Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

শেষকালিন ঘটনাবলি

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    গাম্ভীর্যপূর্ণ অনুচিন্তনের সময়

    যাহারা ঈশ্বরকে ভয় করে তাহাদের অনুচিন্তনের নিমিত্ত যদি কোন দিন সময় আসিয়া থাকে,তাহা এখনই, যখন ব্যক্তিগত ধার্মিকতা প্রয়োজন। এই অনুসন্ধান করিতে হইবে, “আমি কী, এবং এই সময়ে আমার কর্ত্তব্য কী? কাহার পক্ষে আমি কাৰ্য্য করিতেছি খ্রীষ্টের পক্ষে না শত্রুর পক্ষে?” প্রত্যেক নর-নারী ঈশ্বরের সম্মুখে নত হউক, কারণ আমরা নিশ্চিতরূপে প্রায়শ্চিত্তের মহা দিনে বাস করিতেছি। অনেকের মামলা ঈশ্বরের সম্মুখে দিয়া পুনর্বিবেচনার নিমিত্ত যাইতেছে, কারণ তাহারা কবরে কিছু সময়ের নিমিত নিদ্রা যাইবে। সেই দিনে আপনার বিশ্বাসের ঘোষণা নহে কিন্তু প্রেমের অবস্থা নিশ্চয়তা প্রদান করিবে । আত্ম-মন্দির কি কলুষতামুক্ত হইয়াছে? আমার পাপগুলি কি স্বীকারকৃত এবং আমি কি তাহা মুছিয়া ফেলার জন্য ঈশ্বরের সম্মুখে অনুতপ্ত? আমি কি নিজেকে খুব লঘুরূপে বিবেচনা করিতেছি? যীশু খ্রীষ্টের জ্ঞানের উৎকর্ষতা লাভের নিমিত্ত যে কোন আত্মত্যাগ করিতে প্রস্তুত আছি? আমি কি সর্বদা অনুভব করি যে আমি নিজের নহি কিন্তু খ্রীষ্টের; এবং আমি যাহার আমার সমস্ত কর্ত্তব্য ঈশ্বরের ? —Ms 87, 1886LDEBeng 53.4

    আমাদের নিজেদিগকে জিজ্ঞাসা করা উচিৎ, ” আমরা কিসের নিমিত্ত বাঁচিয়া রহিয়াছি এবং কার্য্য করিতেছি? এবং ইহার সমষ্টিগত ফলাফল কী? ” —ST Nov. 21, 1892.LDEBeng 53.5