Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

যুবক যুবতিদের প্রতি বার্তা

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    বর্তমান সময়ের পুস্তক

    ইফিষের লােকদের যে মন্দতা ঘিরে রেখেছিল, সে রকম কিছুর জন্য মামরা তােমাদের দায়ী করি না, অথবা দাবি করি না যে, তােমরা জাদুবিদ্যা মভ্যাস করেছিলে, এবং ইন্দ্রজালের কৌশলের কাজ করেছিলে। আমরা বলি ৰা যে, তােমরা ইন্দ্রজালের প্রহেলিকা অনুসরণ করেছ; অথবা মন্দ আত্মার সঙ্গে যােগাযােগ করেছিলে। কিন্তু তােমরা কি সর্ব প্রকার মন্দতার সূচনাকারীর সঙ্গে যােগাযােগ করনি, সর্ব প্রকার রহস্যবৃত্ত ও নারকীয় কলাকৌশলের সঙ্গে যােগাযােগ করনি? তােমরা কি এই পৃথিবীর দেবতার পরামর্শ, যে বায়ুমণ্ডলের শক্তির অধিপতির পরামর্শ শুনছ না? তােমরা কি তার মিথ্যাচারের প্রতি বশীভূত হওনি, এবং তােমরা তার প্রতিনিধিগণের সঙ্গে কাজে যােগদান করনি। যা মন পরিবর্তনের পূর্বে তােমার জীবনের সঙ্গে ঐক্যে ছিল? তােমরা কি শয়তানের প্রতিনিধিগণের সঙ্গী একটি বিস্তৃত অনুভূতির মধ্যে ঐক্য রাখনি, এবং তােমার নিজের আত্মা এবং অন্যদের প্রতারিত করার কৌশল শেখনি?MYPBen 267.3

    জাদুবিদ্যার পুস্তক সম্পর্কে কি বলব? তােমরা কি পাঠ করছ? তােমরা কি কাজে তােমাদের সময় প্রয়ােগ করছ? তােমরা কি পবিত্র বাণী অধ্যয়নের চেষ্টা করই যেন ঈশ্বরের রব শুনতে পার, যিনি তােমার সঙ্গে কথা বলছেন? জগৎ এমন সব পুস্তকসমূহ দ্বারা প্লাবিত যেগুলাে সন্দেহের বীজ, এবং নাস্তিকতা বীজ বপন করছে এবং ঐ পুস্তকগুলাে হতে কম বেশি শিক্ষা লাভ করছ, আর ওগুলাে যাদু বিদ্যার বই। ঐগুলাে আমাদের মন থেকে ঈশ্বরকে বের করে দেয় এবং প্রকৃত মেষপালকের কাছ থেকে আত্মাকে পৃথক করে দেয়।MYPBen 268.1