Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

শেষকালিন ঘটনাবলি

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    শয়তান নিখুঁতভাবে খ্রীষ্টের সদৃশ্য হয়

    একটি সীমা আছে, শয়তান তাহা অতিক্রম করিতে পারে না এবং এখানে সে তাহার সাহায্যার্থে যে প্রতারণা ও নকল কার্যাবলী করিতে যাইতেছে, বাস্তবিক তাহার তাহা করিবার ক্ষমতা নাই। শেষকালে সে নিজেকে এরূপ ভাবে প্রকাশ করিবে যে মনুষ্যেরা তাহাকে খ্রীষ্ট দ্বিতীয়বার এই পৃথিবীতে আসিয়াছেন বলিয়া বিশ্বাস করিবে । সে সত্যই নিজেকে দীপ্তিময় দূতে রূপান্তরিত করিবে। কিন্তু সে যখন নিখুঁত ভাবে কেবল চেহারার দিক দিয়া খ্রীষ্টের অবিকল চেহারা ধারণ করিবে, তখন তাহা কেবল ফরৌণের মত যাহারা সত্যের প্রতিরোধ করিবার চেষ্টা করে, তাহাদের প্রতারিত করিতে পারিবে। 1-5T 698 (1989).LDEBeng 116.4

    প্রতারণা নাটকের চূড়ান্ত দৃশ্যে শয়তান নিজেকে খ্রীষ্টের রূপ ধারন করিবে। মন্ডলী ত্রাণকর্তার আগমনকে তাহার আশা পূর্ণ রূপে দেখিবে বলিয়া বহুদিন বিশ্বাস করিয়া আসিয়াছে । এখন মহা প্রতারক এরূপ দেখাইবে যে, খ্রীষ্ট আসিয়াছেন । পৃথিবীর বিভিন্ন অংশে শয়তান নিজেকে প্রকাশিত বাক্যে ঈশ্বরের পুত্র সম্পর্কে যোহনের বর্ণনা (প্রকা ১:১৩-১৫) অনুযায়ী, মনুষ্যদের মধ্যে চক্ষু ধাধানো ঔজ্জ্বল্য লইয়া তাহার অনুকরণ করিবে। যে জ্যোতি তাহার চতুর্দিক ঘিরিয়া রহিয়াছে; মনুষ্য চক্ষু যাহা এখনও দেখিবার অপেক্ষায় রহিয়াছে তাহা অপেক্ষাও অতুলনীয়। বিজয়োল্লাস বাতাসে ধ্বনিত হইবে: “খ্রীষ্ট আসিয়াছেন । খ্রীষ্ট আসিয়াছেন।”LDEBeng 116.5

    লোকেরা তাহার সম্মুখে সাষ্টাঙ্গ প্রণত হইয়া আরাধনা করিতেছে, আর পৃথিবীতে থাকিতে খ্রীষ্ট যেরূপ তাঁহার শিষ্যগণকে আশীর্বাদ করিতেন, সে তদ্রূপ হস্ত উত্তোলন পূর্বক তাহাদের উপরে আশীর্বাদ বাণী উচ্চারণ করিতেছে। তাহার স্বর সুকোমল ও শান্ত, তথাপি সুর সংস্কৃত । ত্রাণকর্তা যে সকল অনুগ্রহ পূর্ণ স্বর্গীয় সত্য ব্যক্ত করিতেন সেও ভদ্র ও করুণাস্বরে তাহার কিছু বলে সে রোগীদিগকে সুস্থ করে এবং তাহার খ্রীষ্টের চরিত্রের বেশে শাব্বাথকে রবিবারে পরিবর্তন করা দাবী করে এবং সে ইহাকে আশীর্বাদ করিয়াছে বলিয়া সকলকে ইহা পবিত্র রূপে মান্য করিতে আদেশ করে। GC 624 (1911)LDEBeng 116.6