Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

শেষকালিন ঘটনাবলি

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    মন্ডলীর প্রধান কার্য্যালয়গুলিতে ক্ষমতার অপব্যবহার

    জেনারেল কনফারেন্স নিজেই ভ্রান্ত ভাবানুভূতি এবং নীতিমালা দ্বারা কলুষিত হইয়াছে।......LDEBeng 37.2

    লোকেরা তাহাদের একতিয়ারভুক্ত লোকদের নিকট হইতে অবৈধ সুবিধা গ্রহণ করিয়াছে। তাহারা ব্যক্তিবর্গকে বশ্যতা স্বীকার করাইতে স্থির সিদ্ধান্ত হইয়াছে; হয় শাসন করিবে নয় ধ্বংস করিবে।......LDEBeng 37.3

    স্বেচ্ছাচারী ক্ষমতার উদ্ভব হইয়াছে যেন পদাধিকার মানুষকে দেবতা করিয়া তুলিয়াছে, আমাকে ভীত করিয়াছে; ইহা ভয়ের কারণ হওয়া উচি। যেথায় যদ্বারা ইহা ব্যবহার করা হউক, ইহা একটি অভিশাপ। - TM 359-361 (1895).LDEBeng 37.4

    যদিও মুষ্টিমেয় কয়েক জনকে সর্বাংশে অতিরিক্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হইয়াছে, ইহাদের অনেকে ঈশ্বরকে তাহাদের উপদেষ্টা বলিয়া মানে না। এই ব্যক্তিবর্গ বিদেশের কার্য্যে প্রয়োজনীয় বিষয়াদি সম্পর্কে কী জানে? তথ্য জিজ্ঞাসা করিলে তাহারা কিরূপে জানিবে কোন প্রশ্নে কী সিদ্ধান্ত দিতে হইবে? উত্তর দিতে দেরী না হইলেও বিদেশ হইতে উত্তর পাইতে তিন মাস সময় লাগিবে । - TM 321 (1896).LDEBeng 37.5

    যাহারা দূরদেশে বাস করে তাহারা প্রথমে ব্যাটল-ক্রীকের অনুমতি না লইয়া তাহাদের বিচারে ঠিক বলিয়া কোন কিছু করিবেন। অগ্রসর হইবার পূর্বে তাহারা তথা হইতে হ্যাঁ বা না উত্তরের অপেক্ষায় থাকিবে। -SPT-A(9) 32(1896).LDEBeng 37.6

    এক ব্যক্তিকে জেনারেল কনফারেন্সের প্রেসিডেন্ট মনোনীত করা উচি নয়। জেনারেল কনফারেন্সের কার্য্য বিস্তৃতি লাভ করিয়াছে, এবং কিছু কিছু বিষয় অপ্রয়োজনীয় ভাবে জটিল করা হইয়াছে। উপলব্ধি করিবার আগ্রহের অভাব পরিলক্ষিত হইতেছে। ক্ষেত্রকে বিভাগ করিতে হইবে, বা কার্য্যের বর্তমান, ধারা বদল করিবার উপায় খুঁজিতে হইবে। সেভেন্থ-ডে অ্যাডভেন্টিষ্ট মণ্ডলী, ১৮৬৩ খ্রীষ্টাব্দে ৩৫০০ জন সদস্য, ৬টি কনফারেন্স, ৩৩ জন যাজকীয় কর্মচারী ও তিন সদস্য বিশিষ্ট একটি জেনারেল কনফারেন্স লইয়া, সংগঠিত হয়। জেনারেল কনফারেন্সর প্রেসিডেন্ট এই ক্ষুদ্র সংগঠনের নিমিত্ত প্রয়োজনীয় নেতৃত্ব ও পরামর্শ দিতে পারিত। তিনি ব্যক্তিগতভাবে সকল জরুরী সভাসমিতি এবং পাবলিশিং কাজের সহিত জড়িত সকল সভায় যোগদান করিতে পারিতেন। ১৮৯৬ খ্রীষ্টাব্দের মধ্যে মন্ডলী যুক্তরাষ্ট্রে বহুবৃদ্ধি লাভ করে ইউরোপ, অস্ট্রেলিয়া এবং আফ্রিকায় বিস্তৃতি লাভ করে। তখন একজন লোকের পক্ষে এই বহুদূর প্রসারিত কার্য্য যথাযথ তত্ত্বাবধান ও নির্দেশনা করা সম্ভব ছিল না। ঈলেন হোয়াই ক্ষেত্রে বিভাগ সুপারিশ করিলেন। যেন সমগ্র পৃথিবীর সদস্যগণ উপদেশের নিমিত্ত একটি মাত্র ব্যক্তির দিকে চাহিয়া না থাকে। ইউনিয়ন কনফারেন্স এবং পৃথিবীর বিভাগগুলি সৃষ্টি করিয়া এই উপদেশ কার্য্যকরী করা হইয়াছে। -TM 342 (1890).LDEBeng 37.7