বিজয়ী জীবন — ২৯
ঐশ্বরিক শক্তির ওপর নির্ভরশীলতার মাধ্যমেই শান্তি আসে। হৃদয়। যখনই প্রদত্ত আলাে অনুসারে স্থিরকৃত হয়, তখনই পবিত্র আত্মা আরও অধিক শক্তি দান করেন। আত্মা স্থিরকৃত হবার সঙ্গে সঙ্গেই পবিত্র আত্মার অনুগ্রহ সহযােগিতা করেন, কিন্তু এই সহযােগিতা ব্যক্তিগত বিশ্বাসের প্রতিকল্প নয়। খ্রীষ্টিয় জীবনের সাফল্য নির্ভর করে ঈশ্বর প্রদত্ত জ্যোতির বৈশিষ্ট্যের ওপর । এটি আলাের একটি প্রাচুর্য এবং প্রমাণ নয় যা জীবনকে খ্রীষ্টে স্বাধীন করে; এটি শক্তির উত্থান এবং জীবনের ইচ্ছা ও শক্তি, এটি নিষ্কপট ভাবে চিৎকার করে বলে, “প্রভু, আমি বিশ্বাস করি, আমার অবিশ্বাসের প্রতিকার কর।”MYPBen 103.1
আমি ভবিষ্যতের উজ্জ্বল প্রত্যাশায় আনন্দ করি, তুমিও করতে পার । উল্লাস কর, প্রভুর প্রেমপূর্ণ দয়ার জন্য তার প্রশংসা কর। যা তুমি বুঝতে পার না, তা তার কাছে গচ্ছিত রাখ। তিনি তােমাকে প্রেম করেন, এবং তােমার প্রতিটি দুর্বলতায় তােমার সমব্যথা অনুভব করেন। তিনি আমাদের সকলকে স্বর্গীয় স্থানে খ্রীষ্টেতে সকল আত্মিক আশীর্বাদে আশীর্বাদিত করেছেন। যারা তার পুত্রকে প্রেম করে, তাদের দান করার জন্য তিনি তাঁর পুত্রকে যে আশীর্বাদ করেন, তদপেক্ষা সামান্য নূন্যতম আশীর্বাদও অসীম পিতার অন্তঃকরণ তৃপ্ত করবে না।MYPBen 103.2
শয়তান আমাদের মন, আমাদের আত্মার অধঃপতনের জন্য মহা শক্তিশালী সাহায্যকারী হতে দূরে নিয়ে যাবার চেষ্টা করে। যদিও যীশু অতীতের দোষের প্রতি দৃষ্টিপাত করেন, তবুও তিনি ক্ষমার বাণী উচ্চারণ করেন; তাই আমাদের প্রতি তাঁর প্রেমকে সন্দেহ করে আমাদের তাঁকে অশ্রদ্ধা করা উচিৎ না। আমাদের অপরাধ বােধ ক্রুশের পাদদেশে রাখতে হবে, নতুবা তা জীবনের প্রস্রবণকে কলুষিত করে দেবে। যখন শয়তান আমাদের ওপর তার ভয় দেখানাের চেষ্টা করে, তখন তা হতে ফিরে অন্যত্র চলে যাও এবং ঈশ্বরের প্রতিজ্ঞায় তােমার আত্মাকে সান্ত্বনা দেও। মেঘ কৃষ্ণবর্ণ হতে পারে, তথাপি যখন স্বর্গের জ্যোতিতে পূর্ণ হবে, এটি স্বর্ণের উজ্জ্বলতায় রূপ নেবে; কেননা ঈশ্বরের মহিমা তার ওপর ভর করে।MYPBen 103.3
ঈশ্বরে সন্তানগণ অনুভূতি এবং আবেগ দ্বারা চালিত হবে না। যখন তারা ‘আশা এবং ভয়ের মধ্যে তরঙ্গায়িত হবে, তখন খ্রীষ্টের হৃদয় ব্যথিত হয়; কেননা, তিনি তার প্রেমের নির্ভুল প্রমাণ দিয়েছেন। ... তিনি চান, যেন তিনি তাদের যে কাজ করতে দিয়েছেন তা যেন তারা করে; তাহলে তাদের হৃদয়। তার হস্তের পবিত্র বীণা স্বরূপ হবে, প্রতিটি তার যা তাঁর প্রতি প্রশংসা এবং ধন্যবাদ প্রেরণ করবে, যাকে ঈশ্বর পৃথিবীর পাপ সকল দূর করতে পাঠিয়েছেন ।MYPBen 104.1
খ্রীষ্টের প্রেম তার সন্তানদের নিমিত্ত যেমন কোমল তেমনি কঠিন। আর তা মৃত্যু হতে বলবান; কেননা তিনি আমাদের পরিত্রাণ ক্রয় করার জন্য মত্যবরণ করেছেন, যেন আমরা তার সঙ্গে অতিন্দ্রীয় ভাবে এবং চিরকালের। জন্য এক হতে পারি। তার প্রেম এতই শক্তিশালী যে, তা তাঁর সকল শক্তিকে নিয়ন্ত্রণ করে, এবং স্বর্গের বিশাল সম্পদ তার লােকদের মঙ্গলের জন্য নিয়ােজিত। তা অনৈক্য বা বিপর্যয়ের ছায়াহীন- যা গতকাল, আজ এবং চিরকালের জন্য একই। যদিও যুগ যুগ ব্যাপি পাপ বিরাজ করছে, এই প্রেম নকল করার চেষ্টা করছে এবং এর পৃথিবী মুখি প্রবাহ রােধ করার চেষ্টা করতে তথাপি এর পূর্ণস্রোত যাদের জন্য খ্রীষ্ট মৃত্যুবরণ করেছেন তাদের দিকে প্রবাহিত হয়। - Testimonies to Ministers ), pp. 518, 519.MYPBen 104.2