Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

যুবক যুবতিদের প্রতি বার্তা

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    সন্দেহবাদীদের সঙ্গে মেলামেশার বিপদ

    আমরা একটি লম্পটতার যুগে বসবাস করছি, যেখানে নর-নারী এবং যুবক-যুবতিরা পাপকে শক্তভাবে আঁকড়ে ধরে রয়েছে। আমাদের যুবকযুবতিদের যদি পবিত্ররূপে প্রহরায় না রাখা হয়; যদি তাদেরকে কঠোর নীতিমালায় সুরক্ষিত না রাখা যায়, যদি তাদের সঙ্গী-সাথি, পত্র পত্রিকা মনােনয়নে বিশেষ সতর্কতা অবলম্বন করা না হয়, যা তাদের মনের খােরাক যােগাবে, তবে তারা এমন একটি সমাজের সম্মুখিন হবে যাদের নৈতিকতা সদোম নিবাসীদের ভ্রষ্ট নৈতিকতার তুল্য। জগতের লােকদের বাহ্যিকতা অতীব আকর্ষণীয় হতে পারে, কিন্তু যদি তারা অবিরত বাইবেলের বিরুদ্ধে যুক্তি পরামর্শ নিক্ষেপ করে, তারা বিপজ্জনক বন্ধু, কেননা তারা, সুসমাচার ধর্মকে ভ্রষ্ট করার প্রয়াসে পুরাতন আদব-কায়দার গঠন প্রণালীসহ তােমার বিশ্বাসের ভিত অধঃদেশে নামিয়ে দেবার চেষ্টা করে।MYPBen 79.3

    যুবক-যুবতিরা প্রায়ই ঐ সব সন্দেহবাজদের সংস্পর্শে আসে, এবং তাদের পিতা-মাতাগণ ততক্ষণ পর্যন্ত বিষয়টি জানে না, যে পর্যন্ত না মন্দ কাজ সম্পন্ন হয় এবং যুবক-যুবতিরা নষ্ট হয়ে যায়। যুবক-যুবতিদের মনােযােগ সহকারে শিক্ষা দিতে হবে, যেন তারা ঐ সব লােকদের প্রকৃত চরিত্র সম্পর্কে প্রতারিত না হয়, এবং এই শ্রেণীর লােকদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন না করে, অথবা তাদের তীব্র ব্যাঙ্গোক্তি এবং কুতর্ক না শােনে। যে পর্যন্ত না আমাদের যুবকযুবতিদের, অবিশ্বাসের বিষয় আবিষ্কার করে এই লােকদের সংস্পর্শ ত্যাগ করার সাহস না হয়, ততদিন পর্যন্ত তারা ফাঁদে পড়বে এবং তাদের সহচরদের ন্যায় চিন্তা করবে ও কথা বলবে, এবং বাইবেলের ধর্ম এবং বিশ্বাস সম্পর্কে তুচ্ছ-তাচ্ছিল্যের সঙ্গে কথা বলবে ।MYPBen 80.1