Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

শেষকালিন ঘটনাবলি

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ত্রয়োদশ অধ্যায়—শেষ বর্ষা

    আত্মার কার্য্য বৃষ্টির ন্যায়

    “তিনি... প্রথমত : তোমাদের নিমিত্ত অগ্রিম ও উত্তর বর্ষার জল বর্ষাইলেন। পূর্বদেশে বপন কালে অগ্রিম বর্ষা বর্ষিত হয়। বীজের অঙ্কুরোদগমের নিমিত্ত ইহা প্রয়োজন। সারবন্ত বর্ষার প্রভাবে কচি অঙ্কুর গজাইয়া উঠে। শেষ বর্ষা মৌসুমের শেষে পতিত হইয়া শস্য পাকাইয়া চয়নোপযোগী করিয়া তুলে। সদাপ্রভু প্রকৃতির এই কাৰ্য্যকলাপকে পবিত্র আত্মার কার্য্যের সহিত তুলনা করিয়াছেন। সখরিয় ১০৪ ১; হোশো ৬৪৩; যোয়েল ২৪ ২৩, ২৮ দেখুন । LDEBeng 131.1

    শিশির ও বৃষ্টি প্রথমে বীজের অঙ্কুরোদগমের নিমিত্ত দত্ত হয়, পরে শস্য পাকিবার নিমিত্ত, তদ্রুপ আধ্যাত্মিক বৃদ্ধি সাধনে এক ধাপ হইতে অন্য ধাপে লইয়া যাইবার নিমিত্ত পবিত্র আত্মা প্রদত্ত হয়। শস্য পাকার অর্থ একটি আত্মায় ঈশ্বরের অনুগ্রহের কাৰ্য্যে সমাপ্তি। পবিত্র আত্মার শক্তিতে চরিত্রে ঈশ্বরের নৈতিক প্রতিমূর্তি সিদ্ধ হইতে হইবে। আমাদিগকে সম্পূর্ণভাবে খ্রীষ্টের ন্যায় রূপান্তরিত হইতে হইবে ।LDEBeng 131.2

    শেষ বর্ষা দ্বারা শস্য পাকাইবার অর্থ আধ্যাত্মিক অনুগ্রহ দ্বারা মন্ডলীকে মনুষ্যপুত্রের আগমনের নিমিত্ত প্রস্তুতকরণ। কিন্তু অগ্রিম বর্ষণ না হইলে জীবন থাকিবে না; সবুজ পত্র গজাইবে না। অগ্রিম বর্ষা তাহার কার্য্য না করিলে, শেষ বর্ষা বীজকে পুষ্ট করিতে পারে না। —TM 506 (1897).LDEBeng 131.3

    ক । সামগ্রিকভাবে মন্ডলীর প্রতি ঐতিহাসিক প্রয়োগ ৩১ খ্রীষ্টাব্দে পঞ্চাশত্তমীর দিনে অগ্রিম বর্ষা বর্ষিত হইয়াছিলLDEBeng 131.4

    খ্রীষ্টের আজ্ঞার ‘বাধ্য থাকিয়া, তাহারা (শিষ্যেরা) পিতার প্রতিজ্ঞা অনুসারে পবিত্র আত্মার বর্ষণের নিমিত্ত যিরূশালেমে অপেক্ষা করিতেছিল। তাহারা অলসতায় সময় কাটায় নাই। শাস্ত্রে বলে, তাহারা, “নিরন্তর ধর্মধামে থাকিয়া ঈশ্বরের ধন্যবাদ করিতে থাকিলেন” (লূক ২৪: ৫৩)।...LDEBeng 131.5

    শিষ্যেরা যখন প্রতিজ্ঞার পূর্ণতার নিমিত্ত অপেক্ষা করিতেছিল, তাহারা তাহাদের অন্তকরণ প্রকৃত অনুতাপে নম্র করিল এবং তাহাদের অবিশ্বাস স্বীকার করিল।... লোকদের সহিত সাক্ষা করিবার যোগ্য হইতে এবং দৈনিক মেলামেশায় পাপীদিগকে খ্রীষ্টের নিকট আনিবার যোগ্য বাক্য ব্যবহার করিবার নিমিত্ত শিষ্যগণ গভীর একাগ্রতার সহিত প্রার্থনা করিল। সকল প্রকার ভেদাভেদ ভুলিয়া, শ্রেষ্টত্বলাভের ইচ্ছা ত্যাগ করিয়া তাহারা খ্রীষ্টিয়ান সহভাগিতায় একে অন্যের নিকটবর্তী হইল। —AA 35-37 (1911).LDEBeng 132.1

    যখন শিষ্যগণ সম্পূর্ন ঐক্যমতে আসিল, যখন তাহারা আর উচ্চপদের চেষ্টা করিল না, তখন আত্মা বর্ষিত হইল। —ST 20 (1904).LDEBeng 132.2

    প্রেরিতগণের সময়ে আত্মার বর্ষণ অগ্রিম বর্ষার আরম্ভ ছিল, ফলাফল গৌরবান্বিত ছিল। শেষকাল পৰ্য্যন্ত আত্মা খাঁটি মন্ডলীর সহিত থাকিবেন। —AA 54,55 ( 1911).LDEBeng 132.3