Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

শেষকালিন ঘটনাবলি

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    চরিত্র বদল করা সম্ভব নহে

    প্রভু পরাক্রম ও মহা গৌরব সহকারে আসিতেছেন। তখন ধার্মিকগণ ও দুষ্টগণের মধ্যে সম্পূর্ণ পৃথকীকরণ তাঁহার কার্য্য হইবে। কিন্তু তখন যাহাদের পাত্রে নাই তাহাদের পাত্রে তৈল ঢালা যাইবে না। তখন খ্রীষ্টের এই বাক্যসকল পূর্ণ হইবে, “তখন দুইজন ক্ষেত্রে থাকিবে একজন কে লওয়া যাইবে এবং অন্যজনকে ছাড়িয়া যাওয়া হইবে । দুইটি স্ত্রীলোক যাঁতা পিষিবে, একজন কে লওয়া যাইবে, এবং অন্য জনকে ছাড়িয়া যাওয়া হইবে।” জীবনের কার্য্যে ধার্মিকগণ ও দুষ্টগণ একত্রে সংযুক্ত থাকিবে। কিন্তু সদাপ্রভূ চরিত্র পাঠ করেন। কাহারা বাধ্য সন্তান, কাহারা তাঁহার আজ্ঞা সকল ভালবাসে ও সম্মান প্রদর্শন করে তাহা তিনি নির্ণয় করেন। — Tm 234 (1895).LDEBeng 167.1

    মরিয়া যাওয়া একটি গুরুত্ব পূর্ণ বিষয়, কিন্তু বাঁচিয়া থাকা ইহা অপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ। আমাদের জীবনের প্রত্যেকটি চিন্তা, কথা এবং কার্য্য আমাদের সহিত পুনরায় সাক্ষা করিবে। আবেক্ষিক সময়ে আমরা আমাদিগকে যেরূপ প্রস্তুত করিব অনন্তকাল ব্যাপী আমরা তদ্রুপ থাকিব। মৃত্যু দেহের অবলুপ্তি আনয়ন করে, কিন্তু চরিত্রের কোন পরিবর্তন করিতে পারে না; ইহা কেবল সকল পরিবর্তনের উর্দ্ধে অনন্তকালের নিমিত্ত সুদৃঢ় করে। — 57466 ( 1885).LDEBeng 167.2