Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

শেষকালিন ঘটনাবলি

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    সমৃদ্ধ সুরেলা সঙ্গীতে ঈশ্বরের প্রশংসা

    তথায় সুর ও সঙ্গীত থাকিবে, এরূপ সুর ও সঙ্গীত, ঈশ্বরের দর্শন ব্যতিরেকে কোন মর্ত্যের কর্ণ কখনও শ্রবণ করে নাই বা মন ধারণ করে নাই ।LDEBeng 211.4

    মুক্তি প্রাপ্তেরা তাহাদের অভিজ্ঞতার যে গীত গান করিবে, তাহা ঈশ্বরের গৌরব ঘোষণা করিবে: “মহৎ ও আশ্চর্য্য তোমার ক্রিয়া সকল হে প্রভু ঈশ্বর; সর্বশক্তিমান; ন্যায্য ও সত্য তোমার মার্গ সকল, হে জাতিগণের রাজন্য! হে প্রভু, কে না ভীত হইবে? এবং তোমার নামের গৌরব কে না করিবে? কেননা একমাত্র তুমিই সাধু” (প্রকা ১৫:৩,৪]। —ED 307-309 (1903).LDEBeng 211.5

    সর্বদা একজন দূত পরিচালনা করেন, তিনি প্রথম বীণা স্পর্শ করেন ও একটি স্বরে আঘাত করেন, পরে সকলে সমৃদ্ধ, স্বর্গীয় বিশুদ্ধ সঙ্গীতে যোগদান করেন। ইহা অবর্ণনীয় । ইহা সুস্বর স্বর্গীয় ঐশ্বরিক। IT 146 (1857).LDEBeng 212.1

    দূঃখপূর্ণ মানবের ন্যায় নহে, কিন্তু মহিমান্বিত এবং বিজয়ী রাজারূপে তিনি জৈতুন পর্বতের উপর দাঁড়াইবেন, ইব্রীয় হাল্লিলুয়া, পরজাতীয় হোশান্না ধ্বনির সহিত মিলিত হইয়া মুক্তি প্রাপ্তদের স্বর একটি পরাক্রম শালী দলের ন্যায় উচ্চ জয়ধ্বনি করিয়া বলিল। ইনিই সকলের প্রভু, তাঁহাকে মুকুটে বিভূষিত কর। — DA 830LDEBeng 212.2