Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

শেষকালিন ঘটনাবলি

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ঈশ্বরের লোকেরা মুক্ত

    শয়তানের বাহিনী এবং দুষ্টলোকেরা তাহাদের ঘিরিয়া বিজয়োল্লাস করিবে কারণ আপাতদৃষ্টিতে তাহাদের পলাইবার কোন পথ থাকিবে না। তাহাদের বিজয়োল্লাস এবং আনন্দধ্বনির মধ্যে ঘন ঘন প্রচন্ড শব্দে মেঘগর্জন শোনা যাইতেছে। আকাশমণ্ডল অন্ধকারে আচ্ছন্ন হইয়াছে; ঈশ্বর তাঁহার আবাস হইতে তাঁহার বাণী উচ্চারণকালে স্বর্গ হইতে মহাগৌরব এবং অত্যুজ্জ্বল আলো দ্বারাই কেবল তাহারা আলোকিত হইতেছে।LDEBeng 190.1

    পৃথিবীর ভিত্তি সকল কম্পিত হয়, অট্টালিকা সকল পড়িতে পড়িতে ধ্বসিয়া পড়ে । সমুদ্র হাঁড়ির জলের ন্যায় ফুটিতে থাকে এবং সমগ্র পৃথিবী ভয়ানক উত্তেজনার মধ্যে অবস্থিত। ধার্মিকগণের বন্দিত্বের গতি পরিবর্তিত হয় এবং মধুর এবং গাম্ভীর্য্যপূর্ণ মৃদুভাষণে তাহারা একে অপরকে বলে, “আমরা মুক্ত। ইহা ঈশ্বরের কণ্ঠ স্বর।” —IT 353, 354 (1862).LDEBeng 190.2

    যাহারা ঈশ্বরের ব্যবস্থার প্রতি সম্মান প্রদর্শন করে, তাহাদের হইতে যখন মনুষ্যদের ব্যবস্থার নিরাপত্তা প্রত্যাহার করা হইবে, তখন বিভিন্ন স্থানে তাহাদের সংহার করিতে যুগপৎ আন্দোলন হইবে, আদেশের নির্দিষ্ট সময় যতই নিকটবর্তী হইতে থাকিবে ঘৃণিত সম্প্রদায়কে নির্মূল করিতে লোকেরা ষড়যন্ত্র করিবে। একরাত্রিতে চূড়ান্ত আঘাত হানিবার সিদ্ধান্ত লওয়া হইবে। মতদ্বেধ এবং অনুযোগের স্বর চিরতরে নিশ্চুপ হইয়া যাইবে ।LDEBeng 190.3

    ঈশ্বরের লোকেরা- কেহ কেহ কারা কক্ষে, কেহ কেহ জঙ্গলের নির্জন স্থানে, পর্বতে লুকায়িত থাকিয়া, তখনও ঐশ্বরিক নিরাপত্তার নিমিত্ত অপেক্ষা করিতে থাকিবে, যখন চতুর্দিকে সশস্ত্র লোকেরা, মন্দদূতগণ দ্বারা তাড়িত হইয়া হত্যা কার্য্যের নিমিত্ত প্রস্তুত হইতেছে ।....বিজয়োল্লাস, বিদ্রুপ ও অভিসম্পাত সহকারে দুষ্ট লোকেরা তাহাদের উপরে প্রায় ঝাঁপাইয়া পড়িবে তখন দেখ, গাঢ় অন্ধকার, রাত্রির-অন্ধকার অপেক্ষাও গভীর, পৃথিবীর উপরে পতিত হইল।...LDEBeng 190.4

    মধ্যরাত্রিতে ঈশ্বর তাঁহার লোকদিগকে উদ্ধার করিতে তাঁহার শক্তি প্রদর্শন করিলেন। ক্রুদ্ধ আকাশমণ্ডলের মধ্যে একটি বিস্ময়কর স্বর্গীয় জ্যোতিপূর্ণ স্বচ্ছ স্থান, সে স্থান হইতে মহাজলের শব্দের ন্যায় ঈশ্বরের রব শোনা গেল, বলিলেন, “হইয়াছে” (প্রকা ১৬: ১৭)। সেই স্বর আকাশ মন্ডল ও পৃথিবী প্রকম্পিত করিল।...LDEBeng 190.5

    পৃথিবীর গর্বিত নগর সমূহ ভূমিসাৎ হইল । রাজকীয় প্রাসাদ সমূহ, যাহাতে পৃথিবীর মহ লোকেরা নিজেদিগকে মহিমান্বিত করিবার নিমিত্ত তাহাদের সম্পদ নিয়োগ করিয়াছে তাহা তাহাদের চক্ষের সম্মুখে চুরমার হইয়া গেল। কারা প্রাচীর সকল ভাঙ্গিয়া গেল এবং ঈশ্বরে লোকেরা যাহাদিগকে তাহাদের বিশ্বাসের নিমিত্ত বন্দি করিয়া রাখা হইয়াছিল তাহাদিগকে মুক্ত করা হইল। —GC 635-637 (1911).LDEBeng 190.6