Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

শেষকালিন ঘটনাবলি

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    নবম অধ্যায়—রবিবার আইন

    ঈশ্বরের ক্ষমতার বিরুদ্ধে শয়তানের চ্যালেঞ্জ

    ঈশ্বর বাবিলন কে অভিযুক্ত করিতেছেন কারণ সে “সমস্ত জাতিকে আপনার বেশ্যাক্রিয়ার রোষ মদিরা পান করাইয়াছে।”.........LDEBeng 89.1

    ঈশ্বর ছয়দিন এই পৃথিবী নির্মাণ করিলেন ও সপ্তম দিনে বিশ্রাম করিলেন, দিনটিকে পবিত্র করিলেন এবং অন্যান্য দিনগুলি হইতে পৃথক করিয়া আপনার নিমিত্ত পবিত্র করিলেন, যেন তাঁহার লোকেরা বংশানুক্রমে তাহা পালন করে। কিন্তু সেই পাপপুরুষ, ঈশ্বরের উর্দ্ধে নিজেকে স্থাপন করিয়া, ঈশ্বরের মন্দিরে বসিয়া, নিজেকে ঈশ্বর দেখাইয়া, সময় ও আজ্ঞা পরিবর্তন করিতে চিন্তা করিল। এই শক্তি, কেবল ঈশ্বরের সমান নহে কিন্তু তাঁহারও উপরে ইহা প্রমাণ করিতে চিন্তা করিয়া বিশ্রাম দিনকে পরিবর্তন করিল, যে স্থানে বিশ্রাম দিন ছিল সে স্থানে সপ্তাহের প্রথম দিনকে বসাইল। প্রটেষ্টান্ট জগৎ পোপত্বের এই শিশুকে (দিনকে) পবিত্র বলিয়া মানিয়া লইল। ঈশ্বরের বাক্যে ইহাকে “তাঁহার বেশ্যাক্রিয়া” [প্রকা ১৪:৮] বলা হইয়াছে । -7 BC 979 (1900).LDEBeng 89.2

    খ্রীষ্টিয়ানগণের অব্যহতির সময় মনুষ্যের সুখের শত্রু চতুর্থ আজ্ঞার শাব্বাথকে বিশেষ আক্রমনের বস্তু করিয়াছে। শয়তান বলে, “আমি ঈশ্বরের সহিত ভিন্নমুখী পরস্পর বিরোধী উদ্দেশ্য লইয়া কার্য্য করিব। আমি আমার অনুসারীদিগকে ঈশ্বরের স্মারক সপ্তম দিন শাব্বাথকে পার্শ্বে ঠেলিয়া রাখিবার ক্ষমতা দিয়া আমি জগতকে দেখাইয়া দিব যে, যেদিনটি ঈশ্বর পবিত্র ও আশীর্বাদযুক্ত করিয়াছেন তাহা পরিবর্তিত হইয়াছে। এই দিনটি লোকদের স্মরণে থাকিবে না। আমি ইহার স্মৃতি মুছিয়া ফেলিব। ইহার পরিবর্তে ইহার স্থানে এমন একটি দিন স্থাপন করিব যাহার উপরে ঈশ্বরের প্রশংসাপত্র নাই, যে দিনটি ঈশ্বর ও তাঁহার লোকদের মধ্যে চিহ্ন স্বরূপ হইতে পারিবে না । যাহারা এই দিনটিকে গ্রহণ করিবে তাহাদিগকে আমি পরিচালিত করিব যেন ঈশ্বর যেমন সপ্তম দিনের উপরে পবিত্রতা প্রদান করিয়াছে। তাহারাও ইহার উপরে তাহা প্রদান করে।”-PK 183, 184 (c. 1914).LDEBeng 89.3