, এগিয়ে চলুন। নৈতিক দুর্দশার জোয়ার ফিরিয়ে দিতে আপনি যে পরিমান প্রভাব প্রয়োগ করতে পারেন তার প্রতিটি বিন্দু জগতের প্রয়োজন। যারা তৃতীয় স্বর্গদূতের বার্তা শিক্ষা দেন তারা যেন তাদের পতাকাতলে সুস্থির থাকেন। -Testimonies for the Church 9:113.ChSBen 138.5

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents