Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

শেষকালিন ঘটনাবলি

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    পরিত্রানের দ্বার রুদ্ধ হইবার পূর্বে রবিবার আইন বলবৎ হইবে

    সদাপ্রভূ আমাকে পরিষ্কার দেখাইয়াছেন যে পরিত্রাণের দ্বার রুদ্ধ হইবার পূর্বেই পশুর প্রতিমা নির্মিত হইবে। কারণ ইহা ঈশ্বরের লোকদের নিকট মহা পরীক্ষা’ হইবে, যদ্বারা তাহাদের অনন্ত গন্তব্য স্থিরিকৃত হইবে। ?/LDEBeng 161.3

    'পশুর প্রতিমূর্তি কি”? ইহা কিরূপে নির্মিত হইবে? দুই শৃঙ্গবিশিষ্ট পশু দ্বারা এই প্রতিমা নির্মিত হয় এবং ইহাই পশুর প্রতিমূর্তি। ইহাকেই পশুর প্রতিমা’ বলা হয় । এই প্রতিমা কিরূপ এবং কিরূপে ইহা নির্মিত হয় তাহা জানিতে স্বয়ং পশুর পোপ প্রশাসন চারিত্রিক বৈশিষ্ট অধ্যয়ন করিতে হইবে।LDEBeng 161.4

    প্রাথমিক মন্ডলী যখন সুসমাচারের সারল্য পরিত্যাগ ও পৌত্তলিক আচার অনুষ্ঠান গ্রহন করিয়া ভ্রষ্ট হইল, তখন সে ঈশ্বরের আত্মা ও শক্তি হারাইল, এবং লোকদেরLDEBeng 161.5

    -----------LDEBeng 161.6

    ১। পূর্ববর্তী অধ্যায় দেখুন, যেখানে রবিবার আইন বলবৎকরণকে ঈশ্বরের লোকদের নিমিত্ত মহা পরীক্ষা বলা হইয়াছে ।LDEBeng 161.7

    ২। প্রকাশিত ১৩:১১-১৭ পদে বর্ণিত দুই শৃঙ্গ বিশিষ্ট পশুই পরে প্রতিমূর্তি নির্মাণ করে যাহা প্রকাশিত ১৩:১-১০ পদে বর্ণিত হইয়াছে । বিবেক নিয়ন্ত্রণের নিমিত্ত লোকায়ত রাষ্ট্র শক্তির পৃষ্ঠ পোষকতা খোঁজ করিল । ফল হইল পোপতন্ত্র, রাষ্ট্রের ক্ষমতা নিয়ন্ত্রণ কারী একটি মন্ডলী, এই ক্ষমতা নিজের প্রয়োজনে এবং ‘বিরুদ্ধ মতবাদের শাস্তি বিধান কল্পে ব্যবহৃত হইল। যুক্তরাষ্ট্রের পশুর প্রতিমূর্তি নির্মানের নিমিত্ত ধর্মীয় শক্তিকে বেসামরিক সরকার নিয়ন্ত্রণ করিতে হইবে যেন রাষ্ট্রের ক্ষমতা ব্যবহার করিয়া মন্ডলী নিজের প্রয়োজন মিটাইতে পারে।----LDEBeng 161.8

    পশুর প্রতিমূর্তি সেই প্রকার পথভ্রষ্ট প্রটেষ্টান্টবাদ যাহা নিজের ধর্মমত বলবৎ করিবার নিমিত্ত প্রটেষ্টান্ট মন্ডলী বেসরকারী শক্তির সাহায্য লইয়া উৎপন্ন হইবে। -GC 443, 445 (1911).LDEBeng 162.1