Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

যুবক যুবতিদের প্রতি বার্তা

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    খ্রীষ্টের সঙ্গে মিলন— ৩১

    জীবন্ত বিশ্বাসে খ্রীষ্টের সঙ্গে একটি মিলন স্থায়ি, এবং অন্যান্য সব ঐক্য ধ্বংস হােক। সর্ব প্রথম খ্ৰীষ্ট আমাদের মনােনয়ন করেছেন, আমাদের মুক্তির জন্য অসীম মূল্য দিয়েছেন, আর প্রকৃত বিশ্বাসী খ্রীষ্টকে সর্ব প্রথম এবং সর্বশেষ এবং সর্বোত্তম স্থানে মনােনীত করে। এটি সম্পূর্ণভাবে নির্ভরশীলতা, যা একটি গর্বিত সত্ত্বার মাধ্যমে প্রবেশ করে। যারা এই সম্মেলন গঠন করে তাদের খ্রীষ্টের প্রায়শ্চিত্তকারী রক্তের প্রয়ােজন। তাদের হৃদয়ের পরিবর্তন আবশ্যক। তাদের নিজের ইচ্ছ। ঈশ্বরের ইচ্ছার বশীভূত হতে হবে। আভ্যন্তরীণ এবং বাহ্যিক প্রতিবন্ধকতার মধ্যে একটি সংগ্রাম হবে। বিচ্ছিন্ন অবস্থা এবং অনুরক্তির মধ্যে একটি বেদনাদায়ক কাজ সাধন হবে। যদি আমরা খ্রীষ্টের সঙ্গে ঐক্যে প্রবেশ করতে চাই তাহলে অহঙ্কার, স্বার্থপরতা, আত্ম শ্লাঘা, জাগতিকতা- এসব পাপের উপর বিজয়ী হতে হবে। তারা কেন এত খামখেয়ালী, এত চঞ্চল, যে তারা নিজেদের এসব পােষা প্রতিমাগুলাে থেকে বিচিছন্ন না করে খ্রীষ্টের সঙ্গে এক হতে চায়, এ কারণেই অনেকের কাছে খ্রষ্টিয় জীবন এত শােচনীয় ও কঠিন বলে মনে হয়MYPBen 112.1

    খ্রীষ্টের সঙ্গে এক হবার পর এটি কেবল একান্ত প্রার্থনা এবং অক্লান্ত চেষ্টা এবং প্রার্থনার মাধ্যমে সংরক্ষিত হতে পারে। আমাদের অহং প্রতিরােধ করতে হবে, নিজেকে অস্বীকার করতে হবে, আমাদের আত্মার উপর বিজয়ী হতে হবে। খ্রীষ্টের অনুগ্রহের মাধ্যমে উৎসাহের বিশ্বাসের দ্বারা সতর্ক সচেতনতার দ্বারা আমরা বিজয়ী হতে পারি। -“ Testimonies For the Church ” Vo. 5, p. 231.MYPBen 112.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents