Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

শেষকালিন ঘটনাবলি

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    পাঠকের প্রতি

    সেভেন্ট-ডে অ্যাডভেন্টিস্টগণ বিশ্বাস করেন যে, একটি বিভ্রান্ত ও মৃতপ্রায় পৃথিবীর নিকট খ্রীষ্টের আশু আগমনের সুসমাচার ঘোষণা করিবার নিমিত্ত ঈশ্বর বিশেষভাবে তাহাদিগকেই আহবান করিয়াছেন। ঈলেন হোয়াইট লিখিয়াছেন, “লোকদের সম্মুখে এই বিষয়টি রাখিতে যার পর নাই চেস্টা করিতে হইবে” (FE 336)। তাহার লিখিত “দ্য গ্রেট কনট্রোভার্সি বিটউইন খ্রাইস্ট অ্যান্ড সেটান” নামক গ্রন্থে তিনি সুস্পষ্টভাবে ভাবী গুরুত্বপূর্ন ও ভয়ংকর ঘটনাবলির রূপরেখা প্রদান করিয়াছেন। এই গ্রন্থের ন্যায় দ্বিতীয়টি নাই। তাহার লিখিত গ্রন্থাবলী হইতে সংকলিত মারানাথা নামক ১৯৭৬ খ্রীষ্টাব্দের পুস্তকটি ও বাইবেলের শেষ কালিন ভবিষ্যদ্বানীর পূর্ণতা সম্পর্কে বলে ।LDEBeng 5.1

    “লোকদের সম্মুখে এই বিষয়টি রাখিবার” অতিরিক্ত প্রচেষ্টা রূপে বর্তমান গ্রন্থ, শেষ কালিন ঘটনাবলী প্রস্তুত করা হইয়াছে। এই পুস্তকে সন্নিবেশিত বহু উদ্ধৃতি ঈলেন হোয়াইটের পূর্ব প্রকাশিত উস হইতে সংগ্রহ করা হইলেও বিষয়টি সম্পর্কিত বহু অংশ ইতোপূর্বে প্রকাশিত হয় নাই। পৃথিবীর সমাপ্তি ঘটনাবলী সম্পর্কিত ঈলেন হোয়াইটের সকল বক্তব্য অন্তর্ভূক্ত না করিলেও আমরা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ন গুলি অন্তর্ভূক্ত করিতে সচেষ্ট হইয়াছি।LDEBeng 5.2

    প্রত্যেক উদ্ধৃতির শেষে আমরা উস স্বীকৃতি এবং অংশটির রচনা কাল অথবা ঈলেন হোয়াইটের জীব কালে প্রকাশকাল উল্লেখ করিয়াছি। যে ক্ষেত্রে আমরা মনে করিয়াছি যে অতিরিক্ত তথ্য বা ব্যাখ্যা সাহায্য কারক হইবে আমরা তথায় পাদটিকা অন্তর্ভূক্ত করিয়াছি।LDEBeng 5.3

    শেষ কালিন ঘটনাবলি সম্পর্কে ঈলেন হোয়াইটের শিক্ষা আমরা যৌক্তিকভাবে সাজাইয়া উপস্থিত করিতে চেস্টা করিয়াছি। আমরা অবশ্যই ভবিষ্যতের সকল ঘটনা ঘটিবার নির্ভুল ধারাবাহিকতা রক্ষা করিতে পারিয়াছি বলিয়া দাবী করি না। আগামী দিন সমূহে ঈশ্বরের লোকেরা গুরুত্ব পূর্ণ বিষয়ের অভিজ্ঞতা লাভ করিবে, যখন প্রত্যেক কে “যেন সে ছাড়া এই পৃথিবীতে আর কেহ নাই” এইরূপ একাকী দাঁড়াইতে হইবে,LDEBeng 5.4

    তখন প্রত্যেক খ্রীষ্টিয়ানের, নিজস্ব অধ্যয়ন ও ঈশ্বরের সহিত তাহার ব্যক্তিগত সম্পর্কের উপর ভিত্তি মুক্ত, নিজস্ব দৃঢ় বিশ্বাস থাকা একান্ত আবশ্যক । ঈলেন হোয়াইট ঘোষণা করিয়াছেন যে”আমাদের ক্ষুদ্র পৃথিবী বিশ্বের শিক্ষা-পুস্তক হইবে” (DA ১৯) এবং অদৃশ্য জগ “অব্যক্ত আগ্রহ লইয়া” পৃথিবীর ইতিহাসের শেষ অংক লক্ষ্য করিতেছে” (PK ১৪৮)। আমরা যখন উত্তমের সহিত মন্দের মহা বিরোধের সহিত পৃথিবীর চূড়ান্ত ঘটনাবলির সম্পর্ক দেখিতে পাইব তখন আমরা যেন তাহা হইতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় গ্রহণ করিতে পারি। এবং যীশু যে শীঘ্র আসিতেছেন এই সত্য অন্যদের নিকট বন্টন করিতে পারি।LDEBeng 6.1

    ঈলেন জী হোয়াইট এস্টেটের LDEBeng 6.2

    অছিবৃন্দLDEBeng 6.3

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents