Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

শেষকালিন ঘটনাবলি

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    আশ্চর্য্য কাৰ্য সকল বাইবেলের স্থলাভিষিক্ত হইতে পারে না।

    যাহাদের মাধ্যমে এই সকল আরোগ্য কার্য্য সাধিত হয় তাহাদের যদি এই সকল প্রকাশ প্রাপ্তির নিমিত্ত ঈশ্বরের ব্যবস্থা অবহেলা এবং অবাধ্য হইতে থাকা হইতে অব্যাহতি দেওয়া যায়, যদিও তাহাদের যাহা কিছু করিবার শক্তি থাকে, ইহার অর্থ এই নহে যে তাহাদের ঈশ্বরের মহা শক্তি রহিয়াছে। ইহার বিপরীতে, ইহা মহা প্রতারকের চিহ্ন কার্য্য করিবার শক্তি। — 2SM50, 51, ( 1885).LDEBeng 121.1

    আশ্চর্য্য কার্য্যের প্রকাশ গুলি কখনও বাইবেলের স্থলাভিষিক্ত হইতে পারিবে না । সত্য অবশ্যই অধ্যয়ন করিতে হইবে, ইহা গুপ্ত ধনের ন্যায় অন্বেষণ করিতে হইবে। আশ্চর্য্য উদ্দীপনাদি বাক্যের দত্ত হইবে না বা উহার স্থলভিত্তিক হইবে না। বাক্যের সহিত দৃঢ়ভাবে অনুরক্ত থাকুন, যাহা মনুষ্যদের পরিত্রাণ সম্পর্কে জ্ঞানবান করে সেই মনে গাথিয়া থাকা বাক্য গ্রহণ করুন। —2SM 48 (1894).LDEBeng 121.2

    শেষ মহা প্রতারণা শীঘ্রই আমাদের সম্মুখে উন্মোচিত হইতে যাইতেছে। খ্রীষ্টারি আমাদের দৃষ্টি গোচরে তাহার আশ্চর্য্য কার্য্য সাধন করিতে যাইতেছে। নকল সত্যের এত অনুরূপ হইবে যে, পবিত্র শাস্ত্র কলাপ ব্যতিরেকে তাহাদের পার্থক্য নির্ণয় করা অসম্ভব হইবে। ইহাদের সাক্ষ্য দ্বারা প্রতিটি বক্তব্য এবং প্রতিটি চিহ্ন কার্য্য পরীক্ষিত হইতে হইবে। —GC 593 (1911).LDEBeng 121.3