Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

শেষকালিন ঘটনাবলি

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    প্রথম অধ্যায়—পৃথিবীর শেষ সঙ্কট

    ভবিষ্য সম্পর্কে ব্যাপক উকণ্ঠা

    সকল জীবিতদের নিকট বর্তমান একটি আচ্ছন্নকারী আকর্ষণের সময়। শাসক ও রাষ্ট্রনায়ক, আস্থা ও ক্ষমতাবান ব্যক্তিবর্গ, সর্বশ্রেণীর চিন্তাশীল নরনারীগণ আমাদের চতুর্দিকে ঘটমান ঘটনাবলির উপরে দৃষ্টি নিবদ্ধ করিয়া রাখিয়াছেন। তাহারা জাতিগণের মধ্যে স্থিত সম্পর্কের প্রতি লক্ষ্য রাখিতেছেন। প্রতিটি জাগতিক বিষয় যেরূপ প্রচন্ডতা বিশিষ্ট হইতেছে তাহা তাহারা দেখিয়া বুঝিতে পারিতেছেন যে, সে কোন বৃহৎ ও চূড়ান্ত কিছু ঘটিতে যাইতেছে পৃথিবী একটি বিস্ময়াবহ সংকটের অতিনিকটে উপস্থিত হইয়াছে --PK537 (C 1914). জলে এবং স্থলে নানা প্রকার দুর্ঘটনা, সমাজে অস্থিরতা, যুদ্ধের জনরব ইত্যাদি পূর্বলক্ষণ সূচক । ইহারা বিশাল গুরুত্ব পূর্ণ কোন ঘটনাবলির আগমনের পূর্বাভাস দিতেছে। মন্দতার সকল পরিবেশকগণ তাহাদের সকল শক্তি একত্রিত করিতেছে ও সংগঠিত হইতেছে। তাহারা অন্তিম সঙ্কটের নিমিত্ত শক্তি বৃদ্ধি করিতেছে । আমাদের পৃথিবীতে শীঘ্রই বিরাট কিছু পরিবর্তন সাধিত হইতে যাইতেছে, এবং শেষ আন্দোলনগুলি দ্রুত হইবে । ITII (1909)।LDEBeng 9.1

    শীঘ্রই গোলযোগ পূর্ণ সময় আসিতেছে শেষকাল অবধি বৃদ্ধি পাইতে থাকিবে এমন সঙ্কটময় কাল দ্বারে উপস্থিত। আমাদের ক্ষেপণ করিবার মত সময় নাই।LDEBeng 9.2

    পৃথিবী যুদ্ধের প্রভাবে আলোড়িত হইতেছে। দানিয়েল এগারো অধ্যায়ের ভবিষ্যদ্বানী গুলি প্রায় চূড়ান্ত সফলতার নিকট পৌঁছিয়াছে। —RH NOV, 24, 1904.LDEBeng 9.3

    সংকটের কাল -যাহা মনুষ্যজাতির স্থিতিকাল অবধি সেই সময় পৰ্য্যন্ত কখনও হয় নাই (দানি ১২:১) তাহা আমাদের উপরে উপস্থিত হইয়াছে এবং আমরা ঘুমন্ত কুমারীদের ন্যায় রহিয়াছি । আমাদিগকে সজাগ হইতে হইবে ও প্রভু যীশুর নিকট প্রার্থনা করিতে হইবে, যেন আমাদের সবুখস্ত পরীক্ষার সময়, তিনি আপন অনন্তকাল স্থায়ী পক্ষের নীচে আমাদিগকে স্থাপন করিয়া উদ্ধার করেন। - 3MR305 (1906) পৃথিবী উত্তরোত্তর যথেচ্ছাচারী হইয়া উঠিতেছে। শীঘ্রই জাতিগণের এমন ভয়ানক সঙ্কট উপস্থিত হইবে যাহা যীশুর আগমনের পূর্বে শান্ত হইবে না। RH Feb. II, 1904.LDEBeng 9.4

    আমরা সংকট কালের খুবই নিকটবর্তী হইয়াছি, এবং যে জটিল অবস্থার কথা আমরা স্বপ্নেও ভাবিনাই তাহা আমাদের সম্মুখে উপস্থিত হইয়াছে। ৯ক ৪৩ (১৯০৯). আমরা যুগযুগের সংকটের প্রবেশ দ্বারে দাঁড়াইয়া রহিয়াছি। অগ্নি, জল প্লাবন, ভূমি কম্পের সহিত যুদ্ধ ও রক্তপাত ইত্যাদি ঈশ্বরের দন্ডাজ্ঞা দ্রুত একের পর এক আসিয়া পড়িবে । PK 278(C. 1914).LDEBeng 10.1

    আমাদের সম্মুখে ঝঞ্জাপূর্ণ সময় আসিতেছে, কিন্তু আমরা যেন অবিশ্বাস এবং হতাশার কোন শব্দ উচ্চারণ না করি। Chs136 (1905).LDEBeng 10.2