Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

শেষকালিন ঘটনাবলি

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    চতুর্দশ অধ্যায়—উচ্চরব

    সকল মন্ডলীতে ঈশ্বরের রত্নরাজী রহিয়াছে

    সকল মন্ডলীতে ঈশ্বরের রত্নরাজী রহিয়াছে, এবং নামধারী ধর্মীয় জগৎকে অতিব্যস্তভাবে অভিযুক্ত করা আমাদের কার্য্য নহে। -4BC 1184 (1893).LDEBeng 141.1

    সকল মন্ডলীতে সদাপ্রভুর নিজস্ব প্রতিনিধি রহিয়াছে। যে পরিস্থিতিতে তাহাদের মনে ও প্রাণে বিশ্বাস উৎপাদন করা হইয়াছিল, তাহাতে তাহাদিগকে শেষ কালিন বিশেষ পরীক্ষামূলক সত্য প্রদান করা হয় নাই; এই কারণে আলো প্রত্যাখান করিয়াও তাহারা ঈশ্বরের সহিত যোগাযোগ ভঙ্গ করে নাই। — 6b 70, 71 (1900).LDEBeng 141.2

    ক্যাথলিকদের মধ্যে অনেক অতি বিবেকবুদ্ধি সম্পন্ন খ্রীষ্টিয়ান রহিয়াছে, যাহারা তাহাদের উপরে পতিত আলো অনুযায়ী চলে এবং ঈশ্বর তাহাদের পক্ষে কাৰ্য্য করিবেন। —9T 243 (1909 ).LDEBeng 141.3

    প্রকাশিত বাক্যের অষ্টাদশ অধ্যায়ে ঈশ্বরের লোকদিগকে বাবিল হইতে বাহির হইয়া আসিতে বলা হইয়াছে। শাস্ত্র অনুসারে বাবিলে নিশ্চয়ই ঈশ্বরের অনেক লোক রহিয়াছে। কোন ধর্মীয় দলের মধ্যে খ্রীষ্টের অনুসারীদের বৃহত্তর অংশকে পাওয়া যাইবে? সন্দেহতীত ভাবে, তাহাদিগকে প্রটেষ্টান্ট বিশ্বাসধারী বিভিন্ন মন্ডলীতে পাওয়া যাইবে। - GC 383 (1911).LDEBeng 141.4

    যে সকল মন্ডলী দ্বারা বাবিল গঠিত, তাহাদের মধ্যে আধ্যাত্মিক অন্ধকার ও ঈশ্বর হইতে বিচ্ছেদ থাকা সত্ত্বেও খ্রীষ্টের প্রকৃত অনুসারীদের একটি বৃহৎ দলকে তাহাদের মতাবলম্বীদের মধ্যে এখনও পাওয়া যাইবে। - GC 390 (1911).LDEBeng 141.5