Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

শেষকালিন ঘটনাবলি

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    পার্শ্বপ্রসঙ্গ (গৌণ বিষয়) হইতে সাবধান

    ঈশ্বর তাঁহার লোকদের পাশ কাটাইয়া এই স্থানে বা ঐ স্থানে নিঃসঙ্গ কাহাকেও তাঁহার সত্যের একমাত্র বিশ্বাস যোগ্য ব্যক্তিরূপে মনোনীত করেন নাই। এক ব্যক্তিকে দলীয় প্রতিষ্ঠিত বিশ্বাসের বিরুদ্ধে তিনি নূতন কোন আলো প্রদান করেন না। প্রতিটি সংস্কারে ব্যক্তি বর্গ উঠিয়া এইরূপ দাবী করিয়াছে। ভ্রাতৃবর্গের উর্দ্ধে তাহাদিগকে ঈশ্বর বিশেষ আলো প্রদান করিয়াছেন বলিয়া কেহ আত্মবিশ্বাসী না হউক ।LDEBeng 65.8

    সত্যের সহিত সংঘাত দৃষ্ট হয় না এরূপ নূতন ও মৌলিক চিন্তা কেহ গ্রহণ করিতে পারে। সে এই অবস্থানে থাকে ও তাহার মনে হইতে থাকে ইহা সৌন্দর্য্য ও গুরুত্ব মন্ডিত, কারণ শয়তানের এই ভ্রান্ত রূপ দিবার ক্ষমতা রহিয়াছে। পরিশেষে ইহা সর্বশোষনকারী মূলচিন্তায় পরিণত হইয়া এমন একটি মহা বিন্দুতে পরিণত হয় যাহার চতুর্দিকে সব কিছু কেন্দ্রীভূত হয়, এবং অন্তর হইতে সত্য উৎপাটিত হয়।LDEBeng 66.1

    আমি আপনাদিগকে এই সকল গৌণ বিষয় হইতে সাবধান হইতে সতর্ক করিয়াছি, কারণ এই গুলির সত্য হইতে মনকে বিপথগামী করিবার প্রবণতা রহিয়াছে। ভুল সর্বদাই ক্ষতিকারক (ভুল কখনও অক্ষতিকর নহে)। ইহা কখনও পবিত্র করে না, ইহা সর্বদা বিশৃঙ্খলা ও বিবাদ আনয়ন করে। - 5T 291, 292 (1885).LDEBeng 66.2