Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

শেষকালিন ঘটনাবলি

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    গ্রামে চরিত্র গঠন করা সহজতর

    পিতা মাতারা সন্তান-সন্ততি লাইয়া শহরে ভীড় করেন, কারণ তাহারা মনে করিয়া থাকেন যে শহরে জীবিকা উপার্জন গ্রামীণ এলাকা হইতে সহজতর । সন্তানেরা যখন স্কুলে থাকে না তখন আর কোন কিছু করিবার থাকেনা বলিয়া রাস্তার শিক্ষা গ্রহণ করে । মন্দ সহযোগীদের নিকট হইতে তাহারা মন্দ অভ্যাস ও ক্ষতিকর আমোদ প্রমোদে লিপ্ত হয়। —5 T 232 (1882).LDEBeng 71.4

    সন্তানদিগকে শহরে অবস্থিত স্কুলে প্রেরন করুন, তথায় প্রলোভনের সকল প্রকার আকর্ষণ তাহাদিগকে নীতিভ্রষ্ট করিবার নিমিত্ত অপেক্ষা করিতেছে, এবং তথায় চরিত্র গঠনের কার্য্য পিতামাতা ও সন্তানদের পক্ষে দশগুণ বেশী কষ্টকর। — FE 326 (1894).LDEBeng 71.5

    শহরগুলি প্রলোভনে ভরপুর । আমরা আমাদের কার্য্য এরূপভাবে পরিকল্পনা করিব যেন আমরা আমাদের যুব সন্তানদিগকে এই দুষণ হইতে যথা সম্ভব দূরে রাখিতে পারি । -AH 136 (1902).LDEBeng 71.6

    আমাদের লোকদের শহর হইতে তাহাদের পরিবার লইয়া আরও নিভৃত এলাকায় যাইবার সময় হইয়াছে, নচে অনেক যুব এবং অনেক বয়স্ক ব্যক্তিগণও শত্রুদ্বারা অপহৃত হইবে। —8T101 (1904).LDEBeng 72.1

    শহরে বসবাস করিয়া শতকরা একটি পরিবারও শারীরিক মানসিক বা আধ্যাত্মিকভাবে উন্নতি লাভ করিতে পারিবে না। পাহাড় পর্বত ধান ক্ষেত ও বৃক্ষরাজী বিশিষ্ট নিভৃত এলাকায় বিশ্বাস, আশা, প্রেম, সুখ ইত্যাদি উত্তমরূপে আহরণ করা যায় । আপনার সন্তানদিগকে শহরের দৃশ্য ও ধ্বনি সমূহ হইতে দূরে। গাড়ীঘোড়ার খটর খটর শব্দ হইতে দূরে লইয়া গেলে তাহাদের মন আরও সুস্থ হইবে। দেখা যাইবে ঈশ্বরের বাক্যের সত্য তাহাদের অন্তরে গাঁথিয়া তুলিতে সহজতর হইবে। —AH 137 (1905). LDEBeng 72.2