Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

শেষকালিন ঘটনাবলি

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    নবাগতেরা প্রস্থানকারীদের স্থান গ্রহণ করিবে

    কেহ কেহ ঝাঁকুনীতে বাহির এবং পথে বিদায় লইয়াছে। যাহারা বিজয় এবং পবিত্রাণকে এত অধিক বহুমূল্য জ্ঞান করে অধ্যবসায় সহকারে অনুনয় বিনয় করে এবং মর্মবেদনায় কাতর হইয়াছে, তাহাদের সহিত অসর্তক ও নিরুৎসুকেরা যোগদান করে নাই এবং তাহা পায় নাই। তাহারা অন্ধকারে পিছনে পড়িয়াছিল এবং তাহাদের স্থান ত ৎক্ষণাৎ সত্য গ্রহণ করিয়া দলে আগতগণ কর্তৃক পূৰ্ণ হইয়াছে। —EW 271 (1858).LDEBeng 129.3

    খ্রীষ্ট যেমন বলিয়াছেন, তাহাদের শূন্যস্থানগুলি শেষ মুহূর্তে আগতদের দ্বারা পূর্ণ হইবে। এমন অনেকে রহিয়াছে যাহাদের সহিত ঈশ্বরের আত্মা সংগ্রাম করিতেছেন । যাহাদের [এখনও] সত্য জানিবার সুযোগ নাই, ঈশ্বরের ধ্বংসাত্মক দন্ডাজ্ঞার সময়, তাহাদের নিমিত্ত অনুগ্রহের সময়। সদাপ্রভু তাহাদের প্রতি কোমলতা পূর্ণ দৃষ্টিতে দেখিবেন । তাঁহার অনুগ্রহের অন্তর স্পর্শীত হইয়াছে, যাহারা প্রবেশ করিবে না তাহাদের নিমিত্ত দ্বার রুদ্ধকরা হইলেও তাঁহার হস্ত এখনও উদ্ধার করিবার নিমিত্ত বিস্তারিত। যাহারা এই শেষকালে প্রথম বারের মত সত্য শ্রবণ করিয়াছে, তাহাদের বৃহৎ সংখ্যক প্রবেশাধিকার লাভ করিবে। — Letter 103, 1903.LDEBeng 129.4

    পথের ধূলায় পতাকার পর পতাকা পড়িয়া রহিয়াছে, কারণ দলের পর দল সদাপ্রভুর দল ছাড়িয়া শত্রু পক্ষে যোগদান করিয়াছে ও গোষ্ঠীর পর গোষ্ঠী শত্রুপক্ষ ত্যাগ করিয়া ঈশ্বরের আজ্ঞাপালনকারীদের সহিত মিলিত হইয়াছে। —8T41 (1904).LDEBeng 130.1