Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

শেষকালিন ঘটনাবলি

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    সাক্ষ্য সমূহ প্রত্যাখানের ফলাফল পদস্খলন

    একটি বিষয় নিশ্চিত সেই সকল সেভেন্থ-ডে অ্যাডভেন্টিষ্টগণ যাহারা শয়তানের পতাকাতলে দাঁড়াইবে তাহারা প্রথমেই ঈশ্বরের আত্মার সাক্ষ্যসমূহে উক্ত সতর্কবাণী ও অনুযোগে বিশ্বাস পরিত্যাগ করিবে। 1-3SM 84 (1903).LDEBeng 126.5

    ঈশ্বরের আত্মার সাক্ষ্যকে অকার্য্যকর করাই শয়তানের সর্বশেষ প্রতারণা হইবে। “দর্শণের অভাবে প্রজাগণ উচ্ছৃঙ্খল হয়” [হিতো ২৯:১৮]। শয়তান উদ্ভাবনকুশলতার সহিত, বিভিন্ন পন্থায়, বিভিন্ন মাধ্যমে, ঈশ্বরের অবশিষ্ট লোকদের সত্য সাক্ষ্যের উপরে বিশ্বাস নড়বড় করিতে কার্য্য করিবে। —ISM 48 (1890).LDEBeng 126.6

    শত্রু তাহারা দক্ষ প্রচেষ্টা দ্বারা আমাদের নিজেদের লোকদিগকে সাক্ষ্যসমূহের উপরে বিশ্বাসকে অস্থির করিতেছে।... ইহা শয়তানের যথাযথ পরিকল্পনা অনুযায়ী, এবং যাহারা ঈশ্বরের আত্মার সাক্ষ্যসমূহের সতর্কবাণী ও উপদেশে কর্ণপাত না করিবার নিমিত্ত পথ প্রস্তুত করিতেছে, তাহারা দেখিবে যে, জীবনে সকল প্রকার ভ্রান্তির স্রোত আসিয়া পড়িয়াছে। —3SM 83 (1890).LDEBeng 126.7

    সাক্ষ্যসমূহের উপরে ঈশ্বরের লোকদের বিশ্বাস দুর্বল করাই শয়তানের পরিকল্পনা। ইহার পরেই আমাদের বিশ্বাসের স্তম্ভ উল্লেখযোগ্য বিষয়গুলির উপর সংশয় আনয়ন করিবে, অতঃপর পবিত্র শাস্ত্রের উপর সন্দেহ এবং পরে সর্বনাশের পথে অধোগতি । একদা বিশ্বাস্য সাক্ষ্যসমূহের উপরে যখন সন্দেহ আসিবে এবং পরিত্যক্ত হইবে। শয়তান জানিবে প্রতারিতেরা ইহাতেই আসিবে না এবং সে তাহার প্রচেষ্টা দ্বিগুণ করিয়া তাহাদিগকে প্রকাশ্য বিরোধিতায় পরিচালিত করিবে, যাহা অনিরাময়যোগ্য এবং বিনাশে সমাপ্ত । — 4T 211.LDEBeng 127.1