Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

শেষকালিন ঘটনাবলি

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    মিথ্যাবাদী আত্মাগণ শাস্ত্রবিরুদ্ধ মতবাদ প্রকাশ করে

    সাধুগণকে বাইবেল হইতে আহরিত বর্তমান সত্যকে সম্যকরূপে বুঝিতে হইবে। মৃতদের অবস্থা সম্পর্কে তাহাদিগকে বুঝিতে হইবে, কারণ মন্দাত্মাগণ তাহাদের প্রিয় বন্ধু ও আত্নীয় স্বজনের বেশে আসিবে এবং শাব্বাথ দিনকে পরিবর্তিত করা হইয়াছে সহ অন্যান্য শাস্ত্র বহির্ভূত মতবাদ ঘোষনা করিবে —EW 87 (1854).LDEBeng 112.1

    এই সকল মিথ্যাবাদী আত্মাগণ প্রেরিতগণের রূপ ধরিয়া এই পৃথিবীতে থাকিতে পবিত্র আত্মার পরিচালনায় যাহা লিখিয়াছিলেন তাহার বিপরীত মত প্রকাশ করাইবে । তাহারা বাইবেলের ঐশ্বরিক উৎস অস্বীকার করিবে। - GC 557 (1911)LDEBeng 112.2

    আত্মার অমরত্ব এবং রবিবারের পবিত্রতা, এই দুইটি মহা ভ্রান্তি দ্বারা শয়তান লোকদিগকে তাহার প্রতারণার আওতায় আনিবে। প্রথমটি অধ্যাত্মবাদের (প্রেতবাদ) ভিত্তি স্থাপন করে; পরেরটি রোমের সহিত সহানূভুতির বন্ধন সৃষ্টি করে। —GC 588 ( 1911)LDEBeng 112.3

    নিজেকে খ্রীষ্ট বলিয়া ভান ধরিয়া অনেক ব্যক্তি উঠিবে এবং পৃথিবীর ত্রাণকর্তার প্রাপ্য পদবি ও উপাসনা দাবী করিবে। তাহারা সুস্থকরনের আশ্চর্য্যকার্য্য সাধন করিবে এবং শাস্ত্রীয় সাক্ষ্যের বিপরীতে স্বর্গ হইতে প্রকাশ প্রাপ্তির দাবী করিবে ILDEBeng 112.4

    কিন্তু ঈশ্বরের লোকেরা ভ্রান্ত হইবে না। এই ভক্তি খ্রীষ্টের শিক্ষা শাস্ত্র অনুরূপ হইবে না । যাহাদের উপরে ঈশ্বরের অমিশ্রিত রোষ ঢালিবার কথা বাইবেল বলে, সেই পশু ও তাহার প্রতিমূর্তির ভজনা কারীদের উপরে সে আশীর্বাদ করিবে। - GC 624, 625 (1911)LDEBeng 112.5

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents