Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

শেষকালিন ঘটনাবলি

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    অবিশ্বাস ও নিষিদ্ধ ভোগসুখ রত

    সংশয়বাদ ও যাহাকে বিজ্ঞান বলে তাহা বৃহত্তর রূপে বাইবেলের প্রতি খ্ৰীষ্টিয়ান জগতের বিশ্বাসকে অবদমিত করিতেছে। ভুল ও রূপকথা আনন্দের সহিত গৃহিত হইতেছে যেন সতর্কীকৃত না হইয়া তাহারা যথেচ্ছ কর্মের পথে রত থাকিতে পারে; কারণ তাহারা তাহাদের জ্ঞানের ভিতরে ঈশ্বরকে ধারণ করিয়া রাখিতে চাহে না। তাহারা বলে,” যেমন অদ্যকার দিন, তেমনি কল্যও হইবে; তাহা অত্যন্ত অধিক বলিয়া মহাদিন হইবে।” কিন্তু তাহাদের অবিশ্বাস এবং ঈশ্বরবিহীন ভোগসুখের মধ্যে প্রধান দূতের রব ও ঈশ্বরের তুরীধ্বনি শোনা যায় ।LDEBeng 164.3

    যখন পৃথিবীর সমস্ত কিছু ব্যস্ত ক্রিয়া কলাপ, লাভের নিমিত্ত আত্মাভিলাষে মগ্ন, তখন যীশু চোরের ন্যায় আসিবেন। - Ms. 15b, 1886LDEBeng 164.4

    যখন ঈশ্বরের লোকেরা জগতের সহিত মিশিয়া তাহাদের ন্যায় জীবন যাপন করে এবং তাহাদের সহিত নিষিদ্ধ ভোগসুখে যোগদান করে; যখন জগতের বিলাসিতা মন্ডলীর বিলাসিতায় পরিণত হয়; যখন বিবাহের ঘন্টা ধ্বনি বাজিতে থাকে, এবং সকলে আগামী বহু বসরের সমৃদ্ধির দিকে চাহিয়া থাকে- তখন, আকাশের বিদ্যুতের ন্যায়; তাহাদের উজ্জ্বল দর্শন ও ভ্রান্তিজনক প্রত্যাশা হঠা স্তব্ধ হইয়া যাইবে । ---GC338,339 (1911)LDEBeng 164.5