Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

খ্রীষ্টীয় পরিচর্যা

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    অধ্যায় ৯ — জাগরণের আহ্বান

    তবল করা

    আমাদের মণ্ডলীর মাধ্যমে সুসমাচার বার্তা ধ্বনিত হোক সর্বজনীন কর্মের আহ্বানে। মণ্ডলীর সদস্যগণ তাদের অদৃশ্য স্বর্গীয় মিত্রবাহিনীর কাছ থেকে, তাদের ঐশ্বর্যের জ্ঞান থেকে, তারা যে উদ্যোগে নিযুক্ত আছে তার মহিমা থেকে এবং তাদের পরিচালকের শক্তি থেকে তাদের বিশ্বাস বাড়িয়ে নিক। যারা নিজেদের ঈশ্বরের নিয়ন্ত্রণে রাখেন তাঁর দ্বারা পরিচালিত এবং সুরক্ষিত থাকার জন্য, তারা তাঁর নির্ধারিত ঘটনাগুলির বিষয়ে স্থির পদক্ষেপ গ্রহণ করবেন। জগতের জীবনের জন্য যিনি নিজের জীবন উৎসর্গ করেছেন তাঁর পবিত্র আত্মার দ্বারা অনুপ্রাণিত হয়ে তারা আর যা করতে পারেন না তার দিকে ইঙ্গিত করে অক্ষম হয়ে দাঁড়াবেন না। স্বর্গের যুদ্ধসজ্জা পরিধান করে বুক ফুলিয়ে তারা ঈশ্বরের পক্ষে যুদ্ধ করার ইচ্ছায় রণক্ষেত্রে অগ্রসর হবেন, একথা জেনে সর্বশক্তিমান তাদের যা দরকার তা সরবরাহ করবেন। -Testimonies for the Church 7:14.ChSBen 81.1

    আমরা জাগ্রত হই! যুদ্ধের দামামা বাজছে। সত্য এবং মিথ্যা তাদের চূড়ান্ত সংঘাতের মুখোমুখি হচ্ছে। আসুন আমরা যুবরাজ ইস্রানূয়েলের রক্তরঞ্জিত পতাকার নিচে কুচকাওয়াজ করি এবং বিশ্বাসের যুদ্ধে উত্তমরূপে যুদ্ধ করি এবং চিরন্তন সম্মান অর্জন করি; কেননা সত্যের জয় হবে এবং যিনি আমাদের প্রেম করেছেন তার মাধ্যমে আমরা বিজয়ীর চেয়ে গৌরব পাব। মূল্যবান সুযোগকাল শেষ হচ্ছে। আসুন আমরা অনন্ত জীবনের জন্য নিশ্চিতভাবে কাজ করি, যাতে আমরা আমাদের স্বর্গীয় পিতার গৌরব করতে পারি এবং যাদের জন্য খ্রীষ্ট মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মুক্তির মাধ্যম হতে পারি। -The Review and Herald, March 13, 1888.ChSBen 81.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents