Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

শেষকালিন ঘটনাবলি

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    একাদশ অধ্যায়—শয়তানের শেষ দিনের প্রতারণা সমূহ

    খ্রীষ্টধর্মের আবরণে

    আমরা এই পৃথিবীর ইতিহাসের শেষের দিকে অগ্রসর হইতেছি, শয়তান এরূপভাবে কার্য্য করিতেছে যাহা সে পূর্বে করে নাই। সে খ্রীষ্টিয়ান জগতের পরিচালকরূপে কার্য্য করিবার চেষ্টা করিতেছে। বিস্ময়কর প্রচন্ডতায় সে তাহার মিথ্যা চিহ্ন কার্য্য করিয়া যাইতেছে। শয়তান কে তুলনা করা হইয়াছে যে, “সে গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করিবে তাহার অন্বেষন করিতেছে” সে সমগ্র পৃথিবীকে তাহার ষড়যন্ত্রে জড়াইতে চাহিতেছে। তাহার বিকৃতি খ্রীষ্টধর্মের আবরণে লুকাইয়া একজন খ্রীষ্টিয়ানের গুণাবলী অবলম্বন করিয়াছে এবং নিজেকে খ্রীষ্ট বলিয়া দাবী করিয়াছে ।LDEBeng 111.1

    ঈশ্বরের বাক্য একথা বলে যে, যখন শত্রুর উদ্দেশ্যের উপযোগী হয় সে খ্রীষ্টধর্মের ছদ্মবেশে তাহার মাধ্যম গুলির মহা শক্তি প্রদর্শন করিবে, তাহাতে “যদি হইতে পারে, তবে মনোনীতদিগকেও ভুলাইবে” [মথি ২৪:২৪] । MS 125, 190/.LDEBeng 111.2

    মন্দাত্মারা যখন বাইবেলের সত্যধারী হইবে এবং মন্ডলীর সকল প্রতিষ্ঠানের প্রতি সম্মান প্রদর্শন করিবে, তখন তাহাদের কার্য্য ঐশ্বরিক শক্তির বহিঃপ্রকাশ বলিয়া গ্রহণ করা হইবে। GC588 ( 1911)LDEBeng 111.3

    এই পৃথিবীতে পরিত্যক্ত পাপীর অথবা নিম্নস্তরের সমাজ হত ব্যক্তির অন্যায়ী জীবন পাপের দৃঢ় প্রাচীর নহে; কিন্তু যে জীবন পবিত্র, সম্মানিত এবং সম্ভ্রান্ত মনে হয় কিন্তু একটি পাপ লালিত একটি কুকর্মের---- প্রতিভা, নৈসর্গিক ক্ষমতা, সহানুভূতি এমন কি উদার ও দয়ার কার্য্য শয়তানের ফাঁদ স্বরুপ হইয়া আত্মাগণকে প্রলোভিত করিয়া ধ্বংসের গভীর খাতে ফেলিতে পারে। I-Ed 150 (1903)LDEBeng 111.4