Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

শেষকালিন ঘটনাবলি

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    উন্নতি সাধনকারী সঙ্গীত

    ইস্রায়েল-সন্তানেরা প্রান্তরের মধ্যদিয়া যাইবার কালে যেরূপ ধর্মীয় সঙ্গীত গাহিয়া পথ চলিত, সেইরূপ ঈশ্বর তাঁহার সন্তানদিগকে তাহাদের বর্তমান যান্ত্রিকের জীবন সঙ্গীতানন্দমুখর করিতে নির্দেশ দিয়াছেন (আহবান করিয়াছেন)। সঙ্গীত দ্বারা আবৃত্তি করিয়া তাঁহার বাক্য যেরূপ স্মরণে রাখা যায়, ইহা অপেক্ষা বেশী কার্যকর আর কোন পন্থা নাই। এইরূপ সঙ্গীতের চমৎকার শক্তি রহিয়াছে। ইহার রূঢ় এবং অমার্জিত প্রকৃতিকে দমন, চিন্তাকে শক্তিশালী, সহানুভূতিকে জাগ্রত, কার্য্যে সমন্বয়তার উন্নতিবিধান, হতাশ এবং সাহস বিনাশকারী ও প্রচেষ্টা করিবার শক্তিকে দূর করিবার শক্তি রহিয়াছে। Ed 167,168 (1903)LDEBeng 62.6

    স্বর্গীয় প্রাঙ্গনে সঙ্গীত ঈশ্বরের উপাসনার একটি অঙ্গ, এবং আমাদের প্রশংসা সঙ্গীতে আমরা চেষ্টা করিব যেন স্বর্গীয় গায়কদলের সমতানের যতদূত সম্ভব নিকটবর্তী হইতে পারি--ধর্মীয় উপাসনায় সঙ্গীত প্রার্থনার ন্যায় একটি উপাসনা কাৰ্য্য। - PP594 (1890).LDEBeng 63.1

    বাদ্যযন্ত্রের ব্যবহার মোটেই আপত্তিকর নহে। এগুলি প্রাচীন কালে উপাসনা সভায় ব্যবহৃত হইত । উপাসনাকারীরা বীণা ও করতাল সহযোগে ঈশ্বরের প্রশংসা করিত এবং সঙ্গীত আমাদের উপাসনা সভায় যথাস্থানে থাকিবে। -Ev 500, 501 (1898).LDEBeng 63.2