Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

শেষকালিন ঘটনাবলি

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    অল্পজ্ঞ বিশ্বাসীগণ আনুষ্ঠানিকভাবে বিশ্বাস পরিত্যাগ করিবে

    শান্তি ও সমৃদ্ধির সময়ে মন্ডলী যাহা করিতে অবহেলা করিয়াছে তাহা তাহাকে নিরুসাহকারী এবং ভীতিকর পরিস্থিতির মধ্যে করিতে হইবে। বিশ্বাসের শত্রুগণ দ্বারা জগতের সহিত সম্পৃক্ততা নিস্তব্ধ করা বা ঠেকাইয়া রাখার বিরূদ্ধে প্রবল সতর্কবানী উচ্চারিত হইবে । এই সময় অল্পজ্ঞ, রক্ষণশীলএই স্থলে ঈলেন হোয়াইট ধর্মীয় রক্ষণশীল ও তাহাদের উদার বিরোধী অংশের মধ্যে বৈষম্য দেখাইতেছেন না; তিনি তাহাদের বর্ণনা করিতেছেন যাহারা জাগতিক সম্পৃক্ততা প্রথমে ও ঈশ্বরের কার্য্যকে দ্বিতীয় স্থানে রাখে। ১২৪ শ্রেণী, যাহাদের প্রভাবে কার্য্যে অগ্রগতি অবদমিত হইয়াছে; তাহারা আনুষ্ঠানিক ভাবে বিশ্বাস পরিত্যাগ করিবে। — 5 T 463 (1885)..LDEBeng 124.7

    শয়তান যদি দেখে যে সদাপ্রভু তাঁহার লোকদের আশীর্ব্বাদ করিতেছেন এবং তাহার প্রতারণা সমূহ বুঝিতে তাহাদিগকে প্রস্তুত করিতেছেন, সে একদিকে গোঁড়ামী অপরদিকে আচারনিষ্ঠতা আনিবার নিমিত্ত তাহার দক্ষ শক্তি প্রয়োগ করিবে, যেন অনেক আত্মা চয়ন করিতে পারে। — 2 SM 19 (1890).LDEBeng 124.8

    সত্যে পারদর্শী হইবার নিমিত্ত যাহাদের সুযোগ ও সুবিধা রহিয়াছে অথচ ঈশ্বর যাহা করিতে চাহেন তাহারা তাহার বিরূদ্ধে কার্য্য করিতে থাকে, তাহারা অপসারিত হইবে, কারণ ঈশ্বর বিভক্ত আসক্তির কোন লোকের সেবা গ্রহণ করেন না। -MS 64, 1898.LDEBeng 125.1

    পরীক্ষা যতই আমাদের চতুর্দিকে চাপিয়া আসিবে, আমাদের দলে সংযুক্তি এবং বিভক্তি দেখা যাইবে। অনেকে যাহারা এখন যুদ্ধার্থে অস্ত্র গ্রহণ করিতে প্রস্তুত প্রকৃত সঙ্কট উপস্থিত হইলে দেখা যাইবে তাহারা দৃঢ় প্রস্তরের উপরে ভিত্তি স্থাপন করে নাই; তাহারা প্রলোভনে নতি স্বীকার করিবে। যাহাদের নিকট মহা জ্যৌতি এবং মূল্যবান সুযোগ ছিল কিন্তু তদ্বারা উন্নতি সাধন করে নাই তাহারা এ অজুহাত সে অজুহাতে, আমাদের নিকট হইতে বাহির হইয়া যাইবে। - 6 T 400 (1900).LDEBeng 125.2