Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

শেষকালিন ঘটনাবলি

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    শহর হইতে দূরে

    যত শীঘ্র সম্ভব শহর ছাড়িয়া, একটি বাগান করা যায়, যেখানে আপনার সন্তানেরা ফুল ফুটিতে দেখিতে পায় এবং তথা হইতে সহজসরল ও বিশুদ্ধতা শিক্ষা করিতে পারে এমন একটি জমি ক্রয় করুন। -2 SM 356 (1903).LDEBeng 69.3

    শহর হইতে বাহিরে, ইহাই আমার এই-সময়ের বার্তা। নিশ্চিত হউন যে বৃহ শহর হইতে বহু দূরে বসবাস করিতে হইবে। সান ফ্রান্সিসকো শহরের (ঢাকা শহর) দিকে বর্তমানে চক্ষু ফিরাইলেই মেধাবী মনকে বলিয়া দিবে, শহর ছাড়িয়া যাইবার প্রয়োজনীয়তা দেখাইয়া দিবে।---LDEBeng 69.4

    প্রভু তাহার লোকদিগকে শহর হইতে বহুদূরে বসবাস করিতে বলিয়াছেন, কারণ এমন এক সময় আসিবে যখন এই সকল শহরের উপরে আকাশ হইতে অগ্নি ও গন্ধক বৃষ্টি হইবে। তাহাদের পাপের আনুপাতিক হারে উপদ্রব আসিবে। যখন একটি শহর ধ্বংস হইবে তখন আমাদের লোকেরা বিষয়টি লঘুরূপে জ্ঞান না করুক এবং চিন্তা না করুক যে অনুকুল পরিবেশ হইলে ঐ ধ্বংস প্রাপ্ত শহরে তাহাদের বাসস্থান নির্মাণ করিবে।---LDEBeng 70.1

    যাহারা এই সকল বিষয়ের অর্থ বুঝিবে তাহারা প্রকাশিত বাক্যের ১১ অধ্যায় পাঠ করুক । প্রত্যেকটি পদ পাঠ করুন এবং শহরগুলিতে ঘটিতব্য বিষয়গুলি শিক্ষা করুন। একই পুস্তকের ১৮ অধ্যায় যে দৃশ্যবলী বর্ণনা করা আছে তাহাও পাঠ করুন। — MR 1518 (May101906).LDEBeng 70.2

    পিতারা ও মাতারা যাহারা এক প্রস্থ জমির ও একটি আরামদায়ক বাটির অধিকারী তাহারা রাজা ও রাণী। —AH 141 (1894)LDEBeng 70.3