Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

শেষকালিন ঘটনাবলি

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    রবিবার আধ্যাত্মিক কার্যকলাপে নিয়োজিত থাক

    যদি রবিবার আইন বলবৎ হয় তোমরা কী করিবে সে সম্পর্কে তোমাদের প্রশ্নাদির উত্তর দিতে আমি চেষ্টা করিব। তোমরা যে সময়ের দিকে অগ্রসর হইতেছ, ঠিক সেই সময় যখন আমরা আশা করিতেছিলাম তখন সদাপ্রভু আমাকে দর্শন দিলেন যে, যখন লোকেরা নিম্ন হইতে কোন শক্তি দ্বারা রবিবার পালন বলব করিবার নিমিত্ত চালিত হইবে, তথা সেভেন্থ-ডে অ্যাডডেন্টিষ্টগণ তাহাদের বুদ্ধি ব্যবহার করিয়া সেই দিন সাধারণ কার্য্য না করিয়া মিশনারী কার্য্যে ব্যাপৃত থাকিবে ।LDEBeng 100.4

    প্রকাশ্যে রবিবার আইনের বিরোধীতা করিলে যাহারা এই সকল বলব করিবার চেষ্টা করিতেছে সেই সকল ধর্মীয় মৌলবাদীগণকে তাহাতে অত্যাচার বাড়াইয়া দিতে সাহায্য করিবে। তোমরা আইন অমান্যকারী বলিতে তাহাদিগকে সুযোগ দিবে না ।....যে কার্য্য অপরাধ বলিয়া গণ্য হইতে পারে তাহা হইতে বিরত থাকিয়া বুদ্ধি পূর্বক শান্তিরক্ষা করা অনুভব করে বলিয়া কেহ পশুর ছাপ ধারণ করে না।.....LDEBeng 101.1

    সদাপ্রভুর নিমিত্ত বিভিন্ন ধরণের কার্য্য সম্পাদন করিয়া রবিবার দিনটিকে ব্যবহার করা যাইতে পারে। এই দিনে উন্মুক্ত সভা এবং কুটির সভা করা যাইতে পারে। গৃহে গৃহে কার্য্যকরা যাইতে পারে। লেখকের এইদিনটি তাহাদের প্রবন্ধটি লিখিবার নির্মিত্ত ব্যবহার করিতে পারে। যখন সম্ভব, রবিরার ধর্মীয় অনুষ্ঠনাদি অনুষ্ঠিত হইতে পারে। এই সভাগুলিকে প্রাণবন্ত ও আকর্ষণীয় করা। খাঁটি উদ্দীপনামূলক গান কর, ত্রাণকর্তার প্রেম সম্পর্কে শক্তি ও আস্থার সহিত কথা বল। -9T232, 233 (1909)LDEBeng 101.2